বিশেষ প্রতিবেদন: পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বড় ব্যবধানে হারতে হয় ভারতকে। সেই ম্যাচে ইতিবাচক দিক ছিল একটাই। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিং। পাকিস্তানের বিরুদ্ধে ধুঁকতে থাকা ভারতের ব্যাটিংয়ে হার্দিকই ছিলেন একমাত্র ব্যতিক্রম। তার ব্যাটে চড়েই কিছুক্ষণের জন্য অবিশ্বাস্য জয়ের স্বপ্ন দেখতেও শুরু করেছিলেন ভারতীয় সমর্থকরা। তবে অপ্রত্যাশিতভাবে রান আউট হয়ে দলকে আর জেতাতে পারেননি হার্দিক।
দলকে জেতাতে না পারলেও, বলিউড অভিনেত্রীদের মন অবশ্য জয় করে নিয়েছেন ভারতীয় অলরাউন্ডারটি। হার্দিকের ৪৩ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংসে অভিভূত হয়ে টুইটারে তার ব্যাপক প্রশংসা করেছেন বলিউড সুন্দরীরা। সুস্মিতা সেন, গওহের খান, সোনাল চৌহানসহ আরও অনেক বলিউড অভিনেত্রী রয়েছেন তালিকায়। গুরুত্বপূর্ণ মুহূর্তে হার্দিকের লড়াকু মানসিকতায় মুগ্ধ হয়েছেন তাঁরা। পান্ডিয়া যখন পাকিস্তানি বোলারদের একের পর এক বাউন্ডারি ছাড়া করছেন, তখন পরপর বেশ কয়েকটি টুইট করেন বলি সেলেব’রা। দেখে নেওয়া যাক হার্দিকে মুগ্ধ হয়ে কে কী লিখলেন:
তাপসি পান্নু
‘হার্দিক পান্ডিয়া ঐ মুহূর্তে মাঠে গিয়ে ঘুরে দাঁড়ানোর সাহস আপনার আছে এবং আপনি আমাদের আশা দিয়েছিলেন!’
@hardikpandya7 👏🏼👏🏼 u had the real grit to step in at that time n build our hopes 👏🏼👏🏼👏🏼 #IndVsPak https://t.co/cKMcoib5Mp
— taapsee pannu (@taapsee) June 18, 2017
হুমা কুরেশি
‘অাজ ভাল দল জিতেছে..তবে ভারতের জন্য অামার ভালবাসা সবসময় থাকবে, পরেরবার টিম ইন্ডিয়া জিতবে.. তোমরা খুব ভাল লড়াই করেছো!!’
The better team won today.. but my heart will always #BleedBlue next time team India.. @hardikpandya7 u fought so well!!
— Huma S Qureshi (@humasqureshi) June 18, 2017
গওহর খান
‘হার্দিক পান্ডিয়া, আমি আপনার ফ্যান!!!!!’
@hardikpandya7 I'm a fan!!!!! ✌️✨🙌
— Gauahar Khan (@GAUAHAR_KHAN) June 18, 2017
সুস্মিতা সেন
‘খুব ভালো খেলেছো, পান্ডিয়া!!!! আমি খুব করে চেয়েছিলাম সে যেন সেঞ্চুরি করতে পারে…সে এটার যোগ্য দাবিদার ছিল!!!’
Love the energy of all the young players on both sides!!!!👍👏😊❤️they exude such #fire 👏👏💪 way to go!!!! What a 6 Pandya 👍💪👏❤️🇮🇳😁
— sushmita sen (@thesushmitasen) June 18, 2017
Now that's how we play the game when all chips look down!!!!!😄💪🇮🇳🇮🇳❤️how sexy to see 6-6-6 😉❤️💃🏻I love u Pandya!! 👍🇮🇳
— sushmita sen (@thesushmitasen) June 18, 2017
Very well played Pandya!!!! 👏👏👏❤️🇮🇳I so wanted to see him score a century…would've been richly deserved!!!! 👍👏🇮🇳
— sushmita sen (@thesushmitasen) June 18, 2017
অর্চনা বিজয়া
‘ধন্যবাদ হার্দিক পান্ডিয়া। খেলায় উত্তেজনা ফিরিয়ে আনার জন্য এবং আমাদেরকে আশা দেবার জন্য।’
Thank you @hardikpandya7 for injecting life into the game and hope in us ! #CTFinal2017
— Archana Vijaya (@archanavijaya) June 18, 2017
সোনাল চৌহান
‘ওয়াও…হার্দিক পান্ডিয়া। এটা কি ছিল!?!?’
Whoa…. @hardikpandya7. WHAT WAS THAT?!?!👏🏻👏🏻#IndvPak
— SONAL CHAUHAN (@sonalchauhan7) June 18, 2017
সোফি চৌধুরি
‘ওয়াও..ভারতকে কিছুটা অানন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ..!!’
Woohoo @hardikpandya7 .. Thanku for giving #india something to cheer about 👏🏼👏🏼💃🏻💃🏻 #indvpak #CT2017Final #teamindia
— Sophie C (@Sophie_Choudry) June 18, 2017
গত রবিবার ওভালের ফাইনালে ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৪ রানে ৫ উইকেট হারায় ভারত। এরপর উইকেটে এসে দারুণ ব্যাট করেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পাকিস্তানি স্পিনার শাদাব খানকে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ৩২ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি। তবে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ব্যক্তিগত ৭৬ রানে। তার বিদায়ের পর আর মাত্র ৬ রান যোগ করে গুটিয়ে যায় ভারতের ইনিংস। মাত্র ১৫৮ রানে। অার তাতে ১৮০ রানের বিরাট জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অানন্দে মেতে ওঠে পাকিস্তান।