government-allows-india-to-play-vs-pak-in-asia-cup

Asia Cup 2025: গত এপ্রিল মাসের ২২ তারিখ কেঁপে উঠেছিলো পহলগামের বৈশরণ উপত্যকা। পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিবর্ষণে প্রাণ হারান ২৬ জন। এর মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় নাগরিক আর একজন ছিলেন নেপালের। ৭ মে ভোররাতে নৃশংস এই হত্যাকাণ্ডের বদলা নেয় ভারতীয় সেনাবাহিনী। ক্ষেপনাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে অবস্থিত ৯টি জঙ্গিঘাঁটি। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর।’ ভারতের বুকে পাল্টা হামলা চালাতে চেষ্টা করেছিলো পাক সেনাও। কিন্তু সেই প্রচেষ্টা বিফল হয়। তবে ১০ তারিখ যুদ্ধবিরতি ঘোষণার আগে দফায় দফায় চলেছিলো সংঘর্ষ। এমনিতেই গত কয়েক বছরে তলানিতে ভারত-পাক সম্পর্ক । পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর বহুগুণ বেড়েছিলো কূটনৈতিক দড়ি-টানাটানি।

Read More: বন্ধ হচ্ছে ড্রিম ইলেভেন, সরকারী নিষেধাজ্ঞায় বিপুল লোকসানের সম্মুখীন বিসিসিআই !!

এশিয়া কাপ খেলতে বাধা নেই ভারতের-

IND vs PAK | Asia Cup | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

পাকিস্তানকে চাপে ফেলতে ইতিমধ্যেই সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে ভারত। পাক দূতাবাস থেকে অতিরিক্ত কর্মী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নয়াদিল্লী। এমনকি ভারতে থাকা পাক নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক আঙিনায় পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর চেষ্টাতেও ব্যপৃত মোদী সরকার। এহেন পরিস্থিতিতে এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া মাঠে নামবে না বলেই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ উল্টোছবি। এশিয়া কাপ খেলার ব্যাপারে সবুজ সংকেত দেয় বিসিসিআই। পাকিস্তানের সাথে একই গ্রুপে থাকার বিষয়েও আপত্তি করেন নি রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিলো দেশ জুড়ে। শহীদদের স্মৃতিকে সম্মান দাঁড়িয়ে সরে দাঁড়াক ভারত, আর্জি জানিয়েছিলেন অনেকে। দাবী উঠেছিলো সরকারী হস্তক্ষেপেরও।

২৪ জুলাই ঘোষিত হয়েছিলো এশিয়া কাপ (Asia Cup 2025) সূচি। গত মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। তারপরেও ভারত-পাক ম্যাচ নিয়ে মিটছিলো না বিতর্ক। আজ একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার।  দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা থাকলেও বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা থেকে ‘মেন ইন ব্লু’কে যে বিরত রাখা হবে না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে। “আন্তর্জাতিক ও বহুদলীয় টুর্নামেন্টগুলির ক্ষেত্রে ভেন্যু যাই হোক না কেন, আমরা কেন্দ্রীয় ক্রীড়াসংস্থাগুলির নীতি মেনে ও আমাদের ক্রীড়াবিদ্‌দের সুবিধা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে চাই।” কমনওয়েলথ গেমস, অলিম্পিক গেমসের মত বড় মাপের টুর্নামেন্টগুলি অদূর ভবিষ্যতে আয়োজন করতে আগ্রহী ভারত। তাই খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের ভিসা ও অন্যান্য আইনি ছাড়পত্র পেতে যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছে সরকার।

দেখুন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি-

হকি’র এশিয়া কাপে আসছে না পাক দল-

Pakistan Hockey Team Will Not Play Asia Cup in India | Image: Getty Images
Pakistan Hockey Team Will Not Play Asia Cup in India | Image: Getty Images

অগস্টের ২৯ তারিখ থেকে বিহারের রাজগিরে শুরু হচ্ছে হকির এশিয়া কাপ (Asia Cup)। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। নিরাপত্তাজনিত কারণে ভারতে আসতে অসম্মত হয়েছে পাকিস্তান দল। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে তারা। পড়শি দেশের পদক্ষেপে খুশি নন হকি ইন্ডিয়ার সচিব জেনেরাল ভোলা নাথ সিং (General Bhola Nath Singh)। তিনি জানিয়েছেন, “পাকিস্তান আসছে না কেন? আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। নিরাপত্তাব্যবস্থা হোক বা অন্যান্য পরিকাঠামো-ভারত সবদিক থেকেই পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে।” “ভারতে কোনো সমস্যা নেই,” জানিয়েছেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান কংগ্রেস বিধায়ক প্রগত সিং। এশিয়া কাপ (Asia Cup খেলতে আসছে না ওমান’ও। তবে নিরাপত্তাজনিত সমস্যা নয় বরং আর্থিক জটিলতার কারণে সরে দাঁড়াতে হচ্ছে তাদের। বদলি হিসেবে সু্যোগ দেওয়া হয়েছে বাংলাদেশ ও কাজাখস্তানকে।

Also Read: ভারতীয় দল নির্বাচনেও রাজনৈতিক হস্তক্ষেপ, এশিয়া কাপ স্কোয়াড নিয়ে তুঙ্গে বিতর্ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *