harbhajan-slaps-sreesanth-video-published-by-lalit-modi

২০০৮ সালে পথচলা শুরু করেছিলো আইপিএল। প্রথম মরসুমেই বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। সেবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস)-এর বিরুদ্ধে ম্যাচ শেষে যখন হাত মেলাচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা, তখন হঠাৎ’ই প্রতিপক্ষ শিবিরের শান্তাকুমারণ শ্রীশন্থকে (S Sreesanth) চড় মেরে বসেন ভাজ্জি। ঘটনার আকস্মিকতায় কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে গিয়েছিলেন কেরলের পেসার। তারপর কান্নায় ভেঙে পড়েন তিনি। সেদিনের অখেলোড়োচিত আচরণের জন্য কড়া শাস্তির পেয়েছিলেন হরভজন (Harbhajan Singh)। টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয় তাঁকে। ঘটনার পর কেটে গিয়েছে ১৭ বছর। তবুও নেভে নি বিতর্কের আগুন। এখনও মাঝেমধ্যেই নেটদুনিয়ার চর্চায় জায়গা করে নেয় সেই চড়কাণ্ড। তোপের মুখে পড়তে হয় হরভজনকে (Harbhajan Singh)।

Read More: আইপিএলে কলকাতার হয়ে খেলবেন না KL রাহুল, ফেরালেন ২৫ কোটি টাকার অফার !!

‘স্ল্যাপগেট’ কাণ্ডের ভিডিও ভাইরাল-

S Sreesanth | Image: Twitter
S Sreesanth | Image: Twitter

সম্প্রতি প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্কের (Michael Clarke) ‘বিয়ন্ড ২৩’ পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বিতর্কিত ক্রিকেট প্রশাসক ললিত মোদী (Lalit Modi)। ২০০৮-এ তিনিই ছিলেন আইপিএল কমিশনার পদে। হরভজন আর শ্রীশন্থের মধ্যে ঠিক কি হয়েছিলো সেদিন? প্রশ্ন করেছিলেন ক্লার্ক। উত্তরে মোদী জানান, “আমি বলছি কি হয়েছিলো। আমি তোমায় ভিডিওটাও দেব। ওটা আমি রেখে দিয়েছিলাম। ভাজ্জি আমার খুব কাছের বন্ধু। ওকে ভালোবাসি। মাঠে হয়েছিলো ঘটনাটা। আমি ছিলাম। খেলা শেষে ক্যামেরাগুলো বন্ধ হয়ে গিয়েছিলো। আমার একটা সিকিউরিটি ক্যামেরা শুধু চালু ছিলো। খেলা শেষে ক্রিকেটাররা একে অপরের সাথে হাই-ফাইভ করছিলো, হাত মেলাচ্ছিলো। শ্রীশন্থ’কে হরভজন বলে, ‘এখানে এসো।’ তারপরেই হাতের উলটো পিঠ দিয়ে চড় কষায়।”  

সত্যিই সেই বিস্ফোরক ভিডিও ক্লার্কের হাতে তুলে দিয়েছেন ললিত মোদী (Lalit Modi)। পডকাস্ট অনুষ্ঠানে তার ক্লিপ’ও রেখেছেন প্রাক্তন অজি অধিনায়ক। চড় মারার পরেও শ্রীশন্থের দিকে তেড়ে এসেছিলেন হরভজন, দেখা গিয়েছে ভিডিও’তে। মাহেলা জয়বর্ধনে, ইরফান পাঠানের মত খেলোয়াড়রা কোনোক্রমে পরিস্থিতি সামলেছিলেন সেদিন। দিনকয়েক আগে রবিচন্দ্রণ অশ্বিনের পডকাস্ট অনুষ্ঠানে ‘স্ল্যাপগেট’ নিয়ে মুখ খুলেছিলেন হরভজন (Harbhajan Singh) স্বয়ং। তিনি এখনও অনুতপ্ত, জানিয়েছিলেন ভাজ্জি। বলেন, “যা ঘটেছিলো তা ঠিক ছিলো না। আমার ওটা করা উচিৎ নয় নি। আমি ২০০ বার ক্ষমা চেয়েছি। এতটাই খারাপ লেগেছিলো যে এত বছর পরেও যখনই কোনো সুযোগ বা মঞ্চ পেয়েছি আমি ক্ষমা চেয়ে চলেছি। ওটা ভুল ছিলো। আমরা সকলেই ভুল করি এবং আশা রাখি যে পুরনো ভুল আর না করার।”

দেখে নিন সেই বিতর্কিত ভিডিও-

ললিত মোদীকে আক্রমণ শ্রীশন্থের স্ত্রী’র-

Harbhajan Singh and S Sreesanth | Image: Twitter
Harbhajan Singh and S Sreesanth | Image: Twitter

আঠারো বছরের পুরনো ঘটনাকে যেভাবে ফের সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে জায়গা করে দিয়েছেন ললিত মোদী ও মাইকেল ক্লার্ক, তাতে ঘোর অস্বস্তিতে শ্রীশন্থের পরিবার। ট্যুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁর  স্ত্রী ভুবনেশ্বরী। তিনি লিখেছেন, “ললিত মোদী ও মাইকেল ক্লার্ক-আপনাদের লজ্জা হওয়া উচিৎ। নিজেদের সস্তা জনপ্রিয়তা ও ভিউয়ের জন্য যেভাবে ২০০৮-এর একটি ঘটনাকে নিয়ে টানাহ্যাঁচড়া চালাচ্ছেন, তাতে আপনাদের অমানুষ বলতে বাধ্য হচ্ছি। শ্রীশন্থ এবং হরভজন-দু’জনেই ঐ ঘটনাকে ভুলে সামনে এগিয়ে গিয়েছেন। ওঁরা দু’জনের সন্তানই এখন স্কুল যায়। কিন্তু তাও একটা পুরনো ঘা আপনারা খুঁচিয়ে দিতে চাইছেন। একদমই জঘন্য, হৃদয়হীন এবং অমানবিক (কর্মকাণ্ড)।” শ্রীশন্থ বা হরভজন (Harbhajan Singh) অবশ্য কোনো প্রতিক্রিয়া এখনও দেন নি ঐ ভিডিও প্রসঙ্গে। মোদী বা ক্লার্কের উদ্দেশ্যেও কিছু বলেন নি তাঁরা।

Also Read: ভারতীয় ক্রিকেটে বড় ধাক্কা, বিশ্বকাপের আগেই অবসরের ঘোষণা রোহিত শর্মার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *