hardik-led-india-to-play-asia-cup

পহলগাম হামলা ও তদপরবর্তী অপারেশন সিঁদুরের পর অনিশ্চিত হয়ে পড়েছিলো এশিয়া কাপের (Asia Cup) ভবিষ্যত। ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে আদৌ মাঠে নামতে রাজী হবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা। কিন্তু সাম্প্রতিক দু’টি আইসিসি টুর্নামেন্টের সূচি ভরসা যুগিয়েছে তাঁদের। চলতি বছরের উইমেন্স ওয়ার্ল্ড কাপ ও আগামী বছরের উইমেন্স টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ সূচিতে রাখা হলেও আপত্তি জানায় নি দুই দেশই। ফলে এশিয়া কাপ খেলতেও তারা রাজী হবে বলে মনে করছে এসিসি। সেপ্টেম্বরে পূর্বনির্ধারিত ‘উইন্ড’তেই সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ৪ বা ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপ (Asia Cup)। ৭ তারিখ রাখা হতে পারে ভারত-পাক দ্বৈরথ। ফাইনাল ২১ তারিখ আয়োজনের কথা ভাবা হচ্ছে।

Read More: লর্ডস টেস্ট শুরুর আগেই নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি পেসার !!

সবুজ সংকেতের অপেক্ষায় ভারত-

Indian Cricket Team | Asia Cup | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

এসিসি আশাবাদী হলেও ভারত আদৌ এশিয়া কাপ (Asia Cup) খেলবে কিনা তা নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপর। এখনও পর্যন্ত টুর্নামেন্টে খেলার ব্যাপারে সরকারী সবুজ সংকেত আসে নি বলেই জানা গিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়াও সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “আসন্ন এশিয়া কাপ ও মহিলাদের এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে বেশ কিছু খবর আমাদের চোখে পড়েছে। আমি জানাতে চাই যে এগুলির বিন্দুমাত্র সত্যতা নেই। আসন্ন এসিসি প্রতিযোগিতাগুলি নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত বিসিসিআই নেয় নি। এসিসি’কে এই প্রসঙ্গে কোনো চিঠিও লেখে নি।” আগামী ২৫ ও ২৬ জুলাই বাংলাদেশের ঢাকাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানে বিসিসিআই-এর প্রতিনিধিত্ব করবেন সহ-সভাপতি রাজীব শুক্ল। সেখানেই নির্ধারিত হতে পারে এশিয়া কাপের (Asia Cup) ভবিষ্যত।

অধিনায়কত্ব পেতে পারেন হার্দিক-

Suryakumar Yadav and Hardik Pandya | Image: Getty Images
Suryakumar Yadav and Hardik Pandya | Image: Getty Images

২০২৫-এর এশিয়া কাপ (Asia Cup) টি-২০ ফর্ম্যাটে আয়োজিত হওয়ার কথা। যদি খেলার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া, সেক্ষেত্রেও সম্ভবত পূর্ণ সময়ের অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ছাড়াই মাঠে নামতে হতে পারে তাদের। সম্প্রতি জার্মানির মিউনিখে তলপেটের ডানদিনে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে মুম্বইয়ের তারকার। এখনও দেশে ফেরেন নি তিনি। রয়েছেন লন্ডনে। রিহ্যাব সেরে এশিয়া কাপে (Asia Cup) মাঠে নামার জন্য আদৌ তিনি ফিট হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞমহলে। যদি সূর্য না খেলেন সেক্ষেত্রে নয়া অধিনায়ক খুঁজতে হবে বোর্ড’কে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জসপ্রীত বুমরাহ বা শুভমান গিল’কে বিশ্রাম দেওয়া হতে পারে এশিয়া কাপে। সূর্যের অনুপস্থিতিতে তখন নেতৃত্ব ফেরানো হবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাঁধে। তরুণ ভারতীয় দল’কে নবম খেতাব জেতানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।

KKR-কে অগ্রাধিকার কোচ গম্ভীরের-

Shreyas Iyer and Gautam Gambhir | Image: Getty Images
Shreyas Iyer and Gautam Gambhir | Image: Getty Images

আগামী বছর রয়েছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। তার মহড়া এবারের এশিয়া কাপেই (Asia Cup) সেরে রাখতে চাইবেন কোচ গৌতম গম্ভীর। কুড়ি-বিশের স্কোয়াডে ফেরানো হতে পারে শ্রেয়স আইয়ারকে। সহ-অধিনায়ক হতে পারেন তিনি। আইপিএল পারফর্ম্যান্সের সুবাদে ডাক পেতে পারেন সাই সুদর্শন। টপ-অর্ডারের হাল ধরতে থাকবেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, জিতেশ শর্মা, রিয়ান পরাগরা। অলরাউন্ডার হিসেবে হার্দিকের পাশাপাশি ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতায়। কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্র্যাঞ্চাইজির সাথে কোচ গৌতম গম্ভীরের সম্পর্ক দীর্ঘদিনের। এশিয়া কাপের স্কোয়াডে নাইট রাইডার্স থেকেও একঝাঁক তারকা ডাক পেতে পারেন। সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে ‘ফিনিশার’ রিঙ্কু সিং, পেসার হর্ষিত রাণা, স্পিনার বরুণ চক্রবর্তীদের।

সম্ভাব্য ১৫ সদস্যের দল-

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, অভিষেক শর্মা, রিয়ান পরাগ, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, হর্ষিত রাণা, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, খলিল আহমেদ।

Also Read: IND vs ENG 3rd Test Toss Report in Bengali: লর্ডসে টসে জিতলো ইংল্যান্ড, পেস শক্তি বাড়িয়ে মাঠে নামছে দুই শিবিরই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *