এশিয়া কাপে ‘ভারতবিদ্বেষী আচরণ’ করতেই ব্যান হ্যারিস রউফ, ছাড় পেলেন না বুমরাহ-স্কাইরা !! 1

২০২৫ সালের এশিয়া কাপ জুড়েই ছিল বিতর্ক। শুরু থেকে এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল। তারপর থেকেই এই ঘটনাটি আরও বড় করে দেখাতে শুরু করে দেয় পাকিস্তানি মিডিয়া ও প্রাক্তন খেলোয়াড়রা। এশিয়া কাপের মঞ্চে ‘ভারতবিদ্বেষী আচরণ’ করতে দেখতে পাওয়া গিয়েছিল বেশ কয়েকজন খেলোয়াড়দের। বিশেষ করে পাকিস্তানি পেসার হ্যারিস রউফের (Haris Rauf) উপর বড় শাস্তি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। তবে শুধু পাকিস্তানি ক্রিকেটাররা নয়, ভারতীয় ক্রিকেটাররাও আইসিসির এই শাস্তি থেকে বিরত থাকেনি।

এশিয়া কাপের মঞ্চে ভারত বিরোধী আচরণ করেন রউফ

Asia cup 2025, এশিয়া কাপ
Harris Rauf | Image: Getty Images

আসলে, এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান (IND vs PAK) মোট তিনবার মুখোমুখি হয়েছে। তিনটি ম্যাচেই কোনও না কোনও বিতর্কে জড়িয়েছেন দুই দলের ক্রিকেটাররা। হ্যারিস রউফকে ম্যাচ চলাকালীন ‘বিমান ভূপাতিত করার’ ইশারা করতে দেখা যায়। আসলে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের দাবি করা ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ঘটনাকে বোঝাতে সেই ইশারা করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে রৌফের এই ক্রিয়াকলাপের তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তদন্তে রউফের দোষ প্রমাণিত হওয়ায় তাঁর দুই ম্যাচের ৩০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছিল এবং দুই ম্যাচ থেকেই দুটি করে মোট চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইসিসির নিয়মে চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়া মানেই তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হবে।

Read More: KKR’এর বোলিং কোচের পদে এন্ট্রি ইরফান পাঠানের, প্রকাশ্যে বড় ইঙ্গিত নাইট শিবিরের !!

ছাড় পেলেন না স্কাই-বুমরাহরা

Suryakumar Yadav and Jasprit Bumrah | Image: Getty Images
Suryakumar Yadav and Jasprit Bumrah | Image: Getty Images

পাশাপশি, সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ‘বন্দুক সেলিব্রেশন’ করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। আইসিসি তাঁকে ব্যান না করলেও তাঁকে সতর্ক করেছে এবং তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। অন্যদিকে, ভারতীয় দলের খেলোয়াড়দের কথা বলতে গেলে, রাজনৈতিক মন্তব্যের দায়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) জরিমানা করা হয়েছে। সূর্যের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তাছাড়া, মেগা ফাইনালে হ্যারিস রউফকে আউট করার পর বিমান নামানোর ভঙ্গিমায় সেলিব্রেশন করেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আইসিসি তাঁকেও দোষী ঘোষণা করে সতর্ক করেছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। যদিও, রউফের সেলিব্রেশনের পালটা অঙ্গভঙ্গি করা অর্ষদীপ সিংয়ের (Arshdeep Singh) উপর কোনো ব্যবস্থা নেয়নি আইসিসি।

Read Also: “মহিলা ক্রিকেট বন্ধ করে দিতাম..” প্রাক্তন BCCI সভাপতির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *