রোহিত বিদায়ের দিনক্ষণ স্থির করলো BCCI, শুভমান নয় বরং এই তারকা হচ্ছেন অধিনায়ক !! 1

সময়টা বিশেষ ভালো যাচ্ছে না রোহিত শর্মা’র (Rohit Sharma)। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রানের মুখ দেখেন নি। অস্ট্রেলিয়ার মাটিতেও জুটেছে কেবলই ব্যর্থতা। দ্বিতীয় সন্তান অহানের জন্মের জন্য পার্‌থ-এ সিরিজের প্রথম ম্যাচ খেলেন নি। অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্নে মোট পাঁচ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৩১ রান। গড় ৬.২০। অফ ফর্মের কারণে বাধ্য হয়েই সিডনিতে শেষ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ছন্দে ফেরার লক্ষ্যে রঞ্জি ট্রফিতে অংশ নিয়েছিলেন। কিন্তু জম্মু-কাশ্মীরের মত দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও জুটেছে কেবল ব্যর্থতাই। দুই ইনিংসে রোহিত (Rohit Sharma) করেছেন কেবল ৪ ও ২৮ রান। গতকাল দেশের জার্সিতে মাঠে ফিরেছেন তিনি। নতুন বছরেও রান খরা অব্যাহতই। নাগপুরে মাত্র ২ রান করেই ভুল শট খেলে উইকেট উপহার দিয়ে আসেন প্রতিপক্ষকে।

Read More: বিরাটের প্রত্যাবর্তনে শ্রেয়স আইয়ার নয় বরং বাদ পড়বেন এই ‘ফ্লপ’ ক্রিকেটার, প্রথম ম্যাচে করেছেন ডাহা ফেল !!

রোহিত পরবর্তী অধ্যায়ের ভাবনা শুরু-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। মেগা টুর্নামেন্টের আগে বড়সড় রদবদলের পথে না হাঁটারই সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। তাই অধিনায়ক হিসেবে আসন ধরে রেখেছেন রোহিত (Rohit Sharma)। কিন্তু তাঁর দিকে যে নজর রয়েছে কর্মকর্তাদের তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরে ১-৩ হারের পর মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে পর্যালোচনা বৈঠকে রীতিমত জবাবদিহির সম্মুখীন হতে হয় ‘ক্যাপ্টেন’ রোহিত (Rohit Sharma), কোচ গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগরকারকেই (Ajit Agarkar)। সেখানেই সাফ জানিয়ে দেওয়া হয় যে পরবর্তী অধিনায়কের সন্ধান এখন থেকেই শুরু করতে চায় বিসিসিআই। সূত্রের খবর যে রোহিত নিজেও নাকি জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরে পূর্ণ সহযোগিতা করবেন তিনি। তবে আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফোকাস রাখতে চান।

বিসিসিআই-এর অন্দরের খবর যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি’ই (CT 2025) ‘অ্যাসিড টেস্ট’ হতে চলেছে রোহিতের (Rohit Sharma) জন্য। ব্যাট হাতে তাঁর খারাপ ফর্মের প্রতিফলন যদি গোটা দলের পারফর্ম্যান্সে দেখা যায়, যদি দুবাইয়ের মাঠে কোনো রকম অঘটন ঘটে, তাহলে সোজাসুজি বরখাস্ত করা হতে পারে তাঁকে। আইসিসি আয়োজিত টুর্নামেন্টের পর রয়েছে আইপিএল। তারপর জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে উড়ে যাবে ‘মেন ইন ব্লু।’ সেই সফর থেকেই নতুন অধিনায়কের কাঁধে দায়িত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। টেস্টে রোহিতের পর নেতা হওয়ার দৌড়ে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্টে পদ সামলেছেন তিনি। কিন্তু তারকা পেসারের চোটপ্রবণতা চিন্তায় রেখেছে বোর্ডকে। সাদা বলের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়েও চলছে জল্পনা।

নির্বাচকদের নোটবুকে হার্দিকের নাম-

Hardik Pandya | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

২০২২-এ গুজরাত টাইটান্সের (GT) নেতা হিসেবে আইপিএল (IPL) জিতে শোরগোল ফেলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ঐ বছরই তাঁকে টি-২০ দলের সহ-অধিনায়ক করা হয়। একইসাথে রোহিত শর্মা’র অনুপস্থিতিতে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড প্রভৃতি দেশের বিরুদ্ধে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ২০২৩-এর গোড়ায় ওয়ান ডে দলের সহ-অধিনায়কত্ব’ও পেয়েছিলেন তিনি। মুম্বইতে রোহিতের (Rohit Sharma) অবর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে নেতৃত্বও দেন। সাদা বলের ভবিষ্যত অধিনায়ক হিসেবে হার্দিকই যে রয়েছেন রেডারে, তা স্পষ্টই ছিলো সেই সময়। কিন্তু বিসিসিআই-এর ভাবনায় বদল আসে গৌতম গম্ভীর কোচের দায়িত্ব পাওয়ার পর। মূলত তাঁর মতানুসারে টি-২০তে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয় সূর্যকুমার যাদবের নাম। এমনকি সহ-অধিনায়ক পদ থেকেও হার্দিককে সরিয়ে আনা হয় শুভমান গিল’কে। টি-২০ ও ওয়ান ডে দুই দলেই সূর্য ও রোহিতের ডেপুটি হন তিনি।

বছর ২৪-এর শুভমান (Shubman Gill) একক দায়িত্ব সামলানোর ক্ষেত্রে এখনও যথেষ্ট পরিণত নন। মনে করছেন বিসিসিআই কর্মকর্তারা। তাই রোহিতের উত্তরসূরি হিসেবে এখনই তাঁকে ভাবছেন না তাঁরা। মনে করা হচ্ছে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর যদি সত্যিই হিটম্যান জমানাকে পিছনে ফেলে সামনে এগোনোর কথা ভাবে ‘মেন ইন ব্লু,’ সেক্ষেত্রে নেতার পদে আরও একবার ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হতে পারে হার্দিক পান্ডিয়ারই (Hardik Pandya)। সাম্প্রতিক ম্যাচগুলির পর তারকা অলরাউন্ডার সম্পর্কে মনোভাবে বদল এসেছে খোদ কোচ গম্ভীরেরও। ইতিমধ্যে সাদা বলের দুই ফর্ম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতা হিসেবে সফল তিনি। সেই অভিজ্ঞতাকেই আগামী কয়েকটা বছর অগ্রাধিকার দিতে চায় বোর্ড। শুভমান’কে আগামীর সম্পদ হিসেবে আগলে রাখাই লক্ষ্য রজার বিনিদের।

Also Read: IND vs ENG 2nd ODI: দুর্দান্ত খেলেও দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়ছেন শ্রেয়স, চোট সারিয়ে প্রত্যাবর্তন বিরাট কোহলির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *