hardik pandya, ind vs ban
Hardik Pandya | Image: Getty Images

ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ক্যারিয়ার যখন শেষ করবেন তখন নামি দামি প্লেয়ারদের সঙ্গে তার তুলনা করা হবে বলেই মনে করে ক্রিকেট মহল। তবে চলতি বছরে শুরু থেকেই সমস্যার মুখোমুখি হয়েছেন এই কিংবদন্তি প্লেয়ার। সংসারে ধরেছে ফাটল, স্ত্রী নাতাশার সঙ্গে হয়েছে ডিভোর্স। পাশাপাশি হারিয়েছেন দলের অধিনায়কত্ব। প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শুরু করে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar) হার্দিককে অধিনায়ক হিসেবে মনোনয়ন করতে চাননি।

যার ফলে আসন্ন শ্রীলংকা সিরিজে দলের কোন দায়িত্ব পালন করবেন না হার্দিক। তবে শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজ না খেলে সিদ্ধান্ত নিয়েছেন হারতে যার ফলে হার্দিককে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) দলে সুযোগ পেতে খেলতে হতে পারে ঘরোয়া লীগ। শ্রীলংকার বিরুদ্ধে সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই পরিস্থিতিতে হার্দিক কেবলমাত্র দলের লিডারশিপ গ্রুপের একজন অঙ্গ থাকবেন।

Read More: আবার শুরু হচ্ছে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ, জয় শাহের কাছে প্রস্তাব রাখলো PCB !!

ব্যাক্তিগত কারণে শ্রীলঙ্কা সিরিজের বাইরে পান্ডিয়া

Hardik Pandya, t20 world cup 2024
Hardik Pandya | Image: Getty Images

তবে ব্যক্তিগত কারণে ওডিআই সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়ার ফলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মৌসুমে পান্ডিয়ার খেলার সম্ভাবনাটা পুরোপুরি নির্ভর করছে তার ঘরোয়া ক্রিকেটের প্রদর্শনের উপর। আগামী আইসিসি টুর্নামেন্টের আগে ভারত মাত্র ছয়টি ওডিআই ম্যাচ খেলবে, যা ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রথম প্রধান দায়িত্ব হতে চলেছে। আগস্ট মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে এই সিরিজ গুলি। তবে ভারতের পরবর্তী ওডিআই ম্যাচ গুলি পরের বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে হবে।

হার্দিক শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে, চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড বানানোর সম্ভাবনা ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্সের উপর নির্ভর করে। এই বছরের শুরুতে, বিসিসিআই সমস্ত ভারতীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকাকালীন ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য একটি আদেশ জারি করেছিল। এমনকি যারা এই আদেশ পালন করবে না তাদেরকে দল থেকে বাইরে বের করতে কোনো দ্বিধাবোধ করবে না বিসিসিআই। যে কারণে, তরুণ ক্রিকেটার শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিশান (Ishan Kishan) বিসিসিআই-এর ক্রোধের মুখোমুখি হয়েছিল, এমনকি তাদেরকে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে তাদের উপেক্ষা করেছিল বিসিসিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট

Hardik Pandya
Hardik Pandya | Image: Getty Images

সেই সময় হার্দিক (Hardik Pandya) নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলে ঘরোয়া ক্রিকেটে অংশ নেবেন। তবে, এবার বরোদার হয়ে সাদা বলের ক্রিকেটে তাকে ফিরতে হবে। বিসিসিআই ২০ ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফির আয়জন করতে চলেছে। আর এই টুর্নামেন্টে অবশ্যই হার্দিককে খেলতে হবে। জানা গিয়েছে, হার্দিকের বোলিং ফিটনেস নিয়ে বিসিসিআই লিস্ট এ টুর্নামেন্টের প্রক্রিয়া অনুসরণ করবে।

বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদপত্রকে জানিয়েছে, “হার্দিকের ব্যাটিং আগের মতো বিস্ফোরক নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভালো খেলেছে কিন্তু তিনি একজন অলরাউন্ডার। তাকে ব্যাটিং ও বোলিংয়ে ঠিক ভাবে প্রদর্শন করতে হবে। তার শেষ ওয়ানডে ছিল গত বছর বিশ্বকাপের সময়। সেই সময়েই তিনি চোট পেয়েছিলেন।

হার্দিকের ফিটনেসের উপর অনেক প্রশ্ন রয়েছে। তিনি আরও জানিয়েছেন, “হার্দিক তার ইনজুরি থেকে ফিরে টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র চার ওভারে অসাধারণ বোলিং করেছেন, তবে হার্দিকের দীর্ঘ ফর্ম্যাটে পরীক্ষা করা হয়নি। তার ধৈর্যের উপর নজর রাখা দরকার। নির্বাচকরা বিজয় হাজারে ট্রফির উপর পুরোপুরি নজর রাখবে।

Read Also: Hardik Pandya: হার্দিকের উপর অসন্তুষ্ট গম্ভীর, এই বিশেষ কারণেই দেওয়া হলো না অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *