আইপিএল শুরুর আগে মাথায় হাত মুম্বাই ইন্ডিয়ান্সের, বাদ যাচ্ছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া !! 1

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় আইকন হলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত মৌসুমে আবার একবার মুম্বাই ইন্ডিয়ান্স দলে ফিরে এসেছিলেন। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার দলে ফিরে আসার সাথে সাথেই দলের অধিনায়কত্ব পেয়ে গিয়েছিলেন তিনি। তবে তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স দলের পারফরমেন্স ছিল খুবই নিম্নমানের। সুপারস্টার ক্রিকেটারদের নিয়ে গঠিত হওয়া এই দলটি গত আইপিএল সিজিনে পয়েন্ট তালিকায় একেবারে শেষের পর্যায় সমাপ্ত করেছিল। ক্যাপ্টেন হিসেবে নিতান্তই ব্যর্থ হয়েছিলেন পান্ডিয়া। দলের হয়ে ব্যাটিং ও বোলিংয়ে তাকে অস্বস্তিতে দেখা গিয়েছিল, তবে আসন্ন মৌসুমে আবার একবার ক্যাপ্টেন পান্ডিয়ার উপরে ভরসা দেখালো মুম্বাই ইন্ডিয়ান্স। IPL shuru agei Mathay Hat Mumbai Indians er, bad jacchen Captain Hardik Pandiya

মুম্বইয়ের অধিনায়কত্ব করবেন পান্ডিয়া

Hardik Pandya and Rohit Sharma,
Hardik Pandya and Rohit Sharma | Image: Getty Images

ফ্রাঞ্চাইজি আসন্ন মৌসুমের আগে হার্দিককে আবার একবার রিটেন করেছে। আসন্ন মৌসুমের জন্য জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রোহিত শর্মা (Rohit Sharma) ও তিলক ভার্মাকে (Tilak Varma) রিটেন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স দল। শুধু তাই নয় মুম্বাই ইন্ডিয়ান্স দলের প্রধান কোচ হিসেবে ফিরে এসেছেন শ্রীলঙ্কার মহেলা জয়বর্ধনে তার কোচিংয়ে ট্রফির হ্যাটট্রিক করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। স্টার স্পোর্টসের সাথে একটি কথোপকথনে মহেলা জানিয়ে দিয়েছিলেন আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রথম ম্যাচেই বাদ পান্ডিয়া

ipl-sachin-rohit-want-hardik-to-leave, kkr
Hardik Pandya | Image: Getty Images

তবে বিপদে পড়লেন ক্যাপ্টেন পান্ডিয়া। আসন্ন আইপিএলের প্রথম ম্যাচেই দল থেকে বাদ পড়বেন তিনি। আইপিএলের এক নিয়মের কারণেই আসন্ন আইপিএলের প্রথম ম্যাচে বাদ পড়বেন ক্যাপ্টেন। আইপিএলের নিয়ম অনুযায়ী তিন বার সময়ের মধ্যে কোনও দল ২০ ওভার শেষ করতে না পারলে সেই দলের অধিনায়কের শাস্তি হয়। গত মৌসুমে এই ভুল লরেছিলেন ক্যাপ্টেন পান্ডিয়া। প্রসঙ্গত, গত মৌসুমে মুম্বাই তাদের শেষ ম্যাচটি লখনৌ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে খেলেছিল। শেষ ম্যাচের আগে দু’বার মন্থর ওভার রেটের জন্য জরিমানা হয়েছিল পান্ডিয়ার। তবে লখনৌ দলের বিরুদ্ধে তৃতীয় বারের জন্য একই ভুল করে বসেন পান্ডিয়া, যে কারণে তার ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে। সেই সঙ্গে একটি ম্যাচের জন্য নিলম্বিত করা হয়েছে। যেহেতু গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে পৌঁছাতে পারেনি তাই আসন্ন আইপিএল মৌসুমের প্রথম ম্যাচ খেলতে পারবেন না।

Read Also: Hardik Pandya: “টাকার গন্ধ পেয়েছে হয়ত…” হার্দিক’কে ‘পরিবারের অংশ’ বলে সোশ্যাল মিডিয়ায় ট্রলড নাতাশা স্ট্যাঙ্কোভিচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *