Hanuma Vihari: বেশ জমে উঠেছে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। প্রথম দুই সিজিনেরই ফাইনালে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়াকে। যদিও ট্রফির থেকে দূরেই থাকতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। প্রথম সিজিনে নিউজিল্যান্ডের কাছে পরাজয় এবং দ্বিতীয় সিজিনে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় টিম ইন্ডিয়াকে ধরাশায়ী করে দিয়েছে। তবে, ২০২০-২১ মরশুমে ভারতের ঘুরে দাঁড়ানো শুরু হয়েছিল যখন বর্ডার গাভাস্কার ট্রফি জেতে থেকে। আর ওই জয়ের পিছনে সবথেকে বড় নাম হল হনুমা বিহারি (Hanuma Vihari)। সিডনিতে তৃতীয় টেস্ট ম্যাচে ১৬১ বলে তিনি অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে ম্যাচ বাঁচিয়েছিলেন হনুমা। ওই ইনিংসের পর তিনি ভারতীয় ভক্তদের স্মরণেও রয়েছেন। আসলে ওই ম্যাচে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন, কিন্তু তারপরেও খেলে গিয়েছিলেন এবং বাঁচিয়েছিলেন টিম ইন্ডিয়ার জন্য ম্যাচ।
Read More: WI vs IND: “বিরাট ভাই একটু সিধে…” অভিষেকের দিনেই কোহলির ‘গাইড’ হলেন ঈশান কিষণ !!
ভালো পারফর্ম করেও পাচ্ছেনা সুযোগ
এমনকি গত মরশুমেও রঞ্জি দলের হয়েও একই ধরণের কাজ করেছিলেন। ভাঙ্গা হাত নিয়ে তিনি দুটো ইনিংস ব্যাট করেছিলেন। এক হাত দিয়েই তিনি চার মারেন, যদিও তার এসব ইনিংস দৃষ্টি আকর্ষণ করেনি নির্বাচকদের। এমনকি, জাতীয় দলে বরাবরই তিনি বিকল্প হিসেবে থেকে গিয়েছেন। বর্তমানে তিনি দলীপ ট্রফি খেলছেন। দক্ষিণাঞ্চলকে তিনি ফাইনালে তুলেছেন এবং এই পরিস্থিতিতে তিনি জাতীয় দলে আবার চাইছেন ফিরতে। ভারতের হয়ে হনুমা বিহারি টেস্টে ২৯ ইনিংসে ৮৩৯ রান করেছেন। তার নামে পাঁচটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন। বরাবর ভালো খেললেও জাতীয় দল থেকে বাদ পড়েছেন। তবে, তিনি হল ছাড়ার পাত্র নন, তিনি ভারতীয় দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানেকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন।
রাহানে কে নিয়ে ভূয়সী প্রশংসা করলেন হনুমা
রাহানে এবারের ডোমেস্টিক ফরম্যাট ও আইপিএল থেকে জাতীয় দলে কামব্যাক করেছেন। পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) তার পারফরম্যান্স আবার জাতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ৩৩ বছর বয়সে দলে ফিরে আসার ঘটনা অনুপ্রাণিত করেছে হনুমাকে। একটি সাক্ষাৎকারে তিনি মন্তব্য করে বলেন, “সব সময় কাম ব্যাক করা কঠিন, একবার বাদ পড়ে গেলে তো আর কোন কথাই নেই। মানসিক দিক থেকে এটা সমস্যা তৈরি করে। গত মরশুম থেকে আমি এই সমস্যায় ভুগছি। তবে, আমি আমার সেরাটা দিতে চাই। গত ১২ বছর ধরে সেটাই করতে চাই। নিজের রাজ্য বা জোনের হয়ে আমি সেরাটা দেব।” দলে কামব্যাক করা নিয়ে মন্তব্য করে বলেন, “আমি মনে করি কামব্যাকের সুযোগ আছে অবসর পর্যন্ত। আমার বয়স এখন ২৯ বছর এবং ৩৫ বছর বয়সে অজিঙ্কা রাহানে কাম ব্যাক করেছেন এমনকি আমি মনে করি যে টেস্টে দেশের হয়ে অনেক কিছু দিতে পারব।”