আগামী IPL-এর আগেই ছাঁটাই হচ্ছে গুজরাটের ক্যাপ্টেন, বড় সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের !! 1

আইপিএলের (IPL) নতুন মরসুম শুরুর আগেই গুজরাট টাইটান্স (Gujarat Titans) শিবিরে বড়সড় আলোড়ন। ক্রিকেট মহলে জোর গুঞ্জন, দলটি নাকি তাদের অধিনায়ককে ছাঁটাই করতে চলেছে। ২০২৪ সালের আইপিএলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে গেলে গুজরাট দলের অধিনায়ক হয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। শুভমানের নেতৃত্বে প্রথম মৌসুমে ভালো ফল পায়নি দল, এরপর ২০২৫’এর আইপিএলে গুজরাট এলিমিনেটর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। গুজরাট দলে হার্দিক বা শুভমান ছাড়াও আরও একজন ক্রিকেটার ছিলেন যিনি গুজরাট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। টিনা হলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান (Rashid Khan)। তিনি বর্তমানে আফগানিস্তান দলের অধিনায়কত্ব করে থাকেন।

প্রাক্তন ক্যাপ্টেনকে ছাড়ছে গুজরাত

Gt
Rashid Khan | Image: Getty Images

২০২৩ সালে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রশিদ। এবার সেই রশিদকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি। যদিও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে, সূত্রের দাবি আসন্ন আইপিএলের আগে, রশিদকে রিটেইন না করার দিকেই ঝুঁকছে ম্যানেজমেন্ট। রশিদ খান গুজরাট টাইটান্সের হয়ে বিগত কয়েক মরসুম ধরে খেলে আসছেন দারুণ পারফরম্যান্স করেছেন। তাঁর স্পিন মায়াজালে বহুবার ম্যাচের মোড় ঘুরেছে গুজরাটের পক্ষে। শুধু বোলার হিসেবেই নয়, শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলার ক্ষমতাও রয়েছে আফগানিস্তানের এই তারকা ক্রিকেটারের।

Read More: গৌতম গম্ভীরের মধ্যে গ্ৰেগ চ্যাপেলের ‘আত্মা’, এক ভুলেই ভেঙে চুরমার ভারতীয় ODI দল !!

তবে সূত্রের খবর অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি এবার বড় অঙ্কের বাজেট বাঁচাতে রশিদকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গুজরাট টিম ম্যানেজমেন্ট নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছে এবং দলের অন্যতম বড় ম্যাচ উইনারকে এই পরিস্থিতিতে বাদ দিতে চলেছে তাঁরা। গুজরাট টিম ম্যানেজমেন্ট নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছে এবং সেখানেই এই কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত মিলছে। গত মরসুমে শুভমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্সের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। প্লে-অফে পৌঁছালেও দলটির ব্যাটিং সম্পূর্ণ দলের টপ থ্রি ব্যাটসম্যানদের উপর নির্ভর করে ছিল।

মুম্বাই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারেন রশিদ

Gt, ipl
Rashid Khan | Image: Getty Images

তাছাড়া, স্পিন আক্রমণ সামাল দিয়েছিলেন সাই কিশোর। রশিদ খান বরঞ্চ এই দুই মৌসুমে সেভাবে ছন্দ দেখাতে পারেননি। অন্যদিকে, রশিদ খানের সম্ভাব্য রিলিজের খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির আগ্রহ তুঙ্গে। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স (MI) রশিদকে দলে টানতে মোরিয়া হয়ে রয়েছে। রশিদ মুম্বাই ভিত্তিক নানান ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিয়ে থাকেন। গত মৌসুমেও MI-এর সঙ্গে গুজরাটের রশিদ খানকে নিয়ে চর্চা চলছিল। যদিও গতবার মেগা নিলামের কারণেই রশিদকে টানতে পারেনি মুম্বাই। তবে এবার মুম্বাই ইন্ডিয়ান্স চেষ্টা চালাবে রশিদকে তাদের শিবিরে টানার।

Read Also: সেহবাগের পত্নীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বিতর্কে BCCI প্রেসিডেন্ট, গোপন ছবি ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *