world-cup-2023-hardik-out-of-nz-clash

বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করেছিলো বিসিসিআই, সেখানে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সুযোগ পেয়েছিলেন সহ-অধিনায়ক হিসেবে। অলরাউন্ডার হিসেবে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন হার্দিক (Hardik Pandya), মনে করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে তেমনটা দেখা যায় নি। দুর্ভাগ্যের শিকার হয়ে চারটির বেশী ম্যাচে মাঠেই নামা হয় নি তাঁর। একমাত্র প্রথম ম্যাচে অট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে হয়েছে ব্যাট হাতে। ৮ বলে ১১*’র বেশী করার সুযোগ পান নি। বল হাতেও প্রথম তিনটি ম্যাচে বেশ সফল হয়েছিলেন। তুলে নিয়েছিলেন ৫ টি উইকেট। কিন্তু এরপর চতুর্থ ম্যাচে দুর্ঘটনার শিকার হয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যান তিনি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে গত ১৭ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হয়েছিলো টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করছিলো বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম (Tanzid Hasan) ও লিটন দাস (Litton Das) সাবলীল ভঙ্গিতেই মোকাবিলা করেছিলেন ভারতের দুই প্রমুখ ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের। বাধ্য হয়েই দশম ওভারে হার্দিকের (Hardik Pandya) হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত। ওভারের তৃতীয় বলে বাধে বিপত্তি। লিটন দাসের (Litton Das) স্ট্রেট ড্রাইভ নিজের বোলিং-এর ফলো থ্রু’তেই পা বাড়িয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। বল রুখতে পারেন নি। বরং গোড়ালি মচকে যাওয়ায় আহত হন তিনি। ফিজিও’র শ্রুশ্রূষার পর উঠে দাঁড়াতে পারলেও রান আপে ফেরা আর হয় নি। মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাঁকে।

Read More: World Cup 2023: “অন্যের সাফল্যে যদি খুশি হতে শেখ…” পাকিস্তানী ক্রিকেটমহলকে একহাত নিলেন মহম্মদ শামি !!

লিগামেন্টের চোটে মাঠের বাইরে হার্দিক-

Hardik Pandya | ICC World Cup 2023 | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে আঘাত পাওয়ার পর হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) মাঠ থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে স্ক্যান সেরে ভারতীয় সাজঘরে ফিরে এসেছিলেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিলো চোট গুরুতর নয়। বাংলাদেশের পরে ইংল্যান্ড-এর বিরুদ্ধে খেলার কথা ছিলো টিম ইন্ডিয়ার। মনে করা হয়েছিলো সেখানে খেলবেন তিনি। কিন্তু পরে জানা যায় লিগামেন্টে গুরুতর আঘাত লেগেছে ভারতীয় সহ-অধিনায়কের। বিশ্বকাপের (ICC World Cup 2023) স্কোয়াড থেকে তাঁকে বাদ দেওয়া ছাড়া উপায় ছিলো না ‘মেন ইন ব্লু’র সামনে। হার্দিকের বদলে সহ-অধিনায়কের দায়িত্ব পান কে এল রাহুল (KL Rahul)। বদলি হিসেবে দলে সামিল করা হয় ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণাকে (Prasidh Krishna)। প্রথম একাদশেও পরিবর্তন করতে হয় কোচ রাহুল দ্রাবিড়কে।

বিশ্বকাপ সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন হার্দিক। ওয়াংখেড়ের দর্শকাসন থেকে খেলা উপভোগ করলেও মাঠে ফিরতে তাঁকে এখনও লম্বা সময় অপেক্ষা করতে হবে বলেই জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। রোহিত শর্মা টি-২০ থেকে অব্যাহতি নেওয়ার পর থেকে গত এক বছর হার্দিক’ই (Hardik Pandya) নেতৃত্ব দিয়েছেন ক্ষুদ্রতম ফর্ম্যাটে। সবকিছু ঠিক থাকলে ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত বনাম অস্ত্রেলিয়া টি-২০ সিরিজেও নেতার ভূমিকায় তাঁরই থাকার কথা ছিলো। কিন্তু চোটের জন্য খেলা হচ্ছে না তাঁর। টাইমস অফ ইন্ডিয়া (TOI) সূত্রে জানা যাচ্ছে যে অস্ট্রেলিয়া সিরিজের পরের দক্ষিণ আফ্রিকা সফরেও নেই তিনি। নতুন বছরেও হার্দিকের (Hardik Pandya) মাঠে ফিরতে বেশ সময় লাগবে। মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে আইপিএল মরসুম শুরু হতে চলেছে। সম্ভবত ফ্র্যাঞ্চাইজি লীগ দিয়েই কামব্যাক করতে চলেছেন গুজরাত টাইটান্স অধিনায়ক।

Also Read: World Cup 2023: উঠে এল ভারতের বিশ্বকাপ ফাইনাল হারের আসল রহস্য, এই মারাত্মক কারণেই ফিরতে হল খালি হাতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *