CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) কেন্দ্র করে চরমে পৌঁছেছে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। মাঠে নয়, বরং মাঠের বাইরে মুখোমুখি দুই দেশ। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছরের টুর্নামেন্ট আয়োজন করার কথা পাকিস্তানের। আট দলীয় টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত। বাকিদের পাকিস্তানে যাওয়া নিয়ে কোনো সমস্যা না থাকলেও বেঁকে বসেছে টিম ইন্ডিয়া (Team India)। বিসিসিআই-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে যে কোহলি-রোহিতদের যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব নয় পাক বোর্ডের পক্ষে। ফলে ওয়াঘা সীমান্ত পেরোবেন না তাঁরা। বিসিসিআই-এর অবস্থানের সাথে সহমত নয় পিসিবি। তাই যত দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে দড়ি-টানাটানি।
Read More: “পাকিস্তান আসছেন না কেন?…” প্রশ্নের মুখে সূর্যকুমার, ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলালেন ‘মিস্টার ৩৬০’ !!
হাইব্রিড মডেল নিয়ে উত্তাল ক্রিকেটদুনিয়া-
২০২৩-এর এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজক হওয়ার কথা ছিলো পাকিস্তানের। কিন্তু সেবারও ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পড়শি দেশে যেতে অসম্মত হয়েছিলো ভারতীয় দল। জটিল হয়ে উঠেছিলো পরিস্থিতি। শেষপর্যন্ত হাইব্রিড মডেলের মাধ্যমে বেরোয় সমাধানসূত্র। ভারতের সবক’টি ম্যাচ ও টুর্নামেন্টের নক-আউট পর্ব সরানো হয়েছিলো শ্রীলঙ্কাতে। আর পাকিস্তানের মাটিতে আয়োজন করা হয়েছিলো মাত্র চারটি ম্যাচ। এবার চ্যাম্পিয়নস ট্রফির (CT 2025) জন্যও এহেন হাইব্রিড মডেলই দাবী করেছে বিসিসিআই। নিজেদের ম্যাচগুলি শারজা যা দুবাইয়ের মত ভেন্যুতে খেলতে চায় ভারতীয় শিবির। কিন্তু রাজী নয় পাক ক্রিকেট সংস্থা। এশিয়া কাপের সময় হাইব্রিড মডেলে সায় দিলেও এবার আর মাথা নোয়াতে রাজী নয় তারা। কড়া অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছেন চেয়ারম্যান মহসীন নকভি।
ইতিমধ্যেই আইসিসি’র কাছে প্রস্তাবিত গ্রুপ-বিন্যাস ও খসড়া সুচি জমা দিয়েছে পাক বোর্ড। ফেব্রুয়ারি-মার্চ উইন্ডোতে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজন করতে চায় তারা। লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডিকে বেছে নেওয়া হয়েছে ভেন্যু হিসেবে। ইতিমধ্যে পরিকাঠামো সংস্কারের কাজও শুরু হয়েছে জোরকদমে। এরপর কোনো মূল্যেই টুর্নামেন্টের কোনো অংশই দেশের বাইরে যেতে দিতে রাজী নয় পাক বোর্ড। সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়া (TOI) জানাচ্ছে যে আইসিসি’কে চিঠি দিয়ে ভেন্যু বদলের প্রচেষ্টা রোধের অনুরোধ করেছে তারা। বিসিসিআই-এর দিকে তোপ দেগে মহসীন নকভি জানিয়েছেন, “অতীতে পাকিস্তান ভালো ব্যবহার করে এসেছে ভারতের সাথে। কিন্তু এবার যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না আসে তাহলে আমরাও ভবিষ্যতে আর যাবো কিনা তা ভেবে দেখতে হবে।”
ভারতের বদলি হিসেবে আহ্বান শ্রীলঙ্কাকে ?
গতকাল খবর মিলেছিলো যে হাইব্রিড মডেলেই শেষমেশ সিলমোহর দিচ্ছে আইসিসি। যদি পাকিস্তান তাতে রাজী না হয় তাহলে গোটা টুর্নামেন্টই সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে দক্ষিণ আফ্রিকাতে। পাক ক্রিকেটমহলের মতামত অবশ্য সম্পূর্ণ উলটো। তাঁরা আশাবাদী যে দেশ থেকে সরবে না চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) । বরং ভারতকে ছাড়াই মেগা ইভেন্ট আয়োজনের দাবী তুলছেন তাঁরা। নিজের ট্যুইটার প্রোফাইলে এই বিষয়ে একটি পোস্ট করেন পাক সাংবাদিক ফরিদ খান’ও। তিনি লেখেন গোটা টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় সরে যাওয়ার তুলনায় ভারতের বদলি হিসেবে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশ নেওয়ার সম্ভাবনা অনেক বেশী। আইসিসি’র নিয়মে রয়েছে যে কোনো দল সরে দাঁড়ালে তাদের বদলি হিসেবে অন্য কোনো দল সেই শূন্যস্থান পূরণ করতে পারে। এর আগে আইসিসি’র কোনো প্রতিযোগিতায় হাইব্রিড মডেল অনুসরণ করা হয় নি।
ফরিদ (Farid Khan) এহেন পোস্ট লিখলেও তাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে রাজী নয় ক্রিকেটজনতা। বর্তমান ক্রিকেটবিশ্বে ভারতের ক্ষমতা সম্পর্কে অবহিত নন, এমন বড় একটা নেই কেউ। টুর্নামেন্টের স্পন্সরদের সিংহভাগই আসে ভারত থেকে। এমনকি সম্প্রচার স্বত্বের একটা বড় অংশ আইসিসি পায় ভারতের থেকেই। কোহলি-রোহিতদের ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) যে অনেকটাই জৌলুস হারাবে তা দিনের আলোর মত পরিষ্কার। এই অবিবেচকের মত সিদ্ধান্ত আইসিসি আদৌ নেবে না বলেই মত ক্রিকেটবোদ্ধাদের। মহসীন নকভি যতই গর্জন করুন, এই সত্যিটা জানে পিসিবিও। দিনকয়েক আগেই তাদের এক সূত্র PTI-কে জানিয়েছে যে, “দুবাই বা শারজাতে ভারতের ম্যাচ আয়োজনের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।”
দেখে নিন ফরিদের পোস্ট-
Sources: There are more chances of Sri Lanka replacing India than entire Champions Trophy moving to South Africa 🇵🇰🇮🇳😱
As per ICC rules, a team can replace the other team in case of withdrawal from tournament. But there’s NO option or history of Hybrid Model for an ICC event ✅
— Farid Khan (@_FaridKhan) November 12, 2024