ওয়ান ডে ও টি-২০ স্কোয়াডে নিয়মিত হলেও লাল বলের ক্রিকেট থেকে একপ্রকার অঘোষিত অবসরই নিয়ে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার সাদা জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর প্রায় ছয় বছর টেস্ট খেলতে দেখা যায় নি হার্দিক’কে। চোটের কারণে লম্বা স্পেলে বোলিং করতে সমস্যা হচ্ছে, এই যুক্তি দিয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রথমে। চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরার পরেও আগ্রহ দেখান নি পাঁচ দিনের ম্যাচে খেলার ব্যপারে। গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের আগে তাঁর টেস্ট প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলেছিলেন কিছুদিন। কিন্তু সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে হার্দিক (Hardik Pandya) স্পষ্ট জানিয়ে দেন যে, “…টেস্ট ম্যাচে আমি ততক্ষণ খেলতে চাই না, যতক্ষণ না আমার মনে হয় যে আমি দলে আমার জায়গা অর্জন করে নিয়েছি।”
Read More: IND vs BAN: এই ক্রিকেটারের সাথে অন্যায় করছেন গম্ভীর-রোহিত, ক্ষমা করবেন না স্বয়ং ঈশ্বর’ও !!
হার্দিককে টেস্টে চেয়ে সওয়াল প্রাক্তনীদের-
দেশের সেরা পেস বোলিং অলরাউন্ডারকে টেস্ট ক্রিকেটে চাইছেন প্রাক্তনীদের একটা বড় অংশ। বিদেশের মাঠে তিনি টিম ইন্ডিয়ার অন্যতম সম্পদ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন তাঁরা। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সুনীল গাওস্করের মত কিংবদন্তি। এক সাক্ষাৎকারে হার্দিক (Hardik Pandya) সম্বন্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “টি–২০ স্পেশ্যালিস্ট অনেকে আসবে। হার্দিক পান্ডিয়া রয়েছে…যদিও আমি মনে করি যে হার্দিক টেস্ট ক্রিকেটে দলের সম্পদ এবং ওর উচিৎ টেস্টে প্রত্যাবর্তন ঘটানো। কারণ সেইটার জন্যই ওকে মনে রাখবে লোকে। আমার কাছে ও একজন স্পেশ্যাল ক্রিকেটার।” এছাড়াও তিনি বলেন, “…আমি আশা করি হার্দিক আমার কথা শুনছে…আমি চাই ও টেস্ট ক্রিকেট খেলুক। বিশেষ করে এই রকম (ইংল্যান্ডের) পরিবেশে।”
‘লিটল মাস্টার’ গাওস্কর (Sunil Gavaskar) বলেছেন, “হার্দিক যদি অস্ট্রেলিয়াতে টিম ইন্ডিয়ার সাথে যোগ দেন তাহলে এই দলটা অপরাজেয় হয়ে উঠতে পারে। ওকে খেলতে রাজী করানো উচিৎ।” অবশ্য বিরুদ্ধমত’ও শোনা গিয়েছে। হার্দিক তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) তাঁকে টেস্টে না খেলানোরই পক্ষে। তারকা অলরাউন্ডারের চোটপ্রবণতার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। পাঁচ দিনের ক্রিকেটের ধকল শরীর সহ্য করতে সক্ষম হবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে তাঁর। শাস্ত্রী জানিয়েছেন, “…“পরিষ্কার বলে দিচ্ছি, ওর (হার্দিক পান্ডিয়ার) শরীর টেস্ট ক্রিকেটের সাথে তাল মিলিয়ে চলতে পারে না।” দু’পক্ষের যুক্তি-পাল্টা যুক্তির মধ্যে হার্দিক (Hardik Pandya) অবশ্য টেস্ট প্রত্যাবর্তন নিয়ে থেকেছেন নীরব’ই। গত দেড়-দুই বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলেছে দল। দেখা যায় নি তাঁকে।
প্রত্যাবর্তনের নির্দেশ পেলেন হার্দিক পান্ডিয়া-
কেরিয়ারে ১১টি টেস্ট ম্যাচে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) করেছেন ৫৩২ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টি শতরান’ও করেছিলেন অ্যাওয়ে টেস্ট ম্যাচে। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। ছয় বছরের বিরতির পর তাঁকে লাল বলের ফর্ম্যাটে ফেরাতে উদ্যোগ নিয়েছে টিম ম্যানেজমেন্ট। দায়িত্ব নেওয়ার আগেই কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়ে দিয়েছিলেন যে সেরা ক্রিকেটারদের তিন ফর্ম্যাটেই অংশ নিতে হবে। সেই নীতিকেই বাস্তবায়িত করার পথে হাঁটতে চলেছেন তিনি। সংবাদমাধ্যম স্পোর্টস তকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী হার্দিককে (Hardik Pandya) ধরেই টেস্ট ক্রিকেটে আগামীর ছক সাজাচ্ছে টিম ইন্ডিয়া। বিনা প্রস্তুতিতে লাল বলের লড়াইতে হার্দিক পান্ডিয়াকে নামিয়ে দিতে রাজী নয় তারা। সেই কারণেই রঞ্জি ট্রফি খেলার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়া সফরে হয়ত থাকবেন না তিনি। তবে আগামী বছরের WTC ফাইনাল ও ইংল্যান্ড সফরে খেলার সম্ভাবনা থাকছে হার্দিকের।
Also Read: টিম ইন্ডিয়ার জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছেন বিরাট কোহলি, BCCI না পারছে গিলতে না পারছে ওগড়াতে !!