IPL 2025: গত সতেরো বছরে বেশ কয়েকবার আইপিএল (IPL) ট্রফির খুব কাছে এসেও খালি হাতে ফিরতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার মরিয়া ‘গার্ডেন সিটি’র ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের গোড়া থেকেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বিরাট কোহলি, রজত পাটিদার’রা। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্লে-অফের যোগ্যতা অর্জন করেছেন তাঁরা। এই মুহূর্তে রয়েছেন লীগ তালিকার দ্বিতীয় স্থানে। নক-আউট পর্বে তাদের যাত্রাপথটা ঠিক কেমন হবে তা স্থির হবে বাকি দু’টি ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে। যদি দুই ম্যাচের মধ্যে অন্তত একটিতে জিততে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) তাহলে তাদের সামনে সুযোগ থাকবে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ের মধ্যে শেষ করার। সেক্ষেত্রে ফাইনালে ওঠার জন্য একটি বাড়তি সুযোগও পাবে তারা।
Read More: IPL 2025: মিনি পাঞ্জাব বানিয়েও সাফল্য পেলো না দিল্লী ক্যাপিটালস, অধরাই রইলো প্লে-অফ !!
বেঙ্গালুরুর হয়ে খেলবেন হ্যাজেলউড-

২৯ মে থেকে শুরু হচ্ছে আইপিএলের (IPL) প্লে-অফ পর্ব। নক-আউটের যুদ্ধে নামার আগে সুসংবাদ বেঙ্গালুরু শিবিরের জন্য। চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন পেস বিভাগের প্রধান অস্ত্র জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। ১২.৫০ কোটি টাকা খরচ করে তাঁকে এবার ফিরিয়েছিলো বেঙ্গালুরু। ১০ ম্যাচে ১৮ উইকেট তুলে নিয়ে সেই আস্থার দাম’ও দিয়েছেন অজি পেসার। কিন্তু মরসুমের মাঝপথে চোট পেয়েছিলেন তিনি। ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে আইপিএল (IPL) স্থগিত হওয়ার ঠিক আগে বেঙ্গালুরু বনাম চেন্নাই (RCB vs CSK) ম্যাচটিতে প্রথম একাদশে দেখা যায় নি তাঁকে। এক সপ্তাহের বিরতির পর টুর্নামেন্ট পুনরায় শুরু হলেও হ্যাজেলউড আর এই মরসুমে মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে ছিলো সংশয়। কিন্তু এই মুহূর্তে আশঙ্কার মেঘ কেটেছে অনেকটাই।
আইপিএল (IPL) স্থগিত থাকার সময় দেশে ফিরে গিয়েছিলেন হ্যাজেলউড (Josh Hazlewood)। ব্রিসবেনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অনুশীলনরত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাথে রিহ্যাব করছিলেন তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ফিটনেস সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠেছেন তারকা পেসার। তাঁকে মাঠের নামার অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা। আগামী ২৫ মে বেঙ্গালুরু শিবিরে যোগ দিতে পারেন হ্যাজেলউড। ২৭ মে একাআ স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে লীগ পর্বের শেষ ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB)। নক-আউটের আগে দক্ষতায় শান দিয়ে নিতে সেই ম্যাচটিতেও খেলতে পারেন অস্ট্রেলীয় তারকা। পার্পল ক্যাপের দৌড়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন হ্যাজেলউড। শীর্ষে থাকা প্রসিদ্ধ কৃষ্ণার সাথে তাঁর ব্যবধান মাত্র ৩ উইকেটের।
WTC-র প্রস্তুতি সারছে অস্ট্রেলিয়া-

আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। খেতাব রক্ষার লড়াইতে নামছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লাল বলের মহারণের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্যাগি গ্রিন বাহিনী। ব্রিসবেনে চলছে অনুশীলন শিবির। মিচেল স্টার্ক আইপিএলের দ্বিতীয় পর্ব খেলতে রাজী হন নি। অস্ট্রেলিয়াতেই রয়েছেন তিনি। প্যাট কামিন্স, ট্র্যাভিস হেডের মত তারকারা এই মুহূর্তে ভারতে রয়েছেন। তবে তাঁদের দল প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারায় ২৫ মে’র পরেই দেশে ফিরে যাবেন তাঁরা। হ্যাজেলউডের পাশাপাশি জশ ইংলিস’ও (Josh Inglis) খেলবেন আইপিএলের নক-আউট পর্বে। জুনের প্রথম সপ্তাহে দলের সাথে যোগ দেবেন দু’জনেই। ইংল্যান্ডেই রয়েছেন মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার ও ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায় থাকা ব্রেন্ডন ডগেট। কাউন্টি ক্রিকেট খেলছেন তাঁরা।