ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 1

টি-২০ বিশ্বকাপ বর্তমান সময়ের সব থেকে আলোচ্য এক ক্রিকেটীয় ঘটনা। টি-২০ ক্রিকেট হলো এমন একটি ফরম্যাট যা সমস্ত ক্রিকেট ফ্যানদের রোমাঞ্চিত এবং আকর্ষিত করে তোলে। প্রতিবছরের নেয় এই বছরেও আইসিসি টি-২০ বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করে দিয়েছে। এই বছর টি-২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হবার কথা ছিল কিন্তু ক্রমশ বাড়তে চলা করোনা সংক্রমণের জন্য আইসিসি এই জনপ্রিয় টুর্নামেন্টকে দুবাই এবং ওমানের মাটিতে করার সিদ্ধান্ত নিয়েছে। এই টি-২০ বিশ্বকাপের জন্য প্রত্যেকটি ক্রিকেট টিম তাদের দল গোছাতে শুরু করে দিয়েছে এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো বেশ কিছু দল তাদের দল ঘোষণাও করে ফেলেছে।

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 2

এই বছর টি-২০ বিশ্বকাপ ভারতের মাটিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি। কিন্তু ভারতে ক্রমশ বাড়তে চলা করোনা সংক্রমণ এবং করোনার প্রকোপ না কমার ফলে আইসিসি সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান এর মাটিতে করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনো দেশের মাটিতে এই প্রতিযোগিতার আয়োজন করার ব্যাপারে বেশ আশাবাদী। এই বছর টি-২০ বিশ্বকাপ ১৭ওই অক্টোবর শুরু হবে এবং শেষ হবে ১৪ ওই নভেম্বর। আইসিসি এই বছর টি-২০ বিশ্বকাপের জন্য ৪৫টি ম্যাচ ঘোষণা করেছে এবং দলগুলিকে ৪টি গ্রুপে বিভক্ত করেছে। এই ৪টি গ্রুপের মধ্যে ২টি গ্রুপ হলো সুপার ১২ এস এবং ২টি গ্রুপ হলো কোয়ালিফায়ারে স্টেজ এর।

টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময় সূচি

Match No Date Fixture Time (IST) Venue Stage
1 17-Oct Oman vs Papua New Guinea 15:30 Al Almerat, Muscat Round 1
2 17-Oct Bangladesh vs Scotland 19:30 Al Almerat, Muscat Round 1
3 18-Oct Ireland vs the Netherlands 15:30 Abu Dhabi Round 1
4 18-Oct Sri Lanka vs Namibia 19:30 Abu Dhabi Round 1
5 19-Oct Scotland vs Papua New Guinea 15:30 Al Almerat, Muscat Round 1
6 19-Oct Oman vs Bangladesh 19:30 Al Almerat, Muscat Round 1
7 20-Oct Namibia vs the Netherlands 15:30 Abu Dhabi Round 1
8 20-Oct Sri Lanka vs Ireland 19:30 Abu Dhabi Round 1
9 21-Oct Bangladesh vs Papua New Guinea 15:30 Al Almerat, Muscat Round 1
10 21-Oct Oman vs Scotland 19:30 Al Almerat, Muscat Round 1
11 22-Oct Namibia vs Ireland 15:30 Abu Dhabi Round 1
12 22-Oct Sri Lanka vs the Netherlands 19:30 Abu Dhabi Round 1
13 23-Oct Australia vs South Africa 15:30 Abu Dhabi Super 12
14 23-Oct England vs West Indies 19:30 Abu Dhabi Super 12
15 24-Oct A1 vs B2 15:30 Sharjah Super 12
16 24-Oct India vs Pakistan 19:30 Dubai Super 12
17 25-Oct Afghanistan vs B1 19:30 Sharjah Super 12
18 26-Oct South Africa vs West Indies 15:30 Dubai Super 12
19 26-Oct Pakistan vs New Zealand 19:30 Sharjah Super 12
20 27-Oct England vs B2 15:30 Abu Dhabi Super 12
21 27-Oct B1 vs A2 19:30 Abu Dhabi Super 12
22 28-Oct Australia vs A1 19:30 Dubai Super 12
23 29-Oct West Indies vs B2 15:30 Sharjah Super 12
24 29-Oct Afghanistan vs Pakistan 19:30 Dubai Super 12
25 30-Oct South Africa vs A1 15:30 Sharjah Super 12
26 30-Oct England vs Australia 19:30 Dubai Super 12
27 31-Oct Afghanistan vs A2 15:30 Abu Dhabi Super 12
28 31-Oct India vs New Zealand 19:30 Dubai Super 12
29 1-Nov England vs A1 19:30 Sharjah Super 12
30 2-Nov South Africa vs B2 15:30 Abu Dhabi Super 12
31 2-Nov Pakistan vs A2 19:30 Abu Dhabi Super 12
32 3-Nov New Zealand vs B1 15:30 Dubai Super 12
33 3-Nov India vs Afghanistan 19:30 Abu Dhabi Super 12
34 4-Nov Australia vs B2 15:30 Dubai Super 12
35 4-Nov West Indies vs A1 19:30 Abu Dhabi Super 12
36 5-Nov New Zealand vs A2 15:30 Sharjah Super 12
37 5-Nov India vs B1 19:30 Dubai Super 12
38 6-Nov Australia vs West Indies 15:30 Abu Dhabi Super 12
39 6-Nov England vs South Africa 19:30 Sharjah Super 12
40 7-Nov New Zealand vs Afghanistan 15:30 Abu Dhabi Super 12
41 7-Nov Pakistan vs B1 19:30 Sharjah Super 12
42 8-Nov India vs A2 19:30 Dubai Super 12
43 10-Nov Semi-Final 1 19:30 Abu Dhabi Playoff
44 11-Nov Semi-Final 2 19:30 Dubai Playoff
45 14-Nov Final 19:30 Dubai Final

আইসিসির নিয়ম অনুযায়ী ১০ সেপ্টেম্বর এর মধ্যে এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রতিটা দলকে তাদের দলের পূর্ণাঙ্গ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার আদেশ দিয়েছে। তবে আইসিসি র তরফ থেকে প্রতিটা ক্রিকেট বোর্ডকে এটাও জানানো হয়েছে তারা তাদের ঘোষিত দলের ক্রিকেটারদের ১০ অক্টোবরের মধ্যে পরিবর্তন করতে পারে।

আসুন দেখে নেওয়া যাক t20 বিশ্বকাপের জন্য দলগুলির পূর্ণাঙ্গ ক্রিকেট তালিকা

ভারতীয় টিম

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 3

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কে এল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, বরুন চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামি। এছাড়াও ৩জন রিসার্ভ ক্রিকেটার হলেন শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর এবং দীপক চাহার। দলের মেন্টর হিসাবে থাকছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এম এস ধোনি।

নিউজিল্যান্ড দলICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 4

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এস্টেল, ট্রেন্ট বোল্ট, মার্ক চেপম্যান, ডিভন কন্বয়ে, লকি ফার্গুসন, মার্টিন গুপ্তিল, কাইল জেমিনসন, ড্যারেল মিচেল, জিমি নিসাম, গ্লেন ফিলিপ্স, মিচেল সেন্টেনার, টিম সাইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি, টিম সাউদি এবং এডাম মিনলে।

অস্ট্রেলিয়ান টিম

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 5

এরোন ফিঞ্চ (অধিনায়ক), এস্টন এগার, প্যাট কাম্মিনস(সহ অধিনায়ক), যশ হেজেলউড, যশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টেইনিস, মিচেল সেপশন, মেথেউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, এডাম জাম্পা, ডেনি ক্রিস্টিয়ান, ড্যানিয়েল সেম্স, এবং নাথান এলিস।

পাকিস্তান টিম

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 6

বাবর আজম (অধিনায়ক), সাদাব খান (সহ অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আসিফ আলী, সোয়েব মাকসুদ, আজম খান (উইকেটকিপার), খুশদিল সা, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, স্হানাবাজ দাহানি এবং ফাকার জামান।

পাপুয়া নিউগিনি টিম

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 7

আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনী, হিরি হিরি, নরমান ভানুয়া, টনি উরা, জে গার্ডনের, জে কিলা, কে ভাগি মরিয়া, চাদ সোপের, লেগা সাইকা, ডেমিয়েন রাবু , নোসাইনা পোকানা, গাউদি টোকা, কিপলিন দড়িগা (উইকেটকিপার), সেসে বাউ এবং সাইমন আটাই।

ওমান টিম

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 8

জীশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, যতিন্দর সিং, খাওয়ার আলী, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরজ কুমার, সন্দীপ গৌদ, নেস্টার ধাম্বা, কালেমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফয়েজ বাট, খুররাম খান

ইংল্যান্ড টিমICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 9

ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, দাউদ মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রায়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড

রিজার্ভ: টম কুরান, লিয়াম ডসন, জেমস ভিন্স

দক্ষিন আফ্রিকা

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 10

টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), বজর্ন ফরচুইন, রিজা হেন্ড্রিক্স, হেনরিচ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলদার, লুঙ্গি এনগিডি, আনরিচ নর্টজে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রামাদা, তাবরাজি শামাসি ও ভ্যান ডার ডুসেন।

বাংলাদেশ ক্রিকেট টিম

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 11

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেট কিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শামীম হোসেন

আয়ারল্যান্ড ক্রিকেট টিম

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 12

অ্যান্ড্রু বালবর্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ব্যারি ম্যাকার্থি, কেভিন ও’ব্রায়েন, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, শেন গেটকাট, গ্রাহাম কেনেডি, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, নিল রক, জোশ লিটল, সিমি সিং, হ্যারি টেক্টর,লোর্কান টুকের, ক্রেয়াগ ইয়ং, বেন হয়াট

স্কটল্যান্ড ক্রিকেট টিম

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 13

কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন (সহ-অধিনায়ক), ডিলান বাজে, ম্যাথিউ ক্রস (উইকেট কিপার), জোশ ডেভি, আলাসডেয়ার ইভান্স, ক্রিস গ্রীভস, অলি হেয়ার্স, মাইকেল লিয়াস্ক, ক্যালুম ম্যাকলিওড, জর্জ মুন্সি, সাফিয়ান শরীফ, ক্রিস সোল, হামজা তাহির , ক্রেইগ ওয়ালেস (উইকেট কিপার), মার্ক ওয়াট, ব্র্যাড হুইল

আফগানিস্তান ক্রিকেট টিম

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 14

রশিদ খান (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট কিপার), আসগর আফগান, মোহাম্মদ নবী, হাশমাতুল্লাহ শহিদী, নজিবুল্লাহ জাদরান, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ (উইকেট কিপার), মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নবীন-উল- হক, হামিদ হাসান, শরাফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান, কাইস আহমদ।

ওয়েস্ট ইন্ডিজ

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 15

কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, লেন্ডল সিমন্স, রবি রামপল, আন্দ্রে রাসেল, ওশানে টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র

শ্রীলঙ্কা ক্রিকেট টিম

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 16

দাশুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (ভাইস ক্যাপ্টেন),কুসল জনিথ পেরেরা, দীনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষ, চরিত আসালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, নুয়ান প্রদীপ, দুষ্মন্ত চামেরা, প্রবীণ জয়বিক্রেমা, লাহিরু মধুশঙ্ক, মহেশ থীক্ষনা

রিজার্ভ ক্রিকেটার: লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা দানঞ্জয়া, পুলিনা থারাঙ্গা

নামিবিয়া ক্রিকেট

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 17
গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বার্কেনস্টক। মিচাউ ডু প্রিজ, জান ফ্রিলিংক, জেন গ্রিন, নিকোল লফি-ইটন, বার্নার্ড শোল্টজ, বেন শিকোঙ্গো, জেজে স্মিট, রুবেন ট্রাম্পেলম্যান, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডেভিড উইস, ক্রেইগ উইলিয়ামস, পিকি ইয়া ফ্রান্স

নেদারল্যান্ড ক্রিকেট

ICC T20 World Cup 2021: India Squad And Schedule, All Team Squad, Venue - বিশ্বকাপের জন্য ঘোষণা হলো সকল টিমের খেলোয়াড় তালিকা, দেখে নিন এক নজরে 18

পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ফিলিপ বোইসভেন, বাস ডি লিড, পল ভ্যান মিকেরেন, বেন কুপার, ম্যাক্স ও’ডাউড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডোচতে, টিম ভ্যান ডার গুগেন, রোয়েলফ ভ্যান ডার মেরও, ব্র্যান্ডন গ্লোভার, ফ্রেড ক্ল্যাসেন , লোগান ভ্যান বীক, স্টিফেন মাইবার্গ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *