বাংলাদেশের জোরে বোলার শোহিদুল ইসলামের (Shohidul Islam) বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল আইসিসি (ICC)। শোহিদুলকে ডোপিং নিরোধক আইনের অনুচ্ছেদ সংখ্যা ২.১ এর অধীনে দোষী পাওয়া গিয়েছে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দলের (Bangladesh Cricket Team) হয়ে টি-২০ ফর্ম্যাটে ডেবিউ করা এই খেলোয়াড়ের কেরিয়ার শুরুর আগেই তা শেষ হওয়ার দোড়গোড়ায় রয়েছে।
আইসিসি ডোপিংয়ের ব্যাপারে শোহিদুলকে দোষী সাব্যস্ত করে ১০ মাসের কড়া শাস্তিও দিয়েছে। এর ফলে বাংলাদেশের ক্রিকেট জগত সহ সারা বিশ্বের ক্রিকেট জগতেই আরও একবার ক্রিকেটকে কলঙ্কের মুখে পরতে হল।
ডোপিংয়ে ICC দোষী সাব্যস্ত করল Shohidul Islam কে, ১০ মাসের শাস্তি
প্রসঙ্গত গত ৪ মার্চ ২০২২ সালে ঢাকায় আইসিসির আউট অফ কম্পিটিশন পরীক্ষার অনুষ্ঠানে শোহিদুলের মূত্রের একটি নমুনা নেওয়া হয়েছিল। ওই মূত্রের নমুনায় ক্লোমিফিন পাওয়া গিয়েছিল। এর ফলে এই তরুণ ক্রিকেটারকে আইসিসির ডোপিং বিরোধী অনুচ্ছেদ ২.১ ভাঙার দোষী সাব্যস্ত করা হয় হয় এবং ১০ মাসের জন্য তার সমস্ত ক্রিকেটিয় গতিবিধি ব্যান করা হয়েছে।
ক্লোমিফিনকে ডোপিং বিরোদী সংস্থা ওয়াডার নিষিদ্ধ ড্রাগের তালিকায় রাখা হয়েছে। এই ড্রাগটি সমস্ত ধরণের খেলা এবং খেলার বাইরের জগতেও নিষিদ্ধি। এই ব্যাপারে একটি বয়ান জারি করে আইসিসি জানিয়েছে,
“বাংলাদেশের জোরে বোলার শোহিদুল ইসলামকে আইসিসি ডোপিং বিরোধী আইনের অনুচ্ছে ২.১ ভাঙার দোষী পাওয়ার পর ১০ মাসের জন্য ব্যান করা হচ্ছে”।
https://twitter.com/ICC/status/1547553024373100544?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1547553024373100544%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.cricketaddictor.com%2Fcricket%2Ficc-banned-shohidul-islam%2F
আইসিসিকে এই ব্যাপারে বাংলাদেশী ক্রিকেটার করেছেন সন্তুষ্ট
আইসিসি এই সিদ্ধান্ত নিতে গিয়ে নিজেদের বয়ানে জানিয়েছে যে,
“শোহিদুল কোনো গুরুত্বপূর্ণ ভুল বা অবহেলা করেননি। অজান্তে তিনি এই নিষিদ্ধ পদার্থ সেবন করেছিলেন, যা একটা ওষুধের মধ্যে ছিল, যা তিনি বৈধ উপায়ে থেরাপি নেওয়ার কারণে সেবন করেছিলেন”।
শুধু তাই নয় আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ এটাও নিজেদের বয়ানে স্পষ্ট করেছে যে,
“শোহিদুল ইসলাম আইসিসিকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে যে এই নিষিদ্ধ পদার্থ ব্যবহার করে নিজের প্রদর্শন বাড়ানোর কোনো উদ্দেশ্য তার ছিল না”।
এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন একটি মাত্র ম্যাচ
প্রসঙ্গত, ২৭ বছর বয়সী শোহিদুল ইসলাম নিষিদ্ধ ড্রাগ নেওয়ার কথা সম্পূর্ণ স্বীকার করে নিয়েছেন আর ১০ মাসের শাস্তিও মেনে নিয়েছেন। যার ফলে তিনি ২৮ মার্চ ২০২৩ সালে আবারও ক্রিকেট জগতে ফিরতে পারবেন। এই ক্রিকেটার এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে একটিই মাত্র টি-২০ ম্যাচ খেলেছেন। পাকিস্তানের সঙ্গে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে খেলে তিনি মহম্মদ রিজওয়ানের উইকেট নিয়েছিলেন।