জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024), গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৫২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR)। গতকাল রুদ্ধশ্বাস ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পান্ডিয়া। প্রথমে ব্যাটিং করতে এসে কলকাতা দল ১৬৯ রানে পরাজিত হলেও প্রয়োজনীয় রান তুলতে ব্যার্থ হয় মুম্বই এবং কলকাতা ১৪৫ রানের মধ্যে MI’কে অলআউট করে ওয়ানখেড়েতে দীর্ঘ ১২ বছর পর ইতিহাস রচনা করলো নাইট শিবির। গতকাল পরাজয়ের পর আইপিএল ২০২৪’এর কার্যত বাইরে মুম্বই ইন্ডিয়ান্স।
অধিনায়ক হিসেবে ব্যার্থ হার্দিক পান্ডিয়া
মুম্বইয়ের ওয়ানখেড়েতে ২০১২ সালে কলকাতার শেষ জয়টি এসেছিল। দীর্ঘ ১২ বছর পর অবশেষে মুম্বইকে তাদের ঘরেই পরাজিত করলো কলকাতা নাইট রাইডার্স। গতকাল ম্যাচে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ক্যাপ্টেনসি ছিল নিম্নমানের। শুধু গতকাল ম্যাচেই নয় পুরো টুর্নামেন্ট জুড়েই খুবই সাধারণ ছিল তার ক্যাপ্টেন্সি। ব্যাট ও বল হাতে ফ্লপ প্রমাণিত হয়েছেন তিনি, চলতি সিজিনে ব্যাট হাতে ১১ ইনিংসে পান্ডিয়া ১৯.৮ গড়ে ও ১৪৭.৭৬ স্ট্রাইক রেটে ১৯৮ রান বানিয়েছেন এবং বল হাতে ৮ উইকেট নিয়েছেন ও ১১ রান দিয়েছেন প্রতি ওভারে।
Read More: T20 বিশ্বকাপে ওপেনিং করবেন না রোহিত শর্মা, এই প্লেয়ারের হাতেই তুলে দেওয়া হলো গুরুদায়িত্ব !!
ভক্তরা মনে করেন হার্দিকের উচিত অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। সামনে বিশ্বকাপকে মাথায় রেখে হার্দিক পান্ডিয়ার উচিত মুম্বইয়ের অধিনায়কত্ব সূর্যকুমার যাদবের (SuryakumR Yadav) উপর তুলে দেওয়ার। সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) মুম্বাই ইন্ডিয়ান্সকে গতবছর একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন এবং জয়লাভ ও করেছিলেন। শুধু তাই নয় ভারতীয় দলের হয়েও তিনি নেতৃত্ব দিয়েছেন টিম ইন্ডিয়াকে, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার নেতৃত্বে ভারতীয় দল সিরিজও জয়লাভ করেছে । হার্দিক পান্ডিয়ার উচিত সূর্য কুমারের মতন একজন অভিজ্ঞ প্লেয়ারের উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া।
হার্দিকের উচিত নিজের পারফরমেন্সের উপর নজর রাখার
আসন্ন বিশ্বকাপ কে পাখির চোখ করতে এবং নিজের উপর থেকে আসা চাপগুলি মুক্ত করার। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলের নেতৃত্ব ছেড়ে দিয়ে একজন সাধারণ প্লেয়ার হিসেবে খেলাটাই প্রধান কাজ। পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রাক্তন ক্রিকেটার তাদের মত প্রকাশ করেছেন, তাদের মতে হার্দিক পান্ডিয়ার বর্তমানে প্লেয়ার সূচক মনোভাব থাকার প্রয়োজন। ক্যাপ্টেনসি নিয়ে না ভেবে তাকে নিজের পারফরমেন্সের উপর খেয়াল রাখতে হবে। যদি তিনি অতিরিক্ত চাপ নিতে ব্যর্থ হন তাহলে অন্য একজনকে দায়িত্ব দেওয়াটাই শ্রেয়। সূত্রের খবর অনুযায়, অধিনায়ক রোহিত শর্মা হয়তো আগামী বছর মুম্বাই ইন্ডিয়ান্স’এর হয়ে খেলবেন না। সেই অর্থে মুম্বাই দলের দায়িত্ব স্কাইয়ের উপরেই ছেড়ে দিতে পারেন।