চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ জসপ্রীত বুমরাহ, গম্ভীরের ‘তুরুপের তাস’ নেবেন এন্ট্রি !! 1

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। তবে টিম ইন্ডিয়া এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে সংশয়ে রয়েছে। গত মাসে বিসিসিআই মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) ও ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) দুজনে মিলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ করেছিলেন। নির্বাচিত হওয়া স্কোয়াডে জায়গা পেয়েছিলেন জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah)। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে তার খেলা নিয়ে রয়েছে সংশয়। তাই তারকা পেসার জসপ্রীত বুমরাহের পরিবর্তে দেখা যেতে পারে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ‘তুরুপের তাস’ কে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়বেন বুমরাহ

Jasprit bumrah, rohit sharma,champions trophy 2025
Jasprit Bumrah | Image: Getty Images

আসলে, অস্ট্রেলিয়া সিরিজে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনি চোট পাওয়ার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও অনিশ্চিত হয়ে রয়েছেন। যদিও তাকে নিয়ে কোন আপডেট প্রকাশ্যে আনেনি বিসিসিআই (BCCI)। তবে সূত্রের খবর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সুস্থ না হয়ে উঠতে পারে তাহলে তার পরিবর্তে গৌতম গাম্ভীর তার পছন্দের খেলোয়াড়কে সুযোগ দেবেন।

তারকা পেসার হার্ষিত রানাকে (Harshit Rana) বেশ পছন্দ করেন প্রধান কোচ গৌতম গাম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে হার্ষিত রানাকে (Harshit Rana) প্রতিটি সিরিজের কোনো না কোনো ফরম্যাটে দলে শামিল করা হয়েছিল তাকে। বেশ কয়েকটি সিরিজের যেকোনো ফরম্যাটে শামিল করা হয়েছিল হার্ষিতকে। এমনকি অস্ট্রেলিয়ায় গিয়ে পেসার হিসাবে নিজের অভিষেক করেছিলেন তিনি। গৌতম গম্ভীরের প্রিয় হওয়ার কারণে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) দলেও এন্ট্রি নিতে পারেন হর্ষিত রানা।

গম্ভীরের প্রিয় নেবেন দলে এন্ট্রি

Harshit Rana,ind vs eng
Harshit Rana | Image: Getty Images

ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হঠাৎ করেই দলে এন্ট্রি হয়েছিল হার্ষিত রানার (Harshit Rana)। আসলে গত ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে শিবম দুবে (Shivam Dube) মাথায় চোট পেয়েছিলেন। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় মাথায় চোট পেলে তার একজন পরিপক্ক বদলি নেওয়া যাবে। যেহেতু শিবম দুবে একজন অলরাউন্ডার, তার কারণে হার্ষিত রানাকে অলরাউন্ডার হিসেবে বাছাই করেন ম্যাচ রেফারি এবং তিনি দুবের জায়গায় খেলার সুযোগ পান।

টি-টোয়েন্টি অভিষেক ম্যাচেই ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে দেন হার্ষিত রানা। পাশাপাশি তাকে ১৫০ কিলোমিটারের বেশি বেগে তাকে বোলিং করতে দেখা গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) দলে তার খেলার সম্ভাবনা থাকতে পারে। এমনকি হার্ষিত রানাকে ভারত বনাম ইংল্যান্ডের ওডিআই সিরিজেও রাখা হয়েছে যেখানে তাকে জসপ্রীত বুমরাহের পরিবর্তে খেলতে দেখা যাবে।

Read Also: Champions Trophy 2025: বাদ সাইম আয়ুব-শাদাব খান, প্রকাশ্যে আসলো পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *