hardik-not-picked-for-ind-vs-ban-test

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) দুর্দান্ত ভাবে টেস্ট অভিযান শুরু করলো টিম ইন্ডিয়া (Team India)। চেপকে ম্যাচের প্রথম দিনের প্রথম ঘন্টায় বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিলো ভারতীয় ব্যাটারদের। হাসান মাহমুদের স্যুইং সামলাতে নাজেহাল হয়েছিলেন রোহিত, কোহলি, শুভমান গিল’রা। কিন্তু ম্যাচের বাকি সময় একাধিপত্য মেন ইন ব্লু’র। অশ্বিন-জাদেজার ব্যাটিং বিক্রমে প্রথম ইনিংসে ভারত তুলেছিলো ৩৭৬ রান। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৯ রানে। ফলো অন না করিয়ে ফের ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন রোহিত (Rohit Sharma)। চতুর্থ ইনিংসে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৫। রানের পাহাড়ের নীচেই চাপা পড়লো তারা। ২৩৪-এ গুটিয়ে যায় তাদের প্রতিরোধ। ২৮০ রানের ব্যবধানে জিতে ১-০ ফলে এগিয়ে যায় ভারতীয় শিবির।

Read More: IND vs BAN: চলতি টেস্টে বড় সিদ্ধান্ত নিলো BCCI, রোহিত শর্মাকে সরিয়ে এই খেলোয়াড়কে দেওয়া হলো অধিনায়কত্ব !!

দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের-

Indian Cricket Team | IND vs BAN | Image: Getty Images
Indian Cricket Team | IND vs BAN | Image: Getty Images

চেন্নাইতে জয়ের পরেই দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। অনেকেই মনে করেছিলেন যে কানপুরের ম্যাচের জন্য দলে কয়েক জন নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। বিশেষ করে দলীপ ট্রফিতে ভালো পারফর্ম করা মুশির খান, শামস মুলানি, অভিমণ্যু ঈশ্বরণরা ডাক পেতে পারেন বলে আশা করা হচ্ছিলো। তবে সেই পথে হাঁটেন নি নির্বাচকেরা। প্রথম টেস্টের জন্য যে ষোল সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো, দ্বিতীয় ম্যাচেও সেই দল ধরে রাখা হয়েছে। তবে প্লেয়িং ইলেভেন একই থাকবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকে। বিশেষজ্ঞদের ধারণা যে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। তার বদলে অভিষেক হতে পারে যশ দয়ালের। অথবা যদি তিন স্পিনারের ফর্মূলা নেওয়া হয়, তাহলে অশ্বিন-জাদেজার সাথে জুড়ে দেওয়া হতে পারে কুলদীপ যাদব’কে (Kuldeep Yadav)।

এক নজরে ভারতের স্কোয়াড-

টেস্ট দলে ডাক পেলেন না হার্দিক-

Hardik Pandya | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

দিনকয়েক আগে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছিলো যে লাল বলের ক্রিকেটে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। ২০১৮-এর পর থেকে টেস্ট দল থেকে দূরে রয়েছেন তারকা অলরাউন্ডার। সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাওস্করের মত কিংবদন্তি তাঁকে প্রত্যাবর্তনের পরামর্শ দিলেও কর্ণপাত করেন নি তিনি। তবে গম্ভীর জমানায় বদলাতে পারে পরিস্থিতি, গুঞ্জন শোনা যাচ্ছিলো ক্রিকেটমহলের অন্দরে। সম্প্রতি লাল বল নিয়ে হার্দিকের অনুশীলনের ছবিও ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়, যা শোরগোল ফেলেছিলো অনুরাগীদের মধ্যে। তবে অনুশীলনে নামলেও এখনও পাঁচ দিনের ম্যাচের জন্য হয়ত পুরোপুরি প্রস্তুত নন হার্দিক। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) কানপুর টেস্টের দলে তাঁর অনুপস্থিতি ইঙ্গিত দিচ্ছে তেমনটাই। রঞ্জি ট্রফিতে খেলে দীর্ঘতম ফর্ম্যাটের সাথে তাঁকে মানিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

ডাক পেলেন না শামি’ও, রয়েছে ধোঁয়াশা-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

গত বছরের ওডিআই বিশ্বকাপের পরে গোড়ালির চোটের কারণে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বিদেশে অস্ত্রোপচার হয়েছে তাঁর। চলছে রিহ্যাব। মাসখানেক আগে পর্যন্তও শামি ও বিসিসিআই-উভয় পক্ষকেই আশাবাদী শুনিয়েছিলো বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) প্রত্যাবর্তনের বিষয়ে। শ্রীলঙ্কা সফরের আগে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচক প্রধান অজিত আগরকার (Ajit Agarkar) জানিয়েওছিলেন যে, “১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হচ্ছে, তার আগে শামিকে ফিট করে তোলার চেষ্টা হচ্ছে।” তবে চেন্নাই টেস্ট শেষ হয়ে গেলেও বাংলার পেসারের মাঠে ফেরার কোনো আভাস মিলছে না। নেটে বোলিং অনুশীলন শুরু করেছেন শামি। পোস্টও করেছেন সেই ভিডিও। তবে এখনও সম্ভবত পুরো ফিট নন তিনি। তাড়াহুড়োয় রাজী নয় বিসিসিআই। নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখা যেতে পারে তাঁকে।

Also Read: IND vs BAN 1st Test: বাংলাদেশকে ‘নাগিন’ খোঁচা বিরাট কোহলি’র, ভারতীয় তারকার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *