২০২২ সালে প্রথমবার আইপিএলের (IPL) আসরে অধিনায়কত্বের সুযোগ পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গুজরাত টাইটান্সের নেতা হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তারকা অলরাউন্ডারের হাত ধরে বাজিমাত করেছিলো ফ্র্যাঞ্চাইজি। জিতে নিয়েছিলো ট্রফি। এরপরেই বিসিসিআই-এর রেডারেও জায়গা করে নিয়েছিলেন হার্দিক। সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মা’র (Rohit Sharma) উত্তরসূরি হিসেবে তাঁকেই গড়ে তোলায় চেষ্টা শুরু হয়। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যখনই টি-২০ সিরিজ থেকে অব্যাহতি নিয়েছেন রোহিত, ভারত অধিনায়ক হিসেবে মাঠে নামার সুযোগ করে দেওয়া হয়েছিলো হার্দিককে (Hardik Pandya)।
ওডিআইতেও হার্দিকের (Hardik Pandya) হাতেই ভবিষ্যতে দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলো বোর্ড। প্রথমে কে এল রাহুলকে সরিয়ে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়ে তারকা অলরাউন্ডারের নাম। রোহিতের বদলে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষে হিটম্যান যখন কুড়ি-বিশের ফর্ম্যাটকে বিদায় জানান, তখনই হার্দিকই দায়িত্ব পাবেন বলে মনে করা হয়েছিলো। কিন্তু চমক দিয়েছেন কোচ গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকার। তাঁরা পূর্ণ সময়ের অধিনায়ক বেছে নিয়েছেন সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)।
Read More: TOP 5: ক্রিকেটদুনিয়ার পাঁচ ‘আজব’ পুরষ্কার, যা চমকে দেবে সবাইকে !!
পূর্ণ সময়ের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার-
ওডিআই বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। খেলতে পারেন নি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ। তখন কুড়ি-বিশের ফর্ম্যাটে মাঠে নামেন নি রোহিত’ও। ফলে কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর পারফর্ম্যান্স নজর কেড়ে নিয়েছিলো কর্মকর্তাদের। যা পরবর্তীতে তাঁর পূর্ণ সময়ের জন্য দায়িত্ব পাওয়ার অন্যতম কারণ বলে মনে করছে ক্রিকেটমহল। টি-২০ বিশ্বকাপেও ভারতের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক, তা সত্ত্বেও কেন রোহিতের অবসরে কপাল খুললো সূর্যকুমারের? প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো গম্ভীর-আগরকার জুটিকে। তাঁরা ফিটনেসের কথাই বলেছেন। হার্দিকের চোটপ্রবণতার কারণে তাঁর হাতে ব্যাটন তুলে দেওয়া নিয়ে দ্বিধায় ছিলেন তাঁরা, স্বীকার করেছেন আগরকার।
নতুন দায়িত্ব পাওয়ার পর সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) প্রথম অ্যাসাইনমেন্ট ছিলো শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে পাস মার্কস নিয়েই উত্তীর্ণ হয়েছেন তিনি। প্রতিপক্ষকে ৩-০ হোয়াইটওয়াশ করেছে তার দল। অধিনায়কের নিজের পারফর্ম্যান্স’ও ছিলো নজরকাড়া। ব্যাট হাতে রান করেছেন। আবার তৃতীয় টি-২০ ম্যাচে শেষ ওভারে কেবল ৫ রান রক্ষা শুধু করেন নি, সাথে জোড়া উইকেট তুলে নিয়ে সুপার ওভারে ম্যাচ টেনে নিয়ে যান। হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনেন স্বয়ং। ২০২৬ সালে দেশের মাটিতেই বসতে চলেছে কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) আসর। তাঁর আগে সূর্য’কে নেতা বেছে নেওয়া যে সঠিক সিদ্ধান্ত, তা শ্রীলঙ্কা সিরিজের পর মেনে নিচ্ছেন অনেক বিশেষজ্ঞই। তাঁর প্রশংসা করেছেন অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইয়ের মত সতীর্থ’ও।
হার্দিক অধিনায়কত্ব করবেন বাংলাদেশের বিপক্ষে ?
আগামী মাসে রয়েছে ভারত বনাম বাংলাদেশ টি-২০ সিরিজ। তিনটি ম্যাচ রয়েছে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর। সেখানে নাও দেখা যেতে পারে ভারতীয় দলের পূর্ণ সময়ের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। নেপথ্যে ফিটনেস সমস্যা। বুচিবাবু টুর্নামেন্ট খেলার সময় হাতে আঘাত পেয়েছিলেন তিনি। যার ফলে ছিটকে যেতে হয় তারকা খেলোয়াড়কে। দলীপ ট্রফিতে (Duleep Trophy) অংশ নেওয়ার কথা থাকলেও নামতে পারেন নি চোটের কারণেই। আগামী দুই-আড়াই সপ্তাহের মধ্যে তিনি মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে উঠবেন কিনা সে সংক্রান্ত কোনো খবর এখনও প্রকাশ করা হয় নি বিসিসিআই-এর তরফ থেকে। যার ফলে উৎকন্ঠা তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। অনেকেই মনে করছেন বাংলাদেশের বিরুদ্ধে হয়ত বিশ্রামেই থাকতে পারেন তিনি।
টাইগার্সদের বিপক্ষে সূর্যের (Suryakumar Yadav) খেলা নিয়ে অনিশ্চয়তা। শ্রীলঙ্কা সিরিজের সহ-অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট থাকায় বিশ্রাম পেতে পারেন। তাঁরা না খেললেও মাঠে নামতে প্রস্তুত হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গ্রীসে ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। শান্ত, লিটনদের (Litton Das) বিপক্ষে সিনিয়র তারকা হিসেবে আরও একবার অধিনায়কত্বের ব্যাটন কাঁধে তুলে নিতে পারেন তিনিই। নেতৃত্ব দানের পূর্ব অভিজ্ঞতা এগিয়ে রাখছে তাঁকে। নভেম্বরের ৮ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। বিদেশের মাটিতে ৪টি টি-২০ খেলার কথা দলের। সেখানেই প্রত্যাবর্তন ঘটাতে পারেন সূর্যকুমার (Suryakumar Yadav)। যদিও এই সিরিজেও শুভমানের খেলার সম্ভাবনা নগণ্য।