২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২২ সাল থেকে তিন ফরম্যাটেই ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। একের পর এক আইসিসি ইভেন্টে ভারতকে বেশ ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন রোহিত। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালিস্ট ছিল ভারত। এরপর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রোহিতের নেতৃত্বে ভারতীয় দল দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয়লাভ করেছিল। আপাতত ভারতীয় দলের প্রদর্শন অসাধারণ।
রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চলেছে ভারত
![হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীর 'ওয়াইল্ড কার্ড' এন্ট্রি, প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড !! 2 Rohit Sharma, champions trophy 2025](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/09/rohit-press-1024x576.jpg)
অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) উপরে ভরসা করে বেসিসিআই ভারতের স্কোয়াড ঘোষণা করেছে কয়েকদিন আগেই। তবে এই স্কোয়াডে দেখা যেতে পারে পরিবর্তন। আর মাত্র কয়েকদিন সময় রয়েছে বিসিসিআইয়ের কাছে স্কোয়াড পরিবর্তনের জন্য। ভারতীয় দলে বিপদজনক খেলোয়াড় কে সুযোগ দেওয়ার চিন্তায় রয়েছে বিসিসিআই। সূত্রের খবর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ম্যানেজমেন্ট যে দল ঘোষণা করেছে সেই দল থেকে হতে চলেছে দুটি মস্ত বড় পরিবর্তন। আগামী ১২ ফেব্রুয়ারি শেষ সুযোগ রয়েছে বিসিসিআই বা অন্য দলগুলোর কাছে তাদের স্কোয়াডে রদবদল করতে। আসলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিসিআই যে দল ঘোষণা করেছে সেই দলে সুযোগ দেওয়া হয়নি হার্ষিত রানাকে (Harshit Rana)। তবে বেশ কিছু সূত্র এটি দাবি জানাচ্ছে যে দলে এন্ট্রি হতে পারে ইনফর্ম পেসার হার্ষিত রানার।
Read More: Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাথায় হাত ভক্তদের, হঠাৎ করেই নিলেন অবসরের সিদ্ধান্ত !!
দলে এন্ট্রি নেবেন হার্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী
![হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীর 'ওয়াইল্ড কার্ড' এন্ট্রি, প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড !! 3 Champions trophy 2025](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/varun-harshit-1024x576.png)
সাথে রহস্যময় স্পিনার বরুন চক্রবর্তীও ভারতীয় দলের অংশ হতে পারেন। দুবাইয়ের পরিস্থিতি কথা বিচার করে ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দল ম্যাচ উইনার বরুন চক্রবর্তীকে দলে সামিল করতে চায় বোর্ড। প্রসঙ্গত টিম ইন্ডিয়া মুখ্য পেশার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিসিআই ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছে। কিন্তু তিনি এখনও তার চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাছাড়া, ম্যানেজমেন্ট স্কোয়াডে সুযোগ দেওয়া অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছাঁটাই করতে পারে। তারকা পেসার বুমরাহ এবং অলরাউন্ডার ওয়াসিংটন সুন্দরের জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেতে পারেন হার্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। হার্ষিত রানা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচের সুযোগ পেয়েছিলেন এবং প্রথম ম্যাচে ৫৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি পাশাপাশি বরুণ চক্রবর্তী ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সেরা হয়েছিলেন। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪টি উইকেট পেয়েছিলেন তিনি। আর এই দুই তারকার নজর কারা পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছে বিসিসিআই। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে খুব শীঘ্রই রদবদল দেখতে পাওয়া যাবে।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের সংশোধিত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং।