CT 2025: আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার বলছে যে পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়ার কথা ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। অংশগ্রহণকারী আট দলের মধ্যে বাকিরা পাক সফর করা নিয়ে কোনো রকম আপত্তি তোলে নি এখনও। কেবল বেঁকে বসেছে টিম ইন্ডিয়া (Team India)। গত বছর এশিয়া কাপের সময়ও একই অবস্থান নিয়েছিলো বিসিসিআই। ক্রিকেটারদের নিরাপত্তা যথেষ্ট নয়, এই মর্মে ওটাঘা সীমান্তের ওপারে যেতে অসম্মত হয়েছিলো বোর্ড। দুই দেশের দড়ি-টানাটানি চলে দীর্ঘদিন। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে মেলে রফাসূত্র। টিম ইন্ডিয়ার (Team India) সবক’টি ম্যাচ ও সম্পূর্ণ নক-আউট পর্ব সরে গিয়েছিলো শ্রীলঙ্কায়। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এমন হাইব্রিড মডেলই চায় বিসিসিআই। কিন্তু নতিস্বীকার করতে এবার রাজী নয় পিসিবি। দুই পক্ষের দ্বন্দ্ব তাই বেড়েই চলেছে উত্তরোত্তর।
Read More: IND vs AUS: “বুমরাহ সামলাতে পারবে না…” ভারতের অধিনায়কত্ব নিয়ে বিস্ফোরক বয়ান রিকি পন্টিং-এর !!
ভারতের দাবী মানতে নারাজ পিসিবি-
গত ২৯ জুন টি-২০ বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য বার্বাডোজের কেনসিংটন ওভালে হাজির ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi)। তখনই আইসিসি’র কাছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রস্তাবিত গ্রুপ বিন্যাস ও খসড়া সূচি জমা দিয়েছিলেন তিনি। ফেব্রুয়ারি-মার্চ উইন্ডোতে টুর্নামেন্ট আয়োজন করতে চায় পাকিস্তান। সেই কারণেই পিএসএল পিছিয়ে দেওয়ার পথে এগোচ্ছে পাক বোর্ড। ১২৬০ কোটি টাকা খরচ করে স্টেডিয়াম ও অন্যান্য পরিকাঠামোর মানোন্নয়নের কাজ’ও চলছে জোরকদমে। কিন্তু ভারতীয় দল পড়শি দেশে যেতে আপত্তি জানানোয় প্রতিযোগিতার ভবিষ্যতই এখন বিশ বাঁও জলে। জয় শাহ, রজার বিনিদের রাজী করাতে একাধিক প্রস্তাব ইতিমধ্যেই রেখেছে পিসিবি।
কোহলি-রোহিতদের (Rohit Sharma) নিরাপত্তার কথা ভেবে ভারতের সবক’টি ম্যাচ লাহোরে আয়োজন করার প্রস্তাব প্রথমে দিয়েছিলেন মহসীন নকভি’রা। তাতে চিঁড়ে না ভেজায় নতুন পন্থা অবলম্বল করেছে পিসিবি। পাকিস্তানে এসে ম্যাচ খেলে সেইদিনই বিমানে অমৃতসর বা দিল্লী ফিরে যাক টিম ইন্ডিয়া-মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন ‘অফার’ও দিয়েছিলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থাকে। কিন্তু এখনও তাতে সম্মতি জানায় নি বিসিসিআই। বরং সূত্রের খবর যে জয় শাহ’রা হাইব্রিড মডেলের জন্যই সওয়াল করে চলেছেন এখনও। এতেই ক্ষোভ বেড়েছে পাক ক্রিকেটমহলের অন্দরে। পালটা দেওয়ার পথে হাঁটার ভাবনাচিন্তা শুরু করেছে পিসিবি। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে না এলে তাঁরাও ভবিষ্যতে ভারতে যাবেন না, জানিয়ে দিয়েছেন মহদীন নকভি।
গোটা টুর্নামেন্টই সরতে পারে পাকিস্তান থেকে-
আইসিসি’র অন্দরে ভারতের ক্ষমতা যে বাকি দেশগুলির তুলনায় অনেকটা বেশী তা ক্রিকেটমহলের ‘ওপেন সিক্রেট।’ তাদের লভ্যাংশের সিংহভাগটাই আসে ভারতীয় বাজার থেকে। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) না খেললে সম্প্রচার স্বত্ব বিক্রি বা স্পন্সর পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা হবে তা বিলক্ষণ জানেন আইসিসি কর্মকর্তারা। তাই ভারত-পাক এই যুদ্ধে পাল্লা ভারী আপাতত টিম ইন্ডিয়ারই। শারজা বা দুবাইতে ভারতের ম্যাচগুলি সরানো হতে পারে। এই হাইব্রিড মডেল মেনে না নিলে বড়সড় সমস্যার মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে। সংবাদসংস্থা স্পোর্টস তক সূত্রে জানা গিয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি আইসিসি’র প্রস্তাবিত হাইব্রিড মডেলে সম্মতি না জানায়, তাহলে গোটা টুর্নামেন্টই সরিয়ে দেওয়া হতে পারে সেখান থেকে। বিকল্প ভেন্যু হিসেবে ঘোষণা করা হতে পারে দক্ষিণ আফ্রিকার নাম।