২০২৪ সালে বেশ ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ক্রিকেট কেরিয়ার। বছরের শুরুতে বেশ কয়েক মাস মাঠেই নামতে পারেন নি তিনি। ওডিআই বিশ্বকাপের সময় পাওয়া গোড়ালির চোট ভুগিয়েছিলো তাঁকে। শেষমেশ বাইশ গজের দুনিয়ায় প্রত্যাবর্তন ঘটান আইপিএলের (IPL) আসরে। সেখানেও ধাক্কা খেতে হয় তারকা অলরাউন্ডারকে। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে নেতৃত্বের ব্যাটন দিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। অখুশি সমর্থকেরা নিশানা করেছিলেন বরোদার ক্রিকেটারকেই। গ্যালারি থেকে উড়ে আসে কটাক্ষ, কটূক্তি। গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছিলো অফ ফর্ম’ও। খাদের কিনারে পৌঁছে যাওয়া হার্দিক (Hardik Pandya) ঘুরে দাঁড়ান টি-২০ বিশ্বকাপে। অনবদ্য পারফর্ম করে দেশকে ট্রফি এনে দেন। তারপর আর ফিরে তাকাতে হয় নি তাঁকে। একের পর এক ম্যাচে সেরাটা দিয়েছেন দেশের জার্সিতে।
Read More: কোহলি জমানার তিন নায়ককে ছেঁটে ফেলেছেন রোহিত, অধিনায়কের ইগোর খেসারত দিচ্ছে টিম ইন্ডিয়া !!
বর্ষসেরা হওয়ার দৌড়ে নেই হার্দিক-
অফ ফর্ম থেকে বিবাহবিচ্ছেদ-মাঠ ও মাঠের বাইরে কম সমস্যার মুখোমুখি হতে হয় নি হার্দিককে (Hardik Pandya)। কিন্তু যাবতীয় প্রতিকূলতাকে দূরে সরিয়ে শেষমেশ জয়ী হয়েছেন তিনিই। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের তৃতীয় পেস বিকল্প হিসেবে নজর কেড়েছেন। ব্যাট হাতেও লোয়ার অর্ডারে বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছিলেন। এরপর শ্রীলঙ্কা, বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুড়ি-বিশের ফর্ম্যাটে ঝড় তুলেছিলেন হার্দিক (Hardik Pandya)। টাইগার্সদের বিপক্ষে হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়’ও। ২০২৪ ক্যালেন্ডার বর্ষে ১৭টি টি-২০ ম্যাচে ৪৪.০০ গড় ও ১৫০.৪২ স্ট্রাইক রেট বজায় রেখে ৩৫২ রান করেছেন তিনি। সংগ্রহে ১৬টি উইকেটও। আইসিসি’র ক্রমতালিকায় অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থানও দখল করেছেন। দুর্দান্ত পরিসংখ্যান সত্ত্বেও বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা পান নি তিনি।
সম্প্রতি আইসিসি’র তরফে টি-২০ বর্ষসেরার দৌড়ে থাকা চার ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে। সেখানে জায়গা হয় নি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। ভারতের একমাত্র প্রতিনিধি আর্শদীপ সিং (Arshdeep Singh)। তরুণ বাম হাতি পেসার টি-২০ বিশ্বকাপে নিয়েছিলেন ১৭ উইকেট। গোটা বছরে ১৩.৫ গড়ে ১৮ ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন তিনি। তালিকায় রয়েছেন ট্র্যাভিস হেড (Travis Head)। অস্ট্রেলীয় তারকা ১৫ ম্যাচে ৩৮.৫ গড়ে ৫৩৯ রান করেছেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজাকেও (Sikandar Raza) সেরাদের তালিকায় রেখেচে আইসিসি। তিনি ২৪ ম্যাচে ৫৭৩ রান করার পাশাপাশি ২৪ উইকেটও নিয়েছেন। এছাড়াও পাকিস্তানের বাবর আজম (Babar Azam) রয়েছেন বর্ষসেরার দৌড়ে। ২৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৭৩৮ রান। গত দুই বছর এই খেতাব জিতেছিলেন সূর্যকুমার যাদব। এবার আর্শদীপ জিতলে ভারতেই থাকবে সেরার শিরোপা।
ওয়ান ডে প্রত্যাবর্তনে হার হার্দিকের-
২০২৪ ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ৩৮টি টি-২০ খেললেও ওয়ান ডে ফর্ম্যাট থেকে এতদিন দূরেই ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অবশেষে পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটালেন গতকাল। বিজয় হাজারে ট্রফির ম্যাচে বরোদার হয়ে মাঠে নামেন তিনি। প্রথমে ঠিক ছিলো যে ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টের নক-আউট পর্ব থেকে খেলবেন হার্দিক (Hardik Pandya)। কিন্তু পরে কোচের সাথে কথা বলে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ থেকেই খেলার সিদ্ধান্ত নেন। প্রত্যাবর্তন অবশ্য সুখের হয় নি তাঁর। বাংলার বিরুদ্ধে গ্রুপ-ই’র ম্যাচে ৭ উইকেটে হারে তাঁর দল। প্রথম ব্যাটিং করে ২২৮ করে বরোদা। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১ রান করে সাজঘরে ফেরেন তারকা অলরাউন্ডার। অনুষ্টুপ মজুমদারের ৯৯* ও সুমন্ত গুপ্তের ৬৯*-এর সৌজন্যে ৪৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। ১টি উইকেট পেয়েছেন হার্দিক।