icc-reveals-world-cup-2023-best-team

World Cup 2023: অক্টোবর মাসের ৫ তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ দিয়ে সূচনা হয়েছিলো ২০২৩-এর বিশ্বকাপের (ICC World Cup 2023)। দেড় মাস ও ৪৮ ম্যাচের পর গতকাল সেই আহমেদাবাদেই সমাপ্ত হলো টুর্নামেন্ট। ফাইনালে হৃদয় ভাঙলো আয়োজন ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হেরে দেশের মাঠে কাপ জয়ের স্বাদ আর পাওয়া হলো না টিম ইন্ডিয়ার। গতকালের ম্যাচে টস গিয়েছিলো ভারতের বিপক্ষে। প্রথমে বোলিং বেছে নেয় অস্ট্রেলিয়া। রোহিত, বিরাট, রাহুলের প্রচেষ্টা সত্ত্বেও ২৪০-এর বেশী এগোতে পারে নি ভারত। জবাবে ব্যাট করতে নেমে প্রাথমিক বিপর্যয় সামলে অজিদের জয় এনে দেয় ট্র্যাভিস হেডের শতক ও মার্নাস লাবুশেনের অপরাজিত অর্ধশতরান।

ব্যাট-বলের জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় এবারের বিশ্বকাপ (ICC World Cup 2023) রইলো স্মরণীয় হয়ে। তৈরি হলো বেশ কিছু নয়া রেকর্ড। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মত টেস্ট খেলিয়ে দলকে হারিয়ে নজর কেড়ে নিলো নেদারল্যান্ডস। ডাচ ক্রিকেট যে দ্রুত উন্নতি করছে তার উদাহরণ দেখিয়ে গেলেন লোগান ফাল বিক, স্কট এডওয়ার্ডস, বাস দে লীডে’রা। চমকে দিয়েছে আরেক ‘আন্ডারডগ’ আফগানিস্তান’ও। ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তানের মত দলকে হারিয়ে একটা সময় রশিদ খান, মহম্মদ নবি’রা জায়গা করে নিয়েছিলেন সেমিফাইনালের দৌড়েও। চ্যাম্পিয়ন হতে না পারলেও বিশ্বকাপের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে দাপট বজায় রাখলো ভারত। বাবর আজমদের রোহিত বাহিনী হারালো ৭ উইকেটে। ঘটনাবহুল বিশ্বকাপ শেষে টুর্নামেন্টের সেরা স্কোয়াড বেছে নিয়েছে আয়োজক আইসিসি। দলে ভারতীয়ের সংখ্যা ছয়।

Read More: World Cup 2023: ফাইনালে ভারতের হারের পর নেটিজেনের ক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মোদী, শুনতে হলো ‘অপয়া’ স্লোগান !!

অধিনায়ক রোহিত, রয়েছেন কোহলি’ও-

Rohit Sharma and Virat Kohli | ICC World Cup 2023 | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | ICC World Cup 2023 | Image: Getty Images

বিশ্বকাপের সেরা একাদশে ব্যাটিং বিভাগে আধিপত্য ভারতের। শুরুতেই রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই একাদশের অধিনায়ক’ও নির্বাচিত হয়েছেন হিটম্যান। ১১ ম্যাচে ৫৯৭ রান করা রোহিতের জায়গা পাওয়া নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওপেনিং-এ রোহিতের সাথে রয়েছেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। চার শতরান-সহ ৫৯৪ রান করেছেন ডি কক। তিনে থাকছেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপ নিজের ব্যাটিং জাদুতে মাতিয়ে দিয়েছেন কোহলি (Virat Kohli)। ৩ শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন। প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের এক সংস্করণে ৯টি ৫০ বা তার বেশী রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। ৭৬৫ রান করে এক সংস্করণে সবচেয়ে বেশী রানের রেকর্ড’ও গড়েছেন তিনিই। ভেঙেছেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেও ফাইনালের পরাজয় হতাশায় ডুবিয়েছে তাঁকে।

চারে থাকছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (Daryl Mitchell)। ভারতের বিরুদ্ধে দুই ম্যাচে দুই শতরান করেছেন তিনি। গোটা টুর্নামেন্টের ৯ ইনিংসে ৬৯ গড়ে করেছেন ৫৫২ রান। একাদশে স্থান পেয়েছেন কে এল রাহুল’ও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে ভরসা যুগিয়েছিলো রাহুলের (KL Rahul) ব্যাট। ১০ ইনিংসে প্রায় ৭৬ গড়ে তিনি করেছেন ৪৫২ রান। কেবল ব্যাটিং নয়, উইকেটকিপিং-এ দলকে নির্ভরতা দিয়েছেন তিনি। দস্তানা হাতে সবচেয়ে বেশী সংখ্যক সাফল্য তাঁর। ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও নজর কেড়েছেন ভারতীয় তারকা। ষষ্ঠ স্থানে থাকছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। আফগানিস্তানের বিরুদ্ধে অতিমানবীয় ২০১* রানের ইনিংস তাঁকে বিশ্বকাপের ইতিহাসে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে। ৪০ বলে টুর্নামেন্টের দ্রুততম শতরান’ও এসেছে তাঁর ব্যাট থেকে। ৯ ইনিংসে ৪০০ রান করেছেন তিনি। বল হাতেও নিয়েছেন বেশ কিছু উইকেট।

শামি, বুমরাহ’র সাথে সামিল তরুণ ক্যুৎসিয়ে-

Mohammed Shami | ICC World Cup 2023 | Image: Getty Images
Mohammed Shami | ICC World Cup 2023 | Image: Getty Images

আইসিসি নির্বাচিত সেরা এগারো’র বোলিং বিভাগেও বিজয়ী  অস্ট্রেলিয়ার চেয়ে বিজিত ভারতীয় দলের প্রতিনিধিত্ব অনেক বেশী। অবশ্যই রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় পেসার এবারের বিশ্বকাপে আগুন ঝরিয়েছেন বাইশ গজে। ১০.৭০ গড়ে তিনি তুলে নিয়েছেন ২৪ উইকেটে। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচ না খেলেও হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারী। এর সঙ্গে থাকছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ১৮.৬৫ গড়ে তিনি নিয়েছেন ২০ উইকেট। বোলিং বিভাগে তৃতীয় ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে জাত চিনিয়েছেন তিনি। তাঁর ঝুলিতে জমা পড়েছে মোট ১৬ উইকেট।

তিন ভারতীয়ের সাথে সেরা একাদশে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার জেরাল্ড ক্যুৎসিয়ে (Gerald Coetzee)। নিজের প্রথম বিশ্বকাপে রাবাডা, লুঙ্গি এনগিডিদের মত প্রতিষ্ঠিত তারকাদের পিছনে ফেলেছেন ক্যুৎসিয়ে। ২০ উইকেট তুলে তিনিই প্রোটিয়াদের সর্বোচ্চ উইকেটশিকারী। এছাড়া রয়েছেন অ্যাডাম জাম্পা (Adam Zampa)। টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারেন নি তিনি। কিন্তু মাঝপথে ফর্ম খুঁজে পান। বেশ কিছু ম্যাচে রীতিমত অপ্রতিরোধ্য লেগেছে জাম্পাকেও। ২৩ উইকেট তুলে নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনি। বারো জনের স্কোয়াড বেছেছে আইসিসি। রয়েছেন শ্রীলঙ্কার দিলশান মাদুশাঙ্কাও (Dilshan Madushanka)। তরুণ বোলার ২১ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন।

এক নজরে World Cup-এর সেরা দল-

রোহিত শর্মা (অধিনায়ক), ক্যুইন্টন ডি কক, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, কে এল রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, জেরাল্ড ক্যুৎসিয়ে, দিলশান মাদুশাঙ্কা।

Also Read: World Cup Final 2023: ফাইনালে ম্যাচের সেরা হয়ে রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ ট্র্যাভিস হেড !! করলেন এই বিরাট মন্তব্য

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *