এশিয়া কাপ ২০২৫ ফাইনালকে (Asia Cup 2025) ঘিরে ভারতীয় ক্রিকেটে এখন টানটান উত্তেজনা। এবার ভারতের প্রতিপক্ষ হলো পাকিস্তান। যেহেতু পাকিস্তান সঙ্গে ফাইনাল ম্যাচটি ভারতের হতে চলেছে তাই এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। তবে ফাইনাল ম্যাচে ভারতীয় দলের একাদশে ঘটতে চলেছে বড় পরিবর্তন। মেগা ফাইনালের আগে সবচেয়ে আলোচিত ঘটনা হতে চলেছে ফাইনালের জন্য দল নির্বাচন। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর নিজের ভুল স্বীকার করে একাদশে আনতে চলেছে বড় বদল। গম্ভীরের প্রিয় ছাত্র হার্ষিত রানা (Harshit Rana) বাদ পড়তে চলেছেন ফাইনালের মূল একাদশ থেকে। গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। টুর্নামেন্ট জুড়ে তার অনেক সিদ্ধান্তই প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে হার্ষিত রানার নির্বাচন নিয়ে উঠেছে প্রশ্ন। হার্ষিত ও গম্ভীরের বেশ ভালো সম্পর্ক।
একাদশে বদল আনছেন গম্ভীর

দুজনেই দিল্লির থেকে আসেন। আগে, কলকাতা নাইট রাইডার্সের যখন মেন্টর ছিলেন গম্ভীর তখন হার্ষিত নাইট দের টপ পারফর্মার ছিলেন। সেখান থেকেই গম্ভীরের নজরে আসেন হার্ষিত। খুবই অল্প সময়ের মধ্যেই ভারতের তিন ফরম্যাটের খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। তবে, হার্ষিত আন্তর্জাতিক মানে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। এমনকি, হার্ষিত রানা এই টুর্নামেন্টে দলে সুযোগ পেলেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। প্রতিটি ম্যাচ না খেললেও হার্ষিতকে দুই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। তবে, দুই ম্যাচেই বেশ রান ব্যয় করেছেন তিনি। ওমানের বিরুদ্ধে হার্ষিত ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন। এরপর, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ ওভারে ৫৪ রান দিয়ে ফেলেন তিনি এবং নিয়েছিলেন পথুম নিশঙ্কার গুরুত্বপূর্ণ উইকেট। দুই ম্যাচেই অত্যাধিক রান খরচ করেছেন তিনি। আর দ্রুত উইকেট তুলতে ব্যর্থ হয়েছেন। ফলে গুরুত্বপূর্ণ ফাইনালে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। গম্ভীরের স্বীকারোক্তি যেন সেই সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে।
Read More: Asia Cup 2025: ভারত-পাক ফাইনাল বৃষ্টিতে ভাসলে কার হাতে উঠবে ট্রফি ? সিদ্ধান্ত জানিয়ে দিলো ACC !!
মেগা ফাইনালে এন্ট্রি নেবেন বুমরাহ

হার্ষিত বাদ পড়ায় ভারতের বোলিং আক্রমণে কিছুটা পরিবর্তন আসবে। গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরবেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। হার্ষিত প্রতিভাবান হলেও এখনও আন্তর্জাতিক মানের চাপে নিজেকে প্রমাণ করতে পারেননি। ফাইনালে পাকিস্তানের মতো শক্তিশালী ব্যাটিং অর্ডারের বিরুদ্ধে তাকে খেলানো মানেই ঝুঁকি নেওয়া। দেরিতে হলেও ভুল বুঝেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। যে কারণেই দলে আনা হবে এই পরিবর্তন। মূলত, শ্রীলংকার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার ম্যাচ আর এই ম্যাচে তারকা পেসার বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাই হার্ষিত রানাকে সুযোগ দেয় সূর্য কুমার ব্রিগেড তবে সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করতে পারলেন না তিনি যে কারণে মেগা ফাইনালে আর জায়গা হচ্ছে না তার।