চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাথায় হাত ভক্তদের, হঠাৎ করেই নিলেন অবসরের সিদ্ধান্ত !! 1

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপর এই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আট বছর বাদে ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের মাটিতেই আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। যদিও ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে কারণে ভারত তাদের ম্যাচগুলি পাকিস্তানের মাটিতে বদলে দুবাইতে খেলতে চলেছে। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই খারাপ খবর দিলেন তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ওডি ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন তারকা ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে। তার আগে আচমকা ওডিআই ফর্ম্যাটকে বিদায় জানালেন অজি তারকা মার্কাস স্টইনিস (Marcus Stoinis)।

অবসর নিলেন অজি তারকা

Marcus Stoinis, champions trophy 2025
Marcus Stoinis | Image: Getty Images

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে হঠাৎ করেই নিজেকে সরিয়ে নিলেন স্টইনিস। তার এই অবসরের সিদ্ধান্ত চমকে দিয়েছে ক্রিকেট মহলকে। একে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়া টিমে চোট-আঘাত জনীত সমস্যা দেখা যাচ্ছিল অস্ট্রেলিয়া ব্রিগেডে। তারই মধ্যে অজি অলরাউন্ডার স্টইনিসের এই সিদ্ধান্ত চাপে ফেলে দিলো অজি টিম ম্যানেজমেন্টকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বকাপ জয়ী অজি দলের সদস্য মার্কাস স্টইনিস আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটকে বিদায় জানালেন। তবে তিনি অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

Read More: ৬, ৬, ৬, ৬, ৬… ট্র্যাভিস হেডের স্মৃতি ফেরালেন শ্রেয়স আইয়ার, ১৫ ছক্কার সাহায্যে করলেন ১৪৭ রান !!

স্টইনিস অবসর নেওয়ায় অস্ট্রেলিয়া দলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রদবদল লক্ষ করা যাবে। কিছুদিন আগেই ৩৫ বছর বয়সী এই অজি তারকা দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ডারবানস সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা গিয়েছে। এই টুর্নামেন্টে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পেয়েছিলেন। মার্কাস স্টইনিস অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ৭১ টি ওডিআই ম্যাচ খেলেছেন। ৬৪ ইনিংসে ২৬.৬৯ গড়ে ১৪৯৫ রান বানিয়েছেন। ক্যারিয়ারে একবার শতরান অবজ ছয়বার অর্ধশতরান হাঁকিয়েছেন। সর্বোচ্চ ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন কিউই দের বিরুদ্ধে। ৬৪ টি ওডিআই ম্যাচে তিনি ৪৮ উইকেটও নিয়েছিলেন, তার সবথেকে সেরা ব্যাক্তিগত স্কোর ১৬ রানে ৩ উইকেট।

Read Also: Champions Trophy 2025: KL রাহুল নাকি ঋষভ পন্থ? টিম ইন্ডিয়াকে উইকেটরক্ষক প্রশ্নের সমাধান খুঁজে দিলেন আকাশ চোপড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *