ভাজ্জি খেলবেন না এবারের আইপিএল, জল্পনা ওড়ালো চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ 1

 

আইপিএল খেলার উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে আসার পর থেকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংস দলের।টুর্নামেন্টর আয়োজকদের তরফে জারি করা সমস্ত রকমের নিয়ম অনুসরণ করলেও তিন বারের চ‍্যাম্পিয়ান এই আইপিএল দলের তেরো জন সদস‍্যের সম্প্রতি করোনা টেস্টের রিপোর্ট এসেছিলো পজিটিভ ।অথচ টুর্নামেন্ট শুরু হতে বাকী নেই আর বেশিদিন।

একদিকে যখন এই খবর সমস্যায় ফেলেছে গোটা দলকে,তখন সেই সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছিলো টুর্নামেন্ট শুরু’র আগে হঠাৎ করে দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার সুরেশ রায়না‌’র সড়ে দাড়ানো ।এরপর শোনা যাচ্ছিলো এবার টুর্নামেন্টে না খেলতে দেখতে যেতে পারে হরভজন সিং’কে।অবশেষে এ বিষয়ে মৌনতা ভঙ্গ করলো চেন্নাই কর্তৃপক্ষ।
সুরেশ রায়নার পর এখন এই তারকা ভারতীয় খেলোয়াড়, চেন্নাইয়ের হয়ে খেলবেন না এই মরশুম

এর আগে দুবাই আসার আগে চেন্নাইয়ে আয়োজিত দলের পাঁচদিনের ট্রেনিং ক‍্যাম্পে যোগ দেননি ভাজ্জি।এখনও অবধি তিনি যোগ দেননি দলের সঙ্গে মরু দেশে।তাই তার এবারের আইপিএলে না খেলা ঘিরে সুতীব্র হয়েছে জল্পনা।

“ওঁর ১ লা সেপ্টেম্বর দলের সাথে যোগ দেওয়ার কথা ছিলো।কিন্তু সে এসে পড়েনি।আমরা এখনও জানিনা সে কবে আসবে অথবা আদৌ আসবে কিনা।আমাদের এখনও কিছুই জানাই নি ও এবিষয়ে।তবে ওর এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার খবর ভিত্তিহীন।খালি জল্পনা মাত্র”, এমনটাই জানিয়েছেন চেন্নাই কর্মকর্তা।
ভাজ্জি খেলবেন না এবারের আইপিএল, জল্পনা ওড়ালো চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ 2

সহ অধিনায়ক নিজেকে টু্র্নামেন্ট থেকে সরিয়ে নেওয়া ইতিমধ্যে সমস্যায় পড়েছে চেন্নাই।এরপর যদি এই অভিজ্ঞ ভারতীয় স্পিনার নিজেকে সরিয়ে নেন এই টুর্নামেন্ট থেকে তাহলে সেই সমস্যা আর দ্বিগুণ হবে।ইতিমধ্যে প্রশ্ন উঠেছে রায়নার অবর্তমানে কে খেলবে দলের তিন নম্বর পজিশনে যার উত্তর এখনো খুঁজে পাইনি দল।এবার যদি হরভজন সিং না খেলেন এবারের টুর্নামেন্টে তাহলে স্বাভাবিক ভাবেই সমস্যা বাড়বে দলের স্পিন বিভাগে।

ভাজ্জি খেলবেন না এবারের আইপিএল, জল্পনা ওড়ালো চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ 3

মরুদেশে আয়োজন হতে চলেছে এবারের আইপিএল।তাই স্বাভাবিক ভাবেই যে দলের স্পিন বোলিং বিভাগ যতোটা শক্তিশালী, সেই দল এবার অনেকটাই এগিয়ে থাকবে টুর্নামেন্টে।এক্ষেত্রে চেন্নাই দলের স্পিন বিভাগ দারুণ শক্তিশালী।দলে আছে ইমরান তাহির, পিযুষ চাওলা,কার্ন শর্মা, রবীন্দ্র জাদেজা, মিচেল স‍্যান্টনারের মতো স্পিনারেরা।

প্রসঙ্গত, ইতিমধ্যে স্বস্তির নিশ্বাস ফেলেছে ধোনিরা।মঙ্গলবার তেরো জন সদস্য, যাদের আগের বার করোনা রিপোর্ট এসছিলো পজিটিভ, তাদের প্রত‍্যোকের নতুন টেস্টের রিপোর্ট এসেছে নেগেটিভ।আগামী ৪ ই আগষ্ট আরও একবার টেস্ট করা হবে গোটা চেন্নাই দলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *