iit-baba-predicts-ipl-2025-winner

IPL 2025: চলতি বছরের শুরুর দিকে প্রয়াগরাজে বসেছিলো মহাকুম্ভের আসর। দেশ-বিদেশ থেকে কোটি কোটি মানুষ ভীড় করেছিলেন পুণ্যস্নানের জন্য। মহাকুম্ভ চলাকালীনই লাইমলাইটে এসেছিলেন অভয় সিং (Abhay Singh)। জনসাধারণের মধ্যে আইআইটি বাবা নামে পরিচিতি তৈরি করে নিয়েছিলেন তিনি। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করার পরেও সুখের চাকরি ছেড়ে আধ্যাত্মিকতার দিকে পা বাড়িয়েছেন তিনি, দাবী করেছিলেন তিনি। বিজ্ঞান থেকে আধ্যাত্মিকতার এই যাত্রাপথ সম্পর্কে জানতে তাঁর কাছে ছুটে গিয়েছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। নানান সাক্ষাৎকারে বেশ কিছু বিতর্কিত মন্তব্যও করে বসেন তিনি। জনৈক সাংবাদিককে আইআইটি বাবা জানিয়েছিলেন যে ক্রিকেটে বেশ আগ্রহ রয়েছে তাঁর। নিজের দৈব ক্ষমতা ব্যবহার করে গত বছর ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন তিনি, দাবী ঘিরে শুরু হয়েছিলো হইচই।

Read More: IPL 2025 SRH vs LSG, TOSS REPORT in BENGALI: টস জিতলো লখনৌ, কোনো পরিবর্তন ছাড়াই ৩০০ পারের লক্ষ থাকবে সানরাইজার্সের !!

ফাইনালে CSK বনাম RCB, বলছেন IIT বাবা-

IIT Baba Abhay Singh | Image: Twitter
IIT Baba Abhay Singh | Image: Twitter

গত ২২ তারিখ থেকে শুরু হয়েছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ নিয়েও নাকি ভবিষ্যদ্বাণী করেছেন আইআইটি বাবা। আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে ট্রফির যুদ্ধে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), মনে করছেন তিনি। ইতিমধ্যে পাঁচ বার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। তাদের মুকুটে ষষ্ঠ পালক যুক্ত হওয়ার সম্ভাবনা এই মরসুমে নেই বলেই মনে করছেন তিনি। বরং সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে তিনি বেছে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই। ২০০৮ সাল থেকে আইপিএল (IPL) কেলে আসছে আরসিবি। বেশ কয়েকবার ফাইনালেও পা রেখেছে তারা। কিন্তু বারবার তীরে এসে তরী ডুবেছে তাদের। এবার অধরা মাধুরীর স্বাদ পাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স, সমর্থকদের আশ্বস্ত করেছেন আইআইটি বাবা।

সমর্থক সংখ্যার দিক থেকে বাকি নয়টি দলকে সত্যিই পিছনে ফেলতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। ইন্সটাগ্রাম, ট্যুইটারের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলোয়ার সংখ্যার নিরিখে বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে তারা। কোটি কোটি ভক্তদের আশার আলো দেখাচ্ছে তাদের ফর্ম। আইপিএল (IPL) মরসুমের শুরুটা জয় দিয়ে করেছে বেঙ্গালুরু। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নবনিযুক্ত অধিনায়ক রজত পাটিদার। মিডল অর্ডারের ব্যর্থতায় ১৭৪ রানেই আটকে যায় নাইট’রা। বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমে ঝোড়ো অর্ধশতক করেন ফিল সল্ট (Phil Salt)। পঞ্চাশের গণ্ডী পেরোন বিরাট কোহলিও। রজত পাটিদারের ধুন্ধুমার ক্যামিওতে ১৬.২ ওভারেই জয় ছিনিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফলে নি ভবিষ্যদ্বাণী-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

মাসখানেক আগে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন আইআইটি বাবা। ভারত-পাক ম্যাচের আগে একটি ইউটিউব অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, “এবার জিতবে না। বিরাট কোহলি আর বাকিদের বলো গিয়ে জিতে দেখাক। আমি যখন বলছি জিতবে না তো জিতবে না।” বাস্তবে যদিও উলটো ছবি দেখা গিয়েছিলো। চাপের মুখে ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে অভয় সিং তখন দাবী করেছিলেন যে পাকিস্তান ম্যাচ নয়, তিনি বলেছিলেন যে ট্রফি জিতবে না টিম ইন্ডিয়া। মিথ্যা প্রমাণিত হয়েছে সেই ভবিষ্যদ্বাণীও। দুবাইতে নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব জেতেন কোহলিরা। নেটদুনিয়ার আক্রমণের মুখে পড়ে শেষমেশ ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি। আইআইটি বাবা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলকে অনুরোধ করছি আনন্দ করার জন্য। মনে মনে জানতাম যে ভারতই আসলে জিতব।”

Also Read: IPL 2025: “সারা-অনন্যা চমকে যাবে…” রিয়ানের পা ছুঁয়ে প্রণাম ভক্তের, চর্চায় মাতলো সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *