hazlewood-out-of-ind-vs-aus-series

IND vs AUS: জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) তৃতীয় টেস্ট ম্যাচ। ব্রিসবেনের গাব্বায় ব্যাগু গ্রিন বাহিনী চালকের আসনে রয়েছে ঠিকই, কিন্তু লড়াই থেকে এখনও সরে আসে নি টিম ইন্ডিয়া (Team India)। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনের শেষে ফলো-অন বাঁচাতে সক্ষম হয়েছে সফরকারী দল। স্কোরবোর্ডে ৯ উইকেটের বিনিময়ে ২৫২ রান। শেষ দিনের সকালে যতক্ষণ ক্রিজে টিকে থাকতে পারবেন আকাশ দীপ (Akash Deep) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ততই উজ্জ্বল হবে ড্রয়ের সম্ভাবনা। তৃতীয় ইনিংসে ব্যাটিং করে একদিনের মধ্যেই ভারতের ১০ উইকেট ফেলে দেওয়ার কাজটা যে কঠিন, তা বিলক্ষণ জানেন প্যাট কামিন্সরা। চতুর্থ ইনিংসে সম্পূর্ণ বোলিং শক্তি’ও ব্যবহার করতে পারবে না অস্ট্রেলিয়া। চোট পেয়ে ছিটকে গিয়েছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। কিন্তু জয়ের লক্ষ্যে সেই ঝুঁকিটা হয়ত নিতেই হবে তাঁদের।

Read More: সাফল্যের শিখরে শ্রেয়স আইয়ার, ২০২৪-তে তারকা ক্রিকেটারের ঝুলিতে চার-চারটি ট্রফি !!

দ্বিতীয়বার চোট পেলেন হ্যাজেলউড-

Josh Hazlewood | IND vs AUS | Image: Getty Images
Josh Hazlewood | IND vs AUS | Image: Getty Images

সাইড স্ট্রেনের কারণে অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্ট খেলতে পারেন নি জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। দিনকয়েকের বিশ্রামের পর মাঠে ফিরেছিলেন ব্রিসবেনে। কিন্তু দুঃসময় পিছু ছাড়লো না ৩৩ বর্ষীয় তারকা পেসারের। সোমবার চুটিয়ে বোলিং করেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালে ওয়ার্ম-আপের সময় কাফ মাসলে চোট পান তিনি। গাব্বা টেস্টের চতুর্থ দিনে এক ওভারের বেশী হাত ঘোরাতে পারেন নি হ্যাজেলউড (Josh Hazlewood)। স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিলো বলের গতি। রান-আপ সম্পূর্ণ করতে গিয়েও বেশ সমস্যার মধ্যে ছিলেন তিনি। এরপর আর ঝুঁকি নেন নি তিনি। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। তাঁর বদলি হিসেবে ফিল্ডিং করতে নামেন জশ ইংলিস (Josh Inglis)। সারা দিন আর খেলায় ফিরতে পারেন নি হ্যাজেলউড। তাঁর অবর্তমানে অতিরিক্ত ওভার করতে হয়েছে স্টার্ক-কামিন্সদের।

এবারের মত বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) হ্যাজেলউডের (Josh Hazlewood) দৌড় গাব্বাতেই শেষ বলে মনে করছে অস্ট্রেলীয় ক্রিকেট নিয়ামক সংস্থা,। এক বিজ্ঞপ্তিতে তাদের তরফে জানানো হয়েছে, “টেস্ট সিরিজের বাকি অংশে হয়ত দেখা যাবে না জশ হ্যাজেলউড’কে। খুব শীঘ্রই বিকল্প ঘোষণা করা হবে।” এর আগেও চোট-আঘাত সমস্যা একাধিকবার ভুগিয়েছে ডান হাতি পেসারকে। ২০২১ থেকে ২০২৩-এর মধ্যে সাইড স্ট্রেনের জন্য মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। মাঠে নামতে পারেন নি গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালেও। ২০২৪-এর শেষ পর্বে তাঁর চোটপ্রবণতা ফিরে আসায় চিন্তায় অজি ক্রিকেটমহল। আগামী ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফর রয়েছে ব্যাগি গ্রিন বাহিনীর। সেখানে আদৌ হ্যাজেলউডকে পাওয়া যাবে কিনা তা নিয়েও থাকছে সংশয়।

বোল্যান্ড হতে পারেন বিকল্প-

Scott Boland | IND vs AUS | Image: Getty Images
Scott Boland | IND vs AUS | Image: Getty Images

জশ হ্যাজেলউডের বদলি হিসেবে অ্যাডিলেডে অস্ট্রেলীয় স্কোয়াডের সাথে জুড়ে দেওয়া হয়েছিলো মাইকেল নেসের ও ব্রেন্ডন ডগেট’কে (Bredon Doggett)। বিশেষজ্ঞদের ধারণা যে সিরিজের বাকি দুটি টেস্ট ম্যাচের জন্যও তাঁদের মধ্যেই একজনের নাম ঘোষণা করা হবে। তবে যেই সুযোগ পান, মেলবোর্নের বক্সিং ডে টেস্টে সম্ভবত অভিষেক হচ্ছে না তাঁর। দ্বিতীয় টেস্টে হ্যাজেলউডের বিকল্প হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন ডান হাতি পেসার স্কট বোল্যান্ড (Scott Boland)। ১০৫ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৫টি উইকেট। ভারতের বিপক্ষে (IND vs AUS) বক্সিং ডে টেস্টেও সম্ভবত তিনিই নামতে চলেছেন মাঠে। চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার মাথাব্যথার অন্যতম কারণ হয়ে উঠতে পারেন তিনি। ঐতিহাসিক এমসিজি’র বাইশ গজেই ইংল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে মাত্র ৭ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন বোল্যান্ড। ২০২২-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নিয়েছিলেন ৩ উইকেট।

Also Read: IND vs AUS 3rd Test: “টিউশন নিক কোহলি-রোহিত…” ফলো-অন বাঁচিয়ে নায়ক আকাশ দীপ, শুভেচ্ছায় ভাসালো নেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *