Mohammed Shami: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার হলেন মোহাম্মদ শামি, বর্তমান সময়ে চোটের কারণে দলের বাইরে রয়েছেন শামি তবে তিনি ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে আগামী অক্টোবরে যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে সেই টেস্ট সিরিজে দলে কামব্যাক করতে চলেছেন। বিশ্বকাপের ময়দানে মোহাম্মদ শামির (Mohammed Shami) পারফরমেন্স ছিল অনবদ্য। বিশ্বকাপে মাত্র ৭ ম্যাচে ২৪ উইকেট তুলে নেন তিনি। তবে বিশ্বকাপের পর চোট পাওয়ার জন্য কোনোরকম ম্যাচ খেলতে পারেননি তিনি, এবার তার স্ত্রী হাসিন জাহান শামিকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন।
আরও পড়ুন | IPL 2024: বিরাটের আউট নিয়ে সরব ক্রিকেট দুনিয়া, সাসপেন্ড হতে পারেন আম্পায়ার !!
শামিকে দুশ্চরিত্র’র তকমা দিলেন হাসিন
শামির স্ত্রী শামিকে নিয়ে মন্তব্য করে বলে ফেললেন যে বিয়ের পর থেকে এক নারীতে মন বসেনি তার। মাঝেমধ্যেই বিভিন্ন নারীদের সঙ্গে নানান সম্পর্ক গড়েন এমনকি হাসিনা এবার এক স্ক্রিনশট ফাঁস করেছেন শামির সম্পর্কে। এক অজানা নারীর সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন হাসিন। যেখানে শামিকে যৌন উসকানিমূলক কথা বলতে শোনা গিয়েছে। কখনও কখনও তিনি আবার নারীকে বিকিনি পরে আসার জন্য আবদার ও জানিয়েছেন। হাসিন জোর দিয়ে বলেন যে শামির ফোন থেকেই তিনি নাকি এগুলো উদ্ধার করেছিলেন।
তবে তার কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। স্ক্রিনশটগুলো শেয়ার করে হাসিন লেখেন, “ইয়া আল্লাহ তুমি সবাইকে ইনসাফ দাও। আমাকে ও আমার মেয়েকে রক্ষা করো, পাগল কুকুরদের দল আমাদের পিছনে লেগে রয়েছে। এই কুকুরগুলোকে শান্ত করো তুমি।” পাশাপশি, হাসিন আবার শামির (Mohammed Shami) উপর তোপ ডাকলেন, তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন সেখানে দেখা যাচ্ছে একজন ছেলে ও মেয়েকে।
নেপথ্যে শোনা যাচ্ছে, “বিয়ের পর একজন ব্যক্তি তার স্ত্রীর থেকে অন্য মেয়ের প্রতি আসত্ত হয়ে ওঠে এমনকি নিজের স্ত্রীর তুলনায় তাকে বেশি সুন্দর বলে মনে হয়।” এই ভিডিয়োর মাধ্যমে আকার ইঙ্গিতে হাসিন বুঝিয়ে দিতো চাইলেন যে শামি একজন ‘দুশ্চরিত্র’, এমনকি শামিকে মেনশন করে তিনি লেখেন “শামি আহমেদ দেখে এটাই তো আসল রূপ, তোর সত্যতা।“
View this post on Instagram