গত বছরের ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পুণের মাঠে বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN) ম্যাচ চলাকালীন নিজের বোলিং-এর ফলো থ্রু’তে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালি মচকে যায় তাঁর। গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। বেশ কয়েক মাসের বিরতির পর মাঠে ফেরেন আইপিএলে (IPL)। এরপর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলেছেন। দেশের জার্সিতে মাঠে নেমেছেন শ্রীলঙ্কা, বাংলাদেশের বিরুদ্ধেও। কিন্তু কুড়ি-বিশের ফর্ম্যাট ছাড়া অন্য কোনো ধরণের ক্রিকেট খেলতে দেখা যায় নি তাঁকে। টেস্ট বা লাল বলের ক্রিকেট দীর্ঘদিন এমনিতেই খেলেন না তিনি। শেষ ১৪ মাসে পঞ্চাশ ওভারের ম্যাচেও দেখা যায় নি তাঁকে। লম্বা অনুপস্থিতির পর অবশেষে চলতি বিজয় হাজারে ট্রফি দিয়ে একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন হার্দিক (Hardik Pandya)।
Read More: IND vs AUS 4th Test: জাদেজা ইস্যুতে ভারত-অস্ট্রেলিয়া তিক্ততা চরমে, মেলবোর্ন ম্যাচ বয়কট টিম ইন্ডিয়ার !!
বিজয় হাজারে ট্রফিতে খেলবেন হার্দিক-
ভারতীয় টেস্ট দল এই মুহূর্তে রয়েছে অস্ট্রেলিয়ায়। চলছে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) দ্বৈরথ। ২০১৮-র পর টেস্ট আর খেলেন নি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। লাল বলের ফর্ম্যাটে দেশের প্রতিনিধিত্ব করার পরিবর্তে তিনি খেলছেন ঘরোয়া ক্রিকেট। দিনকয়েক আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT) বরোদার প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে তাঁকে। দাদা ক্রুণালের অধিনায়কত্বে মাঠে নেমে ৭ ম্যাচে ২৪৬ রান করেছিলেন হার্দিক। বল হাতেও তিনি তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। এবার বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) দিয়ে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে কামব্যাক করতে চলেছেন তিনি। প্রথমে ঠিক ছিলো যে নক-আউট পর্ব থেকে খেলবেন তারকা অলরাউন্ডার। কিন্তু কোচের সাথে কথা বলে মত বদলেছেন তিনি। ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে বাংলার বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ থেকেই দেখা যাবে তাঁকে।
Now Cricbuzz understands Hardik Pandya will participate in Vijay Hazare from Game 3. He has had a chat with Baroda coach https://t.co/NVBys7CmSd
— Vijay Tagore (@vijaymirror) December 21, 2024
দুর্বল ত্রিপুরার বিপক্ষে শুরুটা ভালো করেছে ক্রুণাল পান্ডিয়ার (Krunal Pandya) দল। ৯২ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে তারা। আগামীকাল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন কেরলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ-ই’তে রয়েছে বরোদা। টুর্নামেন্টের অন্যতম কঠিন গ্রুপ বলে মনে করা হচ্ছে এটিকে। সদ্য সৈয়দ মুস্তাক আলি (SMAT) ট্রফির ফাইনাল খেলা মধ্যপ্রদেশ রয়েছে গ্রুপে। এছাড়া রয়েছে দিল্লী, বিহারের মত দল’ও। প্রথম ম্যাচের পর +১.৮৪০ নেট রান রেট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রুণাল পান্ডিয়ারা। শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। তাদের নেট রান রেট +৩.৯০৮। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দিল্লীকে বড় ব্যবধানে হারালেও খানিক পিছিয়ে বাংলা। +১.১৬২ নেট রান রেট ও ৪ পয়েন্ট সঙ্গী করে গ্রুপে তৃতীয় স্থানে তারা। পাঁচটি গ্রুপের প্রথম দুটি করে দল নক-আউটে যাবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনাতে রয়েছেন পান্ডিয়া-
জাতীয় দলের ক্রিকেটারদের যে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতেই হবে তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। হার্দিকের (Hardik Pandya) কাছেও রয়েছে তেমনই নির্দেশ। সেই কারণেই দীর্ঘ বিরতির পর বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT) খেলেছেন তিনি। একই কারণে তিনি খেলতে চলেছেন বিজয় হাজারে ট্রফিতেও (VHT)। ফেব্রুয়ারি-মার্চে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ভারতের ওডিআই দলে ফেরার জন্য এই টুর্নামেন্ট অডিশনের মঞ্চ হতে পারে হার্দিকের (Hardik Pandya) জন্য। “ও SMAT-এ ভালো খেলেছে। এবার ৫০ ওভারের ম্যাচও খেলবে। SMAT-এর সেমিফাইনালে পৌঁছলেও বেঙ্গালুরুর স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে হারতে হয়েছে। আশা রাখছি বিজয় হাজারে ট্রফিতেও দল নক-আউটে যাবে,” জানিয়েছেন কিরণ মোরে। গ্রুপ পর্বের বাধা টপকাতে পারলে নক-আউট পর্বে হোম অ্যাডভান্টেজ পাবে বরোদা। ফাইনাল আয়োজিত হবে ১৮ তারিখ।