harsha-bhogle-comment-on-kohli-cause-outrage

চলছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম টেস্টে হারলেও তার পরে দুটি টেস্টে টানা জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ঘরের মাঠে এই সিরিজে অংশ নিচ্ছেন না বিরাট কোহলি (Virat Kohli)। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। প্রথম দুই টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছিলো, সেখানে নাম ছিলো বিরাটের। হায়দ্রাবাদে জাতীয় শিবিরে অনুশীলনও শুরু করেছিলেন তিনি। কিন্তু জানুয়ারির ২১ তারিখ সন্ধ্যেবেলা আচমকাই শিবির ছাড়েন তিনি। ২৩ তারিখ বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে প্রথম দুই টেস্টে নেই কোহলি (Virat Kohli)। ব্যক্তিগত কারণে অব্যাহতি নিচ্ছেন। পরে শেষ তিন টেস্টের দল ঘোষণা হলে সেখানেই দেখা যায় নি বিরাটের নাম। বিজ্ঞপ্তিতে বোর্ড জানায় যে কোচ ও টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আপাতত মাঠে না নামলেও বিতর্ক থেকে দূরে থাকতে পারলেন না বিরাট (Virat Kohli)। নেপথ্যে ধারাভাষ্যাকার ও প্রখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলের (Harsha Bhogle) একটি মন্তব্য। এক অনুষ্ঠানে কোহলির নাম উল্লেখ করে তাঁকে বলতে শোনা যায় যে, “আমাদের সবসময় একটা দক্ষতাকে সম্পূর্ণ ভুলে গিয়ে একটা নতুন দক্ষতা অর্জন করার কাজ চালিয়ে যেতে হয়। এই প্রসঙ্গে কোহলি একজন দারুণ উদাহরণ। যখন বিরাট কোহলি ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন, ওর আউট হওয়ার কথাই নয়। কিন্তু ও যখন আরসিবি বা ভারতের হয়ে টি-২০ খেলে, তখন একটা নির্দিষ্ট সময়ের পর দলের স্বার্থে ওর আউট হয়ে যাওয়াটাই অধিক যুক্তিগ্রাহ্য। এটা কেউ নিজেকে কি করে বোঝাবেন যে দলের জন্য আমার আউট হওয়া উচিৎ, কারণ পরে যে ব্যাট করতে আসবে, সে ধরুণ ৬ বলে ২০ করতে পারেন।”

Read More: “সবই বউয়ের কামাল…”, শোয়েব মালিকের সমর্থনে স্টেডিয়ামে উপস্থিত সানা জাভেদকে নোংরা ট্রোল নেটিজেনদের !!

সমাজমাধ্যমে রোষের মুখে পড়ে বিবৃতি হর্ষের-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

দিনকয়েক আগে কেভিন পিটারসেনের (Kevin Pietersen) সাথে ধারাভাষ্য দেওয়ার সময় হর্ষের একটি মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিলো। তিনি বলেছিলেন “যদি কোনো ব্যাটার স্যুইচ হিট মারতে চান, তাহলে তাঁর উচিৎ আগে থেকে বোলারকে তা জানানো।” হর্ষের (Harsha Bhogle) মন্তব্য মনে ধরে নি পিটারসেনের। তিনি বলেন, “স্থানীয় সময় এখন ৩টে ২৫ বাজে। আমি নীচে চললাম, কারণ তুমি বাজে বকছো।“ পরে বিষয়টি গড়িয়েছিলো সোশ্যাল মিডিয়া অবধিও। আজ কোহলি (Virat Kohli) সম্পর্কে হর্ষের মন্তব্য’ও বিস্তর বিতর্কের জন্ম দিয়েছে। সংবাদসংস্থা পিটিআই শেয়ার করেছে ভিডিও’টি। নেটিজেনদের অনেকেই তীব্র আক্রমণ শানিয়েছেন হর্ষের (Harsha Bhogle) বিরুদ্ধে। আন্তর্জাতিক টি-২০ ও আইপিএল, দুই আঙিনাতেই সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট। সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন অনেকে। ‘কিসের ভিত্তিতে এই অনুমান?’ চ্যালেঞ্জের মন্তব্য করছেন অনেকে।।

সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়ে নিজের অবস্থান থেকে সরে আসেন নি হর্ষ (Harsha Bhogle)। বরং অভি্যোগ তুলেছেন যে তাঁর মন্তব্য বিকৃত করে ব্যবহার করা হয়েছে। এক্স-হ্যান্ডেলে তিনি লেখেন, “বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে এভাবেই এডিট করা হয়। পিটিআই যে ক্লিপটি পোস্ট করেছে তাতে ৪১ সেকেন্ড অবধি রয়েছে। পরের ৬ সেকেন্ড উদ্দেশ্যপূর্ণ ভাবে বাদ দেওয়া হয়েছে, যাতে সম্পূর্ণ মানেটাই বদলে যায়। ক্লিকবেট সাংবাদিকতার সাথে সমস্যা এটাই। এখানে কথা হচ্ছিলো টি-২০ কতটা আলাদা, আর আলাদা পরিস্থিতিতে যোগ্যতা মাপকাঠিও কেমন বদলে যায় তা নিয়ে।” সাথে সম্পূর্ণ ভিডিওটিও এক্স-হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সেখানে শেষ ছয়-সাত সেকেন্ডে হর্ষ জানিয়েছেন, “হয়ত বিরাট কোহলি এক্ষেত্রে আদর্শ উদাহরণ নয়। কারণ ওর সবরকম পরিস্থিতিতেই খেলার দক্ষতা রয়েছে।”

দেখে নিন হর্ষের ট্যুইট’টি-

Also Read: IND vs ENG: “বাবাকে মনে পড়লো না…”, ম্যাচ সেরার পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করায় ব্যাপক ট্রোলের শিকার জাদেজা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *