ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সকলের নজর কেড়ে নিয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। টেস্ট দলের উইকেটরক্ষক কে হবেন তা নিয়ে প্রশ্ন ছিলো কিছুদিন আগে অবধিও। ঋষভ পন্থ (Rishabh Pant)চোট পাওয়ার পর কে এস ভরতকে সুযোগ দিয়েছিলো টিম ইন্ডিয়া। কিন্তু পাঁচ ম্যাচ খেলেও নিজেকে স্টাম্পের পিছনে প্রতিষ্ঠা করতে পারেন নি ভরত (KS Bharat)। কে এল রাহুল (KL Rahul) আহত হওয়ায় ওয়ান ডে ক্রিকেটেও খালি হয়েছিলো উইকেটরক্ষক পজিশন। রাহুল এবং পন্থের অবর্তমানে কে হবেন উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ সে বিষয়ে উত্তর খুঁজছিলো টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই চিন্তা অনেকখানি দূর করলেন ঈশান কিষণ। টেস্ট ও ওয়ান ডে, ক্রিকেটের দুই ফর্ম্যাটেই ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের সম্ভাব্যদের তালিকায়।
Read More: Team India: উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় দেশ হিসেবে এই কীর্তিমান রচনা করতে চলেছে টিম ইন্ডিয়া !!
ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত ফর্মে ঈশান কিষণ-
ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্রুত রানের প্রয়োজন ছিলো ভারতীয় দলের। চার নম্বরে বিরাট কোহলির (Virat Kohli) বদলে ঈশান কিষণকে (Ishan Kishan) পাঠায় টিম ইন্ডিয়া। ঝোড়ো অর্ধশতক করেন তিনি। ৩২ বলে ৫৪ রান করে থাকেন অপরাজিত। এরপর একদিনের সিরিজেও অনবদ্য ক্রিকেট খেলেছেন তিনি। বার্বাডোজের কেনসিংটন ওভালে প্রথম ম্যাচে করেন ৫২। ঐ একই মাঠে দ্বিতীয় ম্যাচটিতে ভারত ৬ উইকেটে হারলেও ঈশানের ৫৫ রানের ইনিংস নজর কেড়েছিলো।
আর তৃতীয় ম্যাচে ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে ৬৪ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলতে দেখা যায় টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক- ব্যাটারকে। পঁচিশ বর্ষীয় ঈশানের (Ishan Kishan) ব্যাটে রানের বিস্ফোরণ তাঁকে জায়গা করে দিয়েছে খবরের শিরোনামে। ওয়েস্ট ইন্ডিজ সফরে সাফল্য যে দেশের পাশাপাশি বিদেশেও ঈশানের ভক্তসংখ্যা বাড়িয়েছে কয়েকগুণ তা বোঝা গেলো সম্প্রতি। মাঠেই ঈশানের প্রতি ভালোবাসা নিবেদন করলেন এক ক্যারিবিয়ান সুন্দরী।
ঈশানকে ভালোবাসা ব্যক্ত করলেন তরুণী-
ব্যাট হাতে ভালো পারফর্ম করে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন ঈশান কিষণ (Ishan Kishan)। দেশে তো বটেই, বিদেশের মাটিতেও তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তারই টুকরো দৃশ্য দেখা গেলো গত মঙ্গলবার ত্রিনিদাদে। খেলা শেষে দলের বাকি ক্রিকেটারদের সাথে মাঠ ছাড়ছিলেন ঈশান (Ishan Kishan)। যাওয়ার আগে অপেক্ষারত সমর্থকদের মধ্যে বিলোচ্ছিলেন অটোগ্রাফ। এমন সময় এক ক্যারিবিয়ান তরুণীর সাথে বেশ কিছুক্ষণ কথোপকথন চললো তাঁর। সিনিয়র ক্রীড়া সাংবাদিক বিমল কুমার গোটা আলাপচারিতা ভিডিও করে তুলে ধরেছেন আমজনতার সামনে।
তরুণী জানান ঈশান (Ishan Kishan) তাঁর পছন্দের ক্রিকেটার। প্রত্যুত্তরে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটারও। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত একদিনের সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া বাঁ-হাতি উইকেটরক্ষক-ব্যাটারের থেকে একটি জার্সি স্মারক হিসেবে চান তরুণী। কিন্তু তাঁর দাবী রাখতে পারেন নি ঈশান। স্মিত হেসে বলেন, “জার্সি নেই আমার কাছে। মাঠকর্মীকে দিয়ে দিয়েছি।” তবে আপাতত খালি হাতে ফেরালেও পরের বার যে সেই তরুণীর জন্য অবশ্যই জার্সি সাথে আনবেন তা জানিয়েছেন ঈশান (Ishan Kishan)। আজ ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমিতেই প্রথম টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। তরুণীকে দেওয়া কথা ঈশান রাখেন কিনা সেদিকে আগ্রহ থাকবে সকলের।