ব্যাক্তিগত জীবনে ঘোর সমস্যার পর এবার সতীর্থ সূর্যকুমার যাদবের (Suryakunar Yadav) কাছে অধিনায়কত্ব হারালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার পরেও দলের মূল অধিনায়ক হচ্ছেন না পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনীত করা হলো স্কাইকে।
অধিনায়কত্ব হারালেন হার্দিক পান্ডিয়া
অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়াকে রাখতে চায় না বিসিসিআই (BCCI)। তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়া হলেন একজন আনফিট প্লেয়ার, যখন তখন তিনি চোট পেয়ে দলের বাইরে চলে যান। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক, তার চোটটা এতটাই গুরুতর ছিল যে তাকে বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে যেতে হয়েছিল। শুধু এটি প্রথম বার নয় এর আগেও বহুবার চোটের সম্মুখীন হয়েছেন তিনি।
২০২১ সালের আইপিএলের পর তার মাজায় অস্ত্রোপচার হয়েছিল, এছাড়া ২০১৮ সালের এশিয়া কাপে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোমর প্রায় ভেঙেই ফেলেছিলেন তিনি। বারংবার চোট পাওয়ার কারণেই টেস্ট ক্রিকেটকে আপাতত বাইরেই রেখেছেন হার্দিক। এই পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা মনে করেছেন একজন ফিট প্লেয়ারকেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দিতে দেখা যাবে। এই পরিস্থিতিতে হার্দিকের সঙ্গে রেসে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এগিয়ে ছিলেন। যে কারণেই হার্দিকের পরিবর্তে সূর্য কুমারের হাতে তুলে দেওয়া হল দলের দায়িত্ব।
হার্দিক হলেন একজন আনফিট প্লেয়ার
ভারতীয় দলকে তিনটি ওয়ানডে এবং ১৬ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ক্যাপ্টেন না করার পিছনে এক বোর্ড কর্তা জানিয়েছেন, “হার্দিক পান্ডিয়া একজন অসাধারণ প্লেয়ার তার প্রদর্শনের উপর আমাদের কোন অভিযোগ নেই। তবে হার্দিক খুবই চোট পেয়ে থাকেন, নির্বাচকরা সেই কারণেই তাকে অধিনায়ক হিসেবে তাকে দেখতে চাইছেন না। তবে, লিডারশিপ গ্রুপের মধ্যেই তাকে রাখা হবে। নির্বাচকরা অধিনায়ক হিসেবে সূর্যকুমারকেই বাছাই করেছেন। তবে, হার্দিক পান্ডিয়াকে দলের সহ অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।” সূত্রের খবর অনুযায়ী আগামী শ্রীলঙ্কা সফর থেকেই ভারতীয় দলে অধিনায়ক হিসেবে সূর্যকুমারের নাম প্রকাশ্যে আসবে।