GT vs KKR, IPL 2024 MATCH 63 TOSS REPORT in BENGALI: গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স টস রিপোর্ট !! 1

আজকের আইপিএলের (IPL 2024) মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস এবং কলকাতা নাইট রাইডার্স (GT vs KKR)। চলতি আইপিএলে একমাত্র দল হিসেবে প্লে অফের জন্য জায়গা নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। গৌতম গম্ভীর (Gautam Gambhir) মেন্টর হিসাবে দলে যোগ দিতেই দলের আত্মবিশ্বাস ফিরে এসেছে। বিগত দুই মৌসুম ধরে কলকাতা দলের পারফরমেন্স ছিল একেবারে সাধারন। তবে চলতি মৌসুমের প্রথম ম্যাচ থেকেই চ্যাম্পিয়নদের মতন পারফরমেন্স করছে কলকাতা। আজকের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে শীর্ষস্থান ধরে রাখার প্রচেষ্টা চালাবে কলকাতা শিবির। ১২টি ম্যাচ খেলেছে কলকাতা, ১২ ম্যাচে মিলেছে ৯টি জয়। গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কে পরাজিত করে প্লে অফের দৌড়ে বাকি দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে কলকাতা।

কলকাতার বাঁকি রয়েছে দুটি ম্যাচ, দুটিই তাদেরকে খেলতে হবে বিপক্ষ দলের ময়দানে। আজকের ম্যাচটি তাদের গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে হবে। গত মৌসুমে নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে কলকাতা দল গুজরাটের বিপক্ষে দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিয়েছিল এটিই ছিল কলকাতার, গুজরাটের বিরুদ্ধে একমাত্র জয়। এই মৌসুমে এখনো পর্যন্ত ২ দল এক বারও মুখোমুখি হয়নি। আজকে এই প্রথম তারা মুখোমুখি হতে চলেছে।

পয়েন্ট তালিকায় শীর্ষে কলকাতা নাইট রাইডার্স (KKR) বজায় থাকলেও ২০২২ সালের চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালের ফাইনালিস্ট গুজরাট টাইটানসের চলতি মৌসুমের পারফরম্যান্স খুবই সাধারণ ঠেকেছে। ১২ টি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচে জয় এসেছে শুভমান গিলের দলটির, গত ম্যাচে চেন্নাই সুপার কিংস কে হারিয়ে আত্মবিশ্বাস জড়ো করেছে গুজরাট। আজ কলকাতায় বিরুদ্ধে পরাজিত হলে তাদেরকে মুম্বাই এবং পাঞ্জাবের মতন তৃতীয় দল হিসেবে আইপিএল ২০২৪ এর মঞ্চ থেকে বিদায় নিতে হবে।

GT vs KKR, IPL 2024 MATCH 63, PITCH and WEATHER REPORT

Ipl 2024
Narendra Modi Stadium | Image: Getty Images

নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। চলতি মৌসুমে ঘরের মাঠে শেষবারের জন্য নামতে চলেছে গুজরাট দলটি। যদিও প্রথম কোয়ালিফায়ার এবং এলেমিনেটর ম্যাচটি এখানেই খেলা হবে। গুজরাটের উইকেটের কথা বলতে গেলে এখানে উইকেট রীতি মতন ব্যাটসম্যানদের সদয় থাকে, তবে চলতি মৌসুমের বেশ কয়েকটি ম্যাচে ধীর গতির উইকেট লক্ষ্য করা গিয়েছে। তবে গত ম্যাচে চেন্নাই এর বিরুদ্ধে দুই ইনিংসেই রান দেখা গিয়েছিল। আজকের ম্যাচেও ভরসা করা যায় উইকেটে রান দেখতে পাওয়া যাবে। তবে গুজরাটের উইকেটে বরাবরই ধীরগতির বোলারদের পক্ষে সহায়তা করেছে। দুই দলেই স্পিনারদের তারতম্য থাকায় আজকের ম্যাচটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।

আহমেদাবাদের আজকে সর্বাধক ৪১ ডিগ্রি তাপমাত্রা লক্ষ করা গিয়েছে এবং রাতের বেলায় সর্বনিম্ন ২৯ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আহমেদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখার সম্ভাবনা রয়েছে এবং বাতাসে ৩৮ শতাংশ আপেক্ষিক আদ্রতা লক্ষ করা যাবে। পাশাপশি ৫ কিমি/ঘন্টা বেগে বাতাস বইবে।

GT vs KKR, IPL 2024 MATCH 63, দুই দলের একাদশ

কলকাতা নাইট রাইডার্স – ফিলিপ সল্ট (WK), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (C), রিংকু সিং, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

গুজরাট টাইটান্স – শুভমান গিল (C), সাই সুধারসন, শাহরুখ খান, ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড (WK), রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, নূর আহমেদ, উমেশ যাদব, মোহিত শর্মা, কার্তিক ত্যাগী।

টসের পর ক্যাপ্টেনের মন্তব্য

শুভমান গিল –

 

শ্রেয়স আইয়ার –

 

আজকের টসটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭.০০ ঘটিকায় নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে

Read Also: IPL 2024: রণক্ষেত্র মুম্বই ইন্ডিয়ান্স সাজঘর, হার্দিক পান্ডিয়ার সাথে তিলক বর্মার বিবাদ চরমে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *