hardik-rumored-girlfriend-was-at-stadium-to-watch-ind-vs-pak

গত বছরের মে মাস থেকেই সংবাদমাধ্যমের ফোকাসে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যক্তিগত জীবন। আইপিএলে যখন কঠিম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারকা অলরাউন্ডার, তখন একবারের জন্যও তাঁর পাশে দাঁড়াতে দেখা যায় নি স্ত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচকে। গ্যালারিতে দিনের পর দিন অনুপস্থিত ছিলেন সার্বিয়ান মডেল ও অভিনেত্রী। এরপর জুনে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। আইপিএলের অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে আলোয় ফেরেন হার্দিক। তখন সামান্য শুভেচ্ছা বার্তাটুকু তাঁর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নি নাতাশা (Natasa Stankovic)। তারকা দম্পতির সম্পর্কে ভাঙন আসতে চলেছে, আন্দাজ করা গিয়েছিলো তখনই। শেষমেশ জল্পনাতে সিলমোহর দিয়েই জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করেন নাতাশা ও হার্দিক (Hardik Pandya)। ডিভোর্সের পরও চর্চার কেন্দ্রেই থেকেছেন তারকা অলরাউন্ডার। নানান সময় তাঁর জীবনে নতুন নারীদের আবির্ভাব নিয়ে চলেছে হইচই।

Read More: CT 2025 IND vs PAK: “মুখোশ খুলে গেছে…” মিললো না ভবিষ্যদ্বাণী, ভারত জিততেই নেটমাধ্যমে ‘ট্রলড’ IIT বাবা !!

ব্রিটিশ গায়িকার প্রেমে পড়েছেন হার্দিক ?

Jasmin Walia | Hardik Pandya | Image: Twitter
Jasmin Walia | Image: Twitter

নাতাশা-হার্দিকের (Hardik Pandya) ডিভোর্সের ঘোষণার আগেই ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের সাথে নাম জড়িয়েছিলো বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের (Ananya Pandey)। মুম্বইতে ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হার্দিক ও অনন্যা দুজনেই। দেশ-বিদেশের সেলিব্রিটিদের ভীড়ের মাঝেও তাঁদের দু’জনকে একসাথে দেখা যায় ডান্স ফ্লোরে অনেকক্ষণ সময় কাটাতে। ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের পরনে ছিলো সাদা রঙের কুর্তা। আর অভিনেত্রীর গায়ে ছিলো হলুদ লেহঙ্গা। তাঁদের দুজনের ভিডিও’ও ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। যদিও বিয়ের অনুষ্ঠানের পর আর একসাথে কোথাও ফ্রেমবন্দী হন নি তাঁরা। ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে প্রেমের গুঞ্জন’ও।

অগস্টে হার্দিকের (Hardik Pandya) সাথে আবার নাম জড়ায় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গায়িকা ও নায়িকা জেমসিন ওয়ালিয়ার। ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের পর গ্রীসের মিকোনোসে ছুটি কাটাতে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সেই ‘ভেকেশন’-এর বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন তারকা ক্রিকেটার। কাকতালীয় ভাবে সেই একই জায়গা, একই প্রাকৃতিক সৌন্দর্য্য ও স্যুইমিং পুল’কে পিছনে রেখে নীল বিকিনিতে নিজের ছবি পোস্ট করেছিলেন জেসমিন ওয়ালিয়া’ও (Jasmin Walia)। দেখা যায় ছবিগুলি ‘লাইক’ করেছেন হার্দিক। এরপর দুইয়ে দুইয়ে চার করে নিতে আর দেরী করেন নি নেটিজেনরা। নাতাশার সাথে ডিভোর্সের পর ব্রিটিশ সেলিব্রিটির সাথেই নয়া সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শুরু হয় জোর চর্চা।

হার্দিকের ম্যাচ দেখতে হাজির জেসমিন-

Jasmin Walia | Hardik Pandya | Image: Twitter
Jasmin Walia | Image: Twitter

হার্দিক (Hardik Pandya) ও জেসমিনের প্রেমের বিষয়টি এতদিন কেবল জল্পনার স্তরে ছিলো। কিন্তু গতকালের দু’জনের সম্পর্কে সিলমোহর পড়লো বলে মনে করছেন অনেকেই। রবিবার দুবাইয়ের বাইশ গজে মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তান। গ্যালারিতে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ফ্রেমবন্দী করলো জেসমিন ওয়ালিয়াকে (Jasmin Walia)। মেগা ম্যাচে হার্দিককে উৎসাহ যোগাতেই মাঠে হাজির হয়েছিলেন ব্রিটিশ সেলিব্রিটি, ধারণা ক্রিকেটজনতার। ‘বান্ধবী’র সামনে চমৎকার পারফর্ম করলেন হার্দিক’ও (Hardik Pandya)। বল হাতে তুলে নেন জোড়া উইকেট। ব্যাট হাতে যদিও মাত্র ৮ রান করে আউট হন শাহীন শাহ আফ্রিদির বলে। জেসমিন-হার্দিক সম্পর্ক ছাড়াও গতকালের ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলো তারকা অলরাউন্ডারের হাতের ঘড়িটিও। রিচার্ড মিল সংস্থার যে লিমিটেড এডিশন ঘড়িটি পরেছিলেন তিনি, তার দাম নাকি ৭ কোটি টাকা, খবর সংবাদমাধ্যম সূত্রে।

মাঠে হাজির জেমসিন, দেখুন ছবি-

Also Read: CT 2025 IND vs PAK: “১০০% দিতে চেয়েছিলাম…” বিরাটের শতরানে ধরাশায়ী পাকিস্তান, দেশকে জিতিয়ে তৃপ্ত কিংবদন্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *