icc-launches-organ-donation-drive

সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিনব উদ্যোগ নিলো আইসিসি (ICC)। বাইশ গজের দুনিয়ার সর্বোচ্চ সংস্থার তরফে ক্রিকেটজনতার কাছে মরণোত্তর দেহদানের অনুরোধ জানানো হয়েছে। আগামী বুধবার রয়েছে ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচটি। আহমেদাবাদের সেই দ্বৈরথ থেকেই সরকারী ভাবে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)। একটি ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, “খেলাধূলার মধ্যে শক্তি রয়েছে আমাদের অনুপ্রাণিত করার, একত্রিত করার এবং মাঠের বাইরেও একটা দীর্ঘমেয়াদি অভিঘাত সৃষ্টি করার। আমরা সকলকে অনুরোধ করছি জীবন বাঁচানোর লক্ষ্য নিয়ে এগিয়ে আসতে-এটাই হতে পারে শ্রেষ্ঠ উপহার। একটি শপথ, একটি সিদ্ধান্ত, অনেকের জীবন রক্ষা করতে পারে। আসুন আমরা সকলে এগিয়ে এসে একটা তফাৎ গড়ে দিই।” আইসিসি’র (ICC) এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এগিয়ে এসেছে বিসিসিআই-ও।

Read More: BREAKING NEWS: বেঙ্গালুরু নেতৃত্বে ফের বিরাট কোহলি, আইপিএল শুরুর আগেই বড়সড় চমক দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি !!

দেহদানের আবেদন টিম ইন্ডিয়ার-

Indian Cricket Team | Icc | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থার মহৎ উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে বিসিসিআই (BCCI)। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ভিডিও পোস্ট করে ক্রিকেটজনতার কাছে দেহদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকারা। “শ্রেষ্ঠ শতরানটা করার সুযোগ রয়েছে আপনাদের সামনে। আপনাদের অঙ্গগুলি আপনার জীবদ্দশার পরেও অন্যদের বেঁচে থাকতে সাহায্য করতে পারে। অঙ্গদাতা হিসেবে নাম নথিভুক্ত করুন এবং সকলকে বাঁচার সুযোগ করে দিন,” ভিডিওতে বলতে শোনা গিয়েছে বিরাটকে (Virat Kohli)। এরপর সহ-অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) জানান, “জীবনের অধিনায়ক হয়ে উঠুন। ঠিক যেভাবে একজন নেতা দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তেমনই আপনারাও কাউকে নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন নিজের অঙ্গদানের অঙ্গীকারের মাধ্যমে।”

দেহদানের গুরুত্ব বুঝিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। জানান, “একজন অঙ্গদাতা আটজন অবধি মানুষের জীবন বাঁচাতে পারেন। আজই সংকল্প নিন এবং মানবসমাজের জন্য একটি ছক্কা হাঁকান।” “আপনার অঙ্গদানের সিদ্ধান্ত অন্য কারও জীবনে ম্যাচ উইনিং মুহূর্ত হয়ে উঠতে পারে। মাঠের বাইরেও একজন নায়ক হয়ে উঠুন,” মন্তব্য কে এল রাহুলের (KL Rahul)। দেহদানের আবেদনে গলা মিলিয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। দুই অলরাউন্ডার জানান, “উদারতার অধিনায়ক হয়ে উঠুন। নেতৃত্ব দিন সামনে থেকে। নিজেরা দেহদানের সংকল্প নিন। অন্যদেরও এই মহৎ উদ্যোগে সামিল হওয়ার জন্য অনুপ্রাণিত করুন। আপনাদের একটামাত্র সিদ্ধান্ত অন্যদের জীবনে জয়ের আনন্দ এনে দিতে পারে।” একই আবেদন করতে শোনা গিয়েছে রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দরদের মুখেও।

দেখে নিন সম্পূর্ণ ভিডিও’টি-

আহমেদাবাদে নজর ক্রিকেটজনতার-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

আইসিসি’র (ICC) তরফে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ডোনেট অর্গ্যান, সেভ লাইভস।’ আহমেদাবাদে ১ লক্ষ ৩২ হাজার দর্শক একসাথে ম্যাচ দেখতে পারেন। সপ্তাহের কাজের দিনে ম্যাচ থাকলেও অন্তত ৭০ থেকে ৭৫ হাজার দর্শক আগামী বুধবার মাঠে হাজির থাকবেন বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এদের মধ্যে কতজন এই উদ্যোগে সামিল হন, নজর থাকবে সেদিকে। একইসাথে নজর থাকবে ভারতের পারফর্ম্যান্সের দিকেও। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে আহমেদাবাদেই শেষ মাঠে নামার সুযোগ পাচ্ছে দল। অফ ফর্মের অন্ধকার কাটিয়ে কটকে শতরান করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভালো ব্যাটিং করেছেন শ্রেয়স, অক্ষর, শুভমানরাও। যা স্বস্তি যোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কিন্তু চিন্তা রয়েই গিয়েছে বিরাট কোহলির ফর্ম নিয়ে। গত বছরের টি-২০ বিশ্বকাপের পর থেকেই ছন্দে নেই তিনি। গত ম্যাচেও করেছেন মাত্র ৫। আহমেদাবাদে তাঁর ফর্মের ফেরার অপেক্ষায় অনুরাগীরা।

Also Read: IND vs ENG 2nd ODI: “খুবই উপভোগ করেছি…” দুর্ধর্ষ শতরান রোহিতের, সিরিজ জিতে তৃপ্ত ভারত অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *