গতকাল ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করে সিরিজে ২-০ ব্যাবধান বজায় রেখে সিরিজ জয় করলো। ভারতের দ্বিতীয় ম্যাচে জয়ের পিছনে বড় ভূমিকা ছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। প্রসঙ্গত, রোহিত শর্মার (Rohit Sharma) অবসরের পর হার্দিককে অধিনায়কত্বের সবথেকে যোগ্য প্রার্থী হিসাবেও ধরা হয়েছিল। কিন্তু পরবর্তী অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বাছাই করেছে বিসিসিআই (BCCI)। […]
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)
ক্রিকেট জগতের অন্যতম বড় নাম হলো হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রতিভাবান হার্দিক পান্ডিয়া বর্তমানে ভারতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করছেন। ১৯৯৩ সালের ১১ অক্টোবর গুজরাতের সুরাটে জন্মগ্রহণ করেন হার্দিক (Hardik Pandya)। তার পিতার নাম ছিল হিমাংশু পান্ডিয়া। বাবা হিমাংশুর মনের ইচ্ছা ছিল দুই ছেলেকে ক্রিকেটার বানানোর, তাই বাসস্থান ছেড়ে বারোদায় উদ্যেশ্যে পারি দেন হিমাংশু পান্ডিয়া। কিরণ মোরের ক্রিকেট অ্যাকাডেমিতে হিমাংশু পান্ডিয়া তার দুই ছেলেকে ভর্তি করান। পান্ডিয়া পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ, এমন সময় কেটেছে তাদের যে ৫ টাকার ম্যাগি নুডলস খেয়ে দিন কাটিয়েছেন পান্ডিয়া ব্রাদার্স।
ভারতীয় দলের এই তুখর অলরাউন্ডার বর্তমান সময়ে রোহিতের অবর্তমানে ভারতীয় দলের দায়িত্ব নিতে দেখা যায়। ব্যাট ও বল হাতে দিনেরপর দিন নিজেকে প্রমাণ করেছেন পান্ডিয়া। আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে প্রথম মরশুমে ট্রফি জয় করেন পান্ডিয়া এবং দ্বিতীয় মরশুমে দলকে ফাইনালে অবতীর্ণ করেছিলেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৪’এর সময় মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরে আসেন পান্ডিয়া এবং তাকে দলের অধিনায়ক বানানো হলে ক্ষুব্ধ হন মুম্বই দলের ভক্তরা, যে কারণে হার্দিককে রিতিমতন ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল। তবে বিশ্বকাপের মঞ্চে পারফরমেন্স দেখিয়ে আবার তিনি সবার পছন্দের পাত্র হয়ে উঠেছেন।
বাংলায় হার্দিক পান্ডিয়া’র বায়োগ্রাফি (Hardik Pandya Biography in Bengali)-
পুরো নাম | হার্দিক পান্ডিয়া |
ডাকনাম | কুং ফু পান্ডিয়া, হ্যারি |
জন্ম | ১১-১০-১৯৯৩ |
জন্মস্থান | সুরাট, গুজরাট |
বর্তমান বয়স | ৩০ |
বাবার নাম | হিমাংশু পান্ডিয়া |
মায়ের নাম | নলিনী পান্ডিয়া |
দাদার নাম | ক্রুনাল পান্ডিয়া (দাদা) |
বৈবাহিক জীবন | বিবাহিত |
স্ত্রীর নাম | নাতাশা স্ট্যানকোভিচ |
সন্তানের নাম | আগস্ত পান্ডিয়া |
হার্দিক পান্ডিয়ার ক্রিকেট অভিষেক:
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ |
টেস্ট | ২৬/০৭/২০১৭ | শ্রীলঙ্কা |
ওয়ান ডে | ১৬/১০/২০১৬ | নিউজিল্যান্ড |
টি-২০ | ২৬/০১/২০১৬ | অস্ট্রেলিয়া |
যে দলগুলির হয়ে খেলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya’s Teams)-
ভারত, বরোদা, মুম্বাই ইন্ডিয়ান্স, ইন্ডিয়া এ, ইন্ডিয়া AT20, ইন্ডিয়ান বোর্ড প্রেসিডেন্ট একাদশ, বিশ্ব একাদশ, গুজরাট টাইটানস।
হার্দিক পান্ডিয়া পরিসংখ্যান (Hardik Pandya Career Stats in Bengali)-
ফর্ম্যাট | ম্যাচ | মোট রান | সর্বোচ্চ রান | ব্যাটিং গড় | স্ট্রাইক রেট | শতরান | অর্ধশতক | উইকেট |
Test | ১১ | ৫৩২ | ১০৮ | ৩১.২৯ | ৭৩.৮৮ | ০১ | ০৪ | ১৭ |
ODI | ৮৬ | ১৭৬৯ | ৯২* | ৩৪.০১ | ১১০.৩৫ | ০০ | ১১ | ৮৪ |
T20i | ৯৬ | ১৩৮৭ | ৭১* | ২৫.২১ | ১৩৮.৭০ | ০০ | ০৩ | ৮০ |
IPL | ১৩৭ | ২৫২৫ | ৯১ | ২৮.৬৯ | ১৪৫.৬২ | ০০ | ১০ | ৬৪ |
FC | ২৯ | ১৩৫১ | ১০৮ | ৩০.০২ | ৫৬.৭১ | ০১ | ১০ | ৪৮ |
List-A | ১০৭ | ২১০৩ | ৯২* | ৩২.৩৫ | ১০৫.৪১ | ০০ | ১৩ | ১০০ |
T20 | ২৬২ | ৪৬৮০ | ৯১ | ২৮.৫৩ | ১৩৮.৮৭ | ০০ | ১৭ | ১৭০ |
হার্দিক পান্ডিয়া সম্পর্কীত প্রশ্নাবলী (Hardik Pandya FAQs)-
হার্দিক পান্ডিয়ার জার্সি নম্বর হলো ৩৩।
হার্দিক পান্ডিয়ার দাদার নাম হলো ক্রুনাল পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়া হলেন ভারতীয় দলের একজন অলরাউন্ডার। বর্তমানে ভারতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেন তিনি।
২০১৫ সাল থেকে হার্দিক পান্ডিয়া ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেছেন, এরপর ২০২২-২৩ মরশুম তিনি গুজরাত টাইটান্স দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আবার ২০২৪ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরে এসেছেন।
হার্দিক পান্ডিয়ার স্ত্রীর নাম হলো নাতাশাস্ট্যানকোভিচ।