চলতি আইপিএলে (IPL 2025) ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থকে (Rishabh Pant) একেবারে ছন্দ হারাতে দেখা গিয়েছে। আইপিএল ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটার হয়ে উঠেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২৭ কোটি টাকায় সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টস (LSG) দলের অংশ হয়ে ওঠেন। আইপিএল ইতিহাসে এত দাম আজ পর্যন্ত কোনো খেলোয়াড় পাননি। তবে, নিজের নাম ও দামের প্রতি সুবিচার করতে পারেননি পন্থ। যে কারণে সমাজ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। ১১টি ম্যাচে ১২৮ রান করেছেন তিনি। ১২.৮০ গড় ও ৯৯.২২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। এই ১২৮ রানের মধ্যে চেন্নাইয়ের বিরুদ্ধেই ৬৩ রান বানিয়েছিলেন পন্থ। এবার পন্থকে নিয়ে সমালোচনা শুরু করে দিলো আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।
ছন্দ হারিয়েছেন ঋষভ

আইসল্যান্ড ক্রিকেট বোর্ডই খোঁচা মারল ঋষভ পন্থকে। আইসল্যান্ড ক্রিকেট বোর্ড কতৃক আইপিএলের ‘ফ্রড’ একাদশ তালিকা প্রকাশ পেয়েছে। এই তালিকায় জায়গা দেওয়া হয়েছে ১১ জন খেলোয়াড় সহ এক ইমপ্যাক্ট প্লেয়ায়কেও। আর এই দলের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) উপর। এবিষয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে লেখা, “একটা বৃষ্টির দিনে আমরা আপনাদের সামনে আইপিএলের ফ্রড একাদশের নাম জানাচ্ছি।” আইসল্যান্ড ক্রিকেটের বানানো এই তালিকায় ওপেনার হিসাবে ঠাঁই পেয়েছেন চেন্নাই সুপার কিংস দলের দুই রাহুল ত্রিপাঠী এবং রাচিন রবীন্দ্র। তিনে রাখা হয়েছে ঈশান কিষানকে। যিনি এই মৌসুমে প্রথম ম্যাচ ব্যাতিত বাঁকি ম্যাচগুলিতে চূড়ান্তভাবে ব্যার্থ হয়েছেন।
Read More: পাঞ্জাবের বিপক্ষে হেরে অধিনায়কত্ব ছাড়ছেন ঋষভ পান্থ, বাকি ম্যাচ থেকেও নিচ্ছেন বিশ্রাম !!
তালিকায় রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের নামও

চারে রাখা হয়েছে ঋষভ পন্থকে, যিনি এই দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন। মিডিল অর্ডারে রয়েছেন নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ছয়ে রয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও সাতে রাখা হয়েছে আরিসবির লিয়াম লিভিংস্টোনকে। তাছাড়া এই তালিকায় জায়গা করে নিয়েছেন দীপক হুডা, রবিচন্দ্রন অশ্বিন, মাথিশা পাথিরানা, মহম্মদ শামি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তারা দিল্লির মুকেশ কুমারকে রেখেছে। তবে, তারা এটাও জানিয়ে দিয়েছে যে মুকেশকে ইমপ্যাক্ট প্লেয়ারে রাখা হলেও তিনি কোনও ইমপ্যাক্ট বা প্রভাব ফেলতে পারেননি। চলতি আইপিএলে পন্থের নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচটি পরাজিত হয়েছিল। আর তাদের এই পরাজয়ের পর তারা পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে নেমে এসেছে।