IPL 2025: বাদ সিরাজ, এন্ট্রি নিচ্ছেন তারকা পেসার, প্রকাশ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাতের একাদশ !! 1

IPL 2025: আবার একবার পরাজয় দিয়েই শুরু হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের আইপিএল যাত্রা। চেন্নাইয়ের ঘরের মাঠে নাস্তানাবুদ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দ্বিতীয় ম্যাচটি ২০২২ আইপিএলের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স দলের মুখোমুখি হতে চলেছে। এদিনের ম্যাচটি গুজরাতের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। গুজরাতের মাঠে ইতিমধ্যে টাইটান্স দল তাদের প্রথম ম্যাচটি পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে খেলে ফেলেছিল। প্রথম ম্যাচে অবশ্য জিততে ব্যার্থ হয়েছিল গুজরাত দল।

পরাজয় দিয়েই দুই দল তাদের আইপিএল অভিযান শুরু করেছে। আইপিএলের সফল দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স (MI), তাদের কাছে রয়েছে ৫টি আইপিএল শিরোপা, অন্যদিকে গুজরাত টাইটান্স একটি আইপিএল শিরোপা জয় করেছিল। গুজরাতের প্রথম শিরোপা হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে এসেছিল। দুই দল এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অভিপ্রায় নিয়েই মাঠে নামতে চলেছে। প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়াকে ছাড়াই নামতে হয়েছিল মুম্বাই দলকে, তবে গুজরাতের বিরুদ্ধে হার্দিককে আবার দেখতে পাওয়া যাবে।

সুদর্শন-গিলের উপরেই থাকবে গুরু দায়িত্ব

Shubman Gill and Sai Sudarshan,ipl 2025
Shubman Gill and Sai Sudarshan | Image: Getty Images

গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স এবছর তাদের প্রথম ম্যাচটি গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে চলেছে। এবারের আইপিএলে এই স্টেডিয়ামে ইতিমধ্যেই একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। যে ম্যাচে দুই দলের পক্ষ থেকেই রানের বৃষ্টি দেখতে পাওয়া গিয়েছিল। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা এদিন গুজরাতের মাঠে রানের ব্রিয়াটি দেখতে পাওয়া যাবে। পিচের কথা মাথায় রেখে গুজরাত শুরুতে সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শুভমান গিলকে (Shubman Gill) বেছে নিতে চাইবে। প্রথম ম্যাচেই দুজনকে বেশ ছন্দে দেখা গিয়েছিল। পাঞ্জাবের বিরুদ্ধে অর্ধ-শতরান এসেছিল সুদর্শনদের ব্যাট থেকে। অন্যদিকে, শুভমান গিল মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে বরাবর ভালো প্রদর্শন দেখিয়ে থাকেন। তাই দুই ওপেনারের উপর দলের গুরু দায়িত্ব থাকবে।

নতুন ভূমিকায় জস বাটলার

Ipl 2025
Jos Buttler | Image: Getty Images

তিনে ব্যাটিং করতে দেখা যাবে জস বাটলারকে (Jos Buttler)। বহু বছর ধরে ওপেনার হিসাবে জসকে দেখতে পাওয়া গিয়েছিল, তবে এবার জসকে গুজরাতের জার্সিতে তিনে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে অর্ধ-শতরান দেখতে পাওয়া গিয়েছিল। গুজরাত দলের মিডিল অর্ডারের দায়িত্বে থাকবেন শেরফেন রাদারফোর্ড, প্রথম ম্যাচে গুজরাতের জার্সিতে বেশ প্রভাব ফেলেছিলেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে তাকে আগ্রাসী ব্যাটিং করতে দেখতে পাওয়া যাবে। পাঁচে ব্যাটিং করতে আসবেন শাহরুখ খান (Shahrukh Khan)। এবার গুজরাত টাইটান্স তাকে ৪ কোটি টাকা দিয়ে আনক্যাপ্ড খেলোয়াড় হিসেবে রিটেন করেছিল। প্রথম ম্যাচে মাত্র একটি বল খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

বাদ পড়বেন সিরাজ

IPL 2025: বাদ সিরাজ, এন্ট্রি নিচ্ছেন তারকা পেসার, প্রকাশ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাতের একাদশ !! 2
Mohammed Siraj | Image: Getty Images

দলের ফিনিশারের ভূমিকায় রাহুল তেওটিয়া ও রশিদ খানকে (Rashid Khan) দেখতে পাওয়া যাবে। অলরাউন্ডার হিসাবে আরশাদ খান (Arshad Khan) থাকবেন। দলের স্পিন আক্রমণে আর সাই কিশোরকে দেখতে পাওয়া যাবে এবং পেসারদের মধ্যে কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা ও প্রসিদ্ধ কৃষ্ণকে দেখতে পাওয়া যাবে।

মুম্বইয়ের বিরুদ্ধে গুজরাতের সম্ভব্য একাদশ

শুভমান গিল (C), সাই সুদর্শন, জস বাটলার, শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওটিয়া, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাদা, আর সাই কিশোর, ইশান্ত শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ার- প্রসিদ্ধ কৃষ্ণ।

Read Also: “সমাজ মেয়েদেরই দুষবে…” ধনশ্রীর সমর্থনে এগিয়ে এলেন হাসিন, দিলেন জীবনকে উপভোগ করার পরামর্শ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *