হ‍্যারি গার্নির পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স 1

 

ইংল্যান্ড পেসার হ‍্যারি গার্নির পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স।আমেরিকান পেসার আলী খান’কে এই বার দেখা যাবে কলকাতার জার্সিতে।কাঁধের চোটের জন্য গত মাসে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন গার্নি ।এরপর থেকে প্রশ্ন উঠেছিলো কে হতে চলেছেন কলকাতা দলে এই পেসারের পরিবর্ত ক্রিকেটার।অবশেষে দলের তরফে সমর্থকদের কৌতূহল নিরসন করা হলো এই বিষয়ে।প্রসঙ্গত, প্রথম আমেরিকান আমেরিকান ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার কৃতিত্ব অর্জন করলো আলী খান।

সদ‌্য শেষ হওয়া ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন আলী।ক‍্যারিবিয়ান এই দলের অন‍্যতম মালিক কলকাতা নাইট রাইডার্স।তাই একপ্রকার বলা যায় মূলত সিপিএলে ভালো পারফরম্যান্সের জন্য কলকাতা দলে জায়গা হলো তার।টুর্নামেন্টে আট উইকেট নিয়েছিলেন এই ক্রিকেটার ।
হ‍্যারি গার্নির পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স 2

আলীর টিকেআর দলের সদস্য ডোয়েন ব্রাভো একটি ছবি তার ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত করেছিলেন।সদ‍্য শেষ হওয়া সিপিএল থেকে আইপিএলে চুক্তিবদ্ধ ক্রিকেটার এইমুহুর্তে সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ‍্যে রওনা দিচ্ছেন।ছবিতে ব্রাভোর পাশে দেখা যায় আলী’কে ,যা দেখে উৎসাহী কলকাতা নাইট ফ‍্যানস জানতে চান আলী আইপিএল খেলবে কিনা ? এই ছবি পোস্ট করার কিছুক্ষণ বাদেই এই খবর আসে প্রকাশ‍্যে।

এখনও অবধি মোট ৩৬ টি টি টোয়েন্টি ম‍্যাচ খেলেছেন আলী ।তার নেওয়া উইকেটের সংখ্যা ৩৮ ।ইকনমি রেট ৮.৬৩।গোটা টুর্নামেন্টে জুড়ে নানান কঠিন সময় বল হাতে দেখা গেছে তাকে।
হ‍্যারি গার্নির পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স 3

প্রথম আমেরিকান ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার কৃতিত্ব অর্জন করলেও এখনও প্রথম একাদশে নিশ্চিত নন এই পেসার।হয়তো টুর্নামেন্টের অধিকাংশ সময় বেন্চে বসে থাকতেই দেখা যেতে পারে তাকে।কারণ দলে রয়েছে রাসেল,নারিন, ব‍্যান্টন, ফার্গুসন,কামিন্স,গ্রিনের মতো বিদেশি ক্রিকেটারেরা।তাই প্রথম একাদশে সুযোগ করে নেওয়া অত‍্যন্ত কঠিন এই বোলারের পক্ষে।নিশ্চিত ভাবে বলা যায় এইমুহুর্তে টিম ম‍্যানেজমেন্টের চার বিদেশি ক্রিকেটারের তালিকায় নেই তিনি।বরং নাইটদের প্রথম একাদশে চার বিদেশি ক্রিকেটার হিসেবে রাসেল,নারিন, মর্গ‍্যান, কামিন্সের খেলার সম্ভাবনা বেশি।

আগামী ২৩ শে সেপ্টেম্বর এবারের আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *