Shubman Gill: ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও অবধি টেস্ট সিরিজে ২-১ ফলে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। লিডসে প্রথম ম্যাচে হারলেও এজবাস্টনে সামলে নিয়েছিলো তারা। দ্বিতীয় টেস্ট জিতেছিলো ৩৩৬ রানের ব্যবধানে। কিন্তু লর্ডসে ফের ভাগ্য বিরুদ্ধে গিয়েছে ‘মেন ইন ব্লু’র। দুর্দান্ত লড়াই করেও শেষমেশ তারা হেরেছে ২২ রানের ব্যবধানে। আগামী ২৩ তারিখ থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলেছে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। তার আগে আতসকাঁচের নীচে ভারতের পারফর্ম্যান্স। বিশেষ করে চর্চা চলছে শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে। লর্ডসে অতি আগ্রাসী অবতারে দেখা গিয়েছিলো তাঁকে। বেন ডাকেটের দিকে আঙুল উঁচিয়ে কার্যত তেড়ে গিয়েছিলেন তিনি। সেই আগ্রাসনের ফল ভুগতে হলো কি ভারত’কে? প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে চাপের মুখে অনুজের পাশেই দাঁড়িয়েছেন অগ্রজ হরভজন সিং। শুভমানকে (Shubman Gill) সময় দেওয়া হোক আরও, সওয়াল টার্বুনেটরের।
Read More: চোটের জন্য ছিটকে গেছেন একাধিক তারকা , চতুর্থ টেস্টের আগে নতুন ভারতীয় দল ঘোষণা করলো বিসিসিআই !!
শুভমানে আস্থা রাখুন, আবেদন হরভজনের-

গত ডিসেম্বরে ভারতীয় দল’কে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। মে মাসে মাত্র পাঁচ দিনের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির মত দুই মহারথীও। সেই ধাক্কা সামলে গুছিয়ে উঠতে খানিক সময় লাগবে দলের, মনে করছেন হরভজন (Harbhajan Singh)। ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “এই দল ঠিক কতটা ভালো খেলেছে তার সঠিক ছবি ফলাফল থেকে ফুটে ওঠে না। আমি সফর শুরুর আগেও বলেছিলাম যে ওদের বড় তাড়াতাড়ি যে মূল্যায়ন না করা হয়। এই তরুণ দলের সক্ষমতা রয়েছে বিশ্বসেরা হয়ে ওঠার। বার্মিংহ্যামে যে ম্যাচটা ওরা জিতলো-সেটা অসাধারণ ছিলো। লর্ডসেও ভারত জিততে পারত। ওরা খুব কাছাকাছি ছিলো। এই সিরিজ থেকে ওরা অনেক কিছু শিখবে। এত তাড়াতাড়ি ওদের মূল্যায়ন করতে বসে লাভ নেই।”
চলতি সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের (Shubman Gill) ব্যাটিং গড় ছিলো ১৪.৬৬। তিন টেস্ট খেলে ৮৮ রান করেছিলেন তিনি। আদৌ ডিউক বলের বিরুদ্ধে সফল হবেন? সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। পারফর্ম্যান্স দিয়েই জবাব দিয়েছেন ফাজিলকার তরুণ। ইতিমধ্যেই ৬০০’র বেশী রান করে ফেলেছেন তিনি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হরভজন সিং (Harbhajan Singh)। বলেছেন, “শুভমান গিল একজন বড় খেলোয়াড় আর ও আগামীতে ভারতীয় দলের একজন স্তম্ভ হয়ে উঠবে। কতজন ভারতীয় ব্যাটার ইংল্যান্ডে এসে এভাবে দাপট দেখাতে পেরেছে? ওর অবশ্যই সেই দক্ষতা রয়েছে। আমি কখনও আন্তর্জাতিক ক্রিকেটে ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি নি। ওর ভিতটা খুব ভালো। ওর বাবা ওর পিছনে প্রচুর পরিশ্রম করেছেন। শুভমানকে একই জিনিস হাজার বার অভ্যাস করাতেন। ও যখন খেলে তার প্রতিফলন দেখা যায়।”
নিজের পথ খুঁজে নেবেন শুভমান, আশায় ভাজ্জি-

ভারতীয় টেস্ট দলের ৩৭তম অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। ইতিমধ্যেই তুলনা শুরু হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলির (Virat Kohli) মত বিগত দিনের তারকাদের সঙ্গে। সেই পথে হাঁটতে রাজী নন হরভজন। নিজের মত করে এগোন শুভমান, চাইছেন তিনি। সাক্ষাৎকারে জানিয়েছেন, “সবার পদ্ধতিগুলো আলাদা আলাদা হয়। তাদের স্বভাব আলাদা হয়, চরিত্র ভিন্ন হয়। শুভমান গিল কখনোই (সৌরভ) গঙ্গোপাধ্যায়, বিরাট (কোহলি) বা (মহেন্দ্র সিং) ধোনি হতে পারবে না। ওরা সবাই আলাদা। ওকে কেবল নিজের সেরা সংস্করণটা হয়ে উঠতে হবে। আর ওর মধ্যে সেই সক্ষমতা রয়েছে। ও শিখে নেবে। আমি আপনাকে বলছি যে ও শুধু ভারতকে ভালোভাবে নেতৃত্বই দেবে না বরং ভারতকে বিশ্বসেরা করতে তুলবে।”