দুসরা’র ঘূর্ণিতে বাইশ গজ মাতাবেন হরভজন সিং, অবসর ভেঙে ফের মাঠে টার্বুনেটর !! 1

হরভজন সিং, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একাধিক গৌরবগাথার সাথে নাম জড়িয়ে তাঁর। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে টেস্ট অভিষেক হয়েছিলো তাঁর। এর পর প্রায় দুই দশক ভারতীয় দলের জার্সিতে নিজের সেরাটা দিয়েছেন হরভজন (Harbhajan Singh)। মূলত অফস্পিনার হলেও দলের প্রয়োজনে ব্যাট হাতেও একাধিকবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে তাঁকে। তিন ফর্ম্যাটেই খেলেছেন দাপটের সাথে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক ইডেন টেস্ট জয়ের অন্যতম কারিগর হরভজন (Harbhajan Singh)। দ্রাবিড়-লক্ষ্মণের ব্যাটে হার এড়িয়েছিলো ভারত। চতুর্থ ইনিংসে দুর্দান্ত হ্যাট্রিকে অজি শৌর্য্যের মিনারের আঘাত এনে জয় তুলে আনেন সতীর্থদের আদরের ‘ভাজ্জি’ই।

১৯৯৮ থেকে ২০১৫ অবধি বিস্তৃত হরভজনের টেস্ট কেরিয়ার। তিনি ১০৩ টেস্টে নিয়েছেন ৪১৭ উইকেট। করেছেন ২২২৫ রান। ২৩৬ একদিনের ম্যাচে হরভজনের সংগ্রহ ২৬৯ উইকেট। দেশের জার্সিতে ২৮টি টি-২০ ম্যাচও খেলেছেন তিনি। ২০০৬ থেকে ২০১৬ অবধি বিস্তৃত আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে হরভজনের শিকার ২৫টি। ২০১৬তে জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেও ২০২১ অবধি আইপিএলে (IPL) অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্সের মত দলের হয়ে একাধিকবার ট্রফিও জিতেছেন তিনি। ২০২১ সালে পাকাপাকিভাবে যখন অবসর ঘোষণা করেছিলেন তখন দুঃখ পেয়েছিলেন হরভজনের অগণিত অনুরাগীরা। অবশেষে তাঁদের এক সুখবর শুনিয়েছেন ‘ভাজ্জি।’ কানাডার গ্লোবাল টি-২০ লীগে ফের বল হাতে দেখা যাবে তাঁকে।

Read More: Asia Cup 2023: ভারতীয় দলের মসনদে ফিরছেন MS ধোনি, সুতোয় ঝুলছে অধিনায়ক রোহিতের ভাগ্য !!

কানাডার লীগে মাঠে ফিরছেন হরভজন সিং-

Harbhajan Singh | Image: Twitter
Harbhajan Singh | Image: Twitter

ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের দুনিয়া নতুন নয় হরভজনের (Harbhajan Singh) কাছে। এর আগে আইপিএলে ২০০৮ থেকে ২০২১ অবধি খেলেছেন তিনি। ১৬৩ ম্যাচে নিয়েছেন ১৫০ উইকেট। বিসিসিআই-এর চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অন্য দেশের টি-২০ লীগে খেলতে ছাড়পত্র দেয় না ভারতীয় বোর্ড। অবসরের পর তাই বাইরের দেশের লীগে নাম লেখানোর প্রবণতা দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। গতকালই জানা গিয়েছিলো লঙ্কা প্রিমিয়ার লীগে (LPL) নাম লিখিয়েছেন সুরেশ রায়না (Suresh Raina)। ১৪ জুন নিলামের টেবিলে ওঠার কথা তাঁর নাম। এবার রায়নার দেখানো পথেই হাঁটলেন ভারতীয় ক্রিকেটের আরও এক কিংবদন্তী ক্রিকেটার। কানাডার গ্লোবাল টি-২০ লীগে নাম লেখালেন হরভজন সিং (Harbhajan Singh)। ভারতের জার্সিতে ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপ জয়ী হরভজন খেলবেন ব্রাম্পটন উলভসের (Brampton Wolves) হয়ে। প্রসঙ্গত হরভজনের আগেও গ্লোবাল টি-২০ লীগে অংশ নিতে দেখা গিয়েছিলো আরও এক ভারতীয় নক্ষত্রকে। টরেন্টো ন্যাশনালস (Toronto Nationals) জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন বিশ্বকাপের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ পুরষ্কারজয়ী যুবরাজ সিং (Yuvraj Singh)।

তারার মেলা গ্লোবাল টি-২০ টুর্নামেন্টে-

Chris Gayle, Yuvraj Singh | Harbhajan Singh | Image: Twitter
Chris Gayle, Yuvraj Singh | Image: Twitter

আইপিএলের দেখানো পথে হেঁটে বিভিন্ন দেশে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা। পিছিয়ে নেই কানাডার মত আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্র বিশেষ পাত্তা না পাওয়া দেশও। তাদের দেশের গ্লোবাল টি-২০ টুর্নামেন্ট অল্প দিনেই বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। ২০১৮ সালে শুরু হয়েছিলো এই প্রতিযোগিতা। দুই বছর চলার পর করোনা অতিমারির কারণে বন্ধ রাখতে হয়েছিলো। এবার আবার ঝাঁপ খুলছে তারা। স্বল্প সময়ে ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum), স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নার (David Warner), আন্দ্রে রাসেল (Andre Russell), যুবরাজ সিং (Yuvraj Singh), লাসিথ মালিঙ্গার (Lasith Malinga) মত আন্তর্জাতিক স্তরের বহু নামী তারকাকে চাক্ষুস দেখার সুযোগ হয়েছে কানাডার এই লীগের। এই বছর ২০ জুলাই থেকে ৬ অগস্ট অবধি চলবে টুর্নামেন্ট। ৪২ বছরের হরভজনের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেবেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলও (Chris Gayle)। বছর ৪৩-এর গেইল আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নিলেও খেলবেন গ্লোবাল টি-২০ প্রতিযোগিতা। মিসিসিওয়াঙ্গা প্যান্থার্সের জার্সিতে দেখা যাবে তাঁকে।

Also Read: TOP 3: উইন্ডিজের বিরুদ্ধে ODI সিরিজে নেই রোহিত শর্মা, এই ৩ তরুণ তুর্কি হতে পারেন শুভমানের ওপেনিং পার্টনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *