কয়েকদিন আগেই শেষ হলো বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), ইতিমধ্যে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) মুখোমুখি হয়েছে টি টোয়েন্টি সিরিজের জন্য। ভারত ২-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে এই সিরিজে। এবার পালা আইপিএল ২০২৪ (IPL 2024) নিলামের, নিলামের আগেই প্রকাশ্যে আসলো IPL ইতিহাসের সবথেকে বড় ট্রেডিং’এর গল্প। ঘরে ফিরলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতীয় দলের তুখোড় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ফিরলেন তার পুরানো মুম্বই ইন্ডিয়ান্স দলে। হার্দিকের দলে ফেরা নিয়ে চলতে থাকে বেশ নাটকীয় মুহূর্ত, রিতেনশন তালিকায় হার্দিককে গুজরাত দলে রাখা হলেও মুম্বই ইন্ডিয়ান্স ১৫ কোটি টাকার বিনিময়ে হার্দিককে কিনে নিলো যেখানে ১৬.২৫ কোটি টাকার ক্যামেরন গ্রিনকে (Cameron Green) ছেড়ে দিলো মুম্বই দল।
Read More: IPL 2024: এই ৩ কারণে হার্দিক পান্ডিয়া’র প্রত্যাবর্তন মুশকিলে ফেলতে পারে মুম্বই ইন্ডিয়ান্স’কে !!
IPL’খেলতে মোরিয়া হাসান
বিশ্বকাপের সমাপ্তির পর পুরো নজর এখন আইপিএলের উপরেই। আসন্ন আইপিএলে দলে বেশ পরিবর্তন দেখা গিয়েছে। তবে এই মেগা ইভেন্টে সবাই খেলার সুযোগ পেলেও পাকিস্তানি প্লেয়ারদের খেলার কোনো সুযোগ নেই। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) উদ্বোধনী আসরে খেলেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে এরপর থেকেই রাজনৈতিক সম্পর্কের অবনতির ফলে আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। এরই মধ্যে আইপিএলে খেলার আগ্রহের কথা প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের পেসার হাসান আলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসান জানিয়েছেন, তারও ইচ্ছে আছে আইপিএলে খেলার।
পাকিস্তানি হওয়ার কারণেই এই মেগা ইভেন্টে নিজেকে শামিল করতে পারবেন না হাসান। তিনি একটি সাক্ষাৎকারে মন্তব্য করে বলেছেন, “প্রত্যেক ক্রিকেটারই আইপিএলে খেলতে চান এবং আমারও ইচ্ছে আছে সেখানে খেলার। এটি বিশ্বের সবচেয়ে বড় লিগ এবং আমি অবশ্যই সেখানে খেলবো যদি সুযোগ আসে ভবিষ্যতে।”
হাসানের কাছে রয়েছে IPL খেলার সুযোগ
হাসানের কাছে সত্যি রয়েছে আইপিএল (IPL 2024) সুযোগ। হাসান, ভারতীয় বংশোদ্ভূত সামিয়া আরজুকে বিয়ে করেছেন। আর এখানেই সুযোগ পেয়ে গেছেন হাসান। ভারতীয় পাসপোর্ট বা সৌদি আরবের পাসপোর্ট বানাতে পারলেই তিনি আর পাকিস্তানের কোনো অংশ থাকবেন না এবং আইপিএল খেলার সুযোগ পেয়ে যাবেন। যদিও এর আগে বেশ কিছু পাকিস্তানি প্লেয়ারকেই দেশ পরিবর্তন করে আইপিয়েল খেলতে দেখা গিয়েছে। করাচি-তে জন্মগ্রহণকারী ইংল্যান্ডের খেলোয়াড় ওয়েস শাহ ২০১০ সালে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০২১ সালে, প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ একজন ব্রিটিশ নাগরিক হয়েছিলেন যার ফলেই তাকে আইপিএলে অংশগ্রহণের যোগ্য করে তোলে, আইপিএল ২০১২ নিলামে, কিংস ইলেভেন পাঞ্জাব দলে খেলেন তিনি। পাশাপশি, উসমান খাজা (Usman Khawaja) , ইমরান তাহির (Imran Tahir) ও গত আইপিয়েলে সিকান্দার রাজা (Sikandar Raza) পাকিস্তানি হওয়ার পরেও খেলেছেন আইপিএল।