ind-vs-aus-2024-1st-test-match-report
IND vs AUS | Image: Getty Images

এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Team India)। গত বছরের ডিসেম্বরে টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। দিন সাতেক আগে হঠাৎ’ই অবসরের ঘোষণা করেন রোহিত শর্মা’ও (Rohit Sharma)। ইন্সটাগ্রামে আড়ম্বরহীন একটি স্টোরিতে জানিয়ে দেন সিদ্ধান্ত। ২৮০ নম্বর টেস্ট ক্যাপটির ছবি পোস্ট করে রোহিত লেখেন, “সকলকে জানাতে চাই যে টেস্ট থেকে অবসর নিচ্ছি আমি। সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিলো অত্যন্ত সম্মানের। এই যাত্রাপথে নিরন্তর সমর্থন ও ভালোবাসা যুগিয়ে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।” রোহিত সরে দাঁড়ানোর দিন পাঁচেকের মধ্যে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানানোর ঘোষণা করেছেন বিরাট কোহলিও (Virat Kohli)। তিন কিংবদন্তির বদলি খোঁজার দায়িত্বে এখন বিসিসিআই। সামনেই রয়েছে ইংল্যান্ড সফর। তার আগেই গুরুদায়িত্ব পালন করতে হবে আগরকারদের।

Read More: বিরাট-রোহিতের পর শামি’র টেস্ট অবসর নিয়েও শুরু জল্পনা, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া পেস তারকার !!

অধিনায়ক হচ্ছেন শুভমান, ডেপুটি পন্থ-

Shubman Gill and Rishabh Pant | Team India | Image: Getty Images
Shubman Gill and Rishabh Pant | Team India | Image: Getty Images

রোহিত (Rohit Sharma) সরে দাঁড়ানোয় আচমকাই জোড়া শূন্যতা তৈরি হয়েছে ভারতীয় টেস্ট স্কোয়াডে (Team India)। ওপেনারের পাশাপাশি এই মুহূর্তে নতুন অধিনায়ক কে হবেন তা নিয়েও ভাবতে হচ্ছে বোর্ড কর্তাদের। এতদিন সহ-অধিনায়ক পদে ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়াতে যে দু’টি টেস্ট রোহিত খেলেন নি সেখানেও দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু চোটপ্রবণ ফাস্ট বোলারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাঁকে দীর্ঘমেয়াদী নেতৃত্ব বা নেতৃত্বস্থানীয় অন্যান্য দায়িত্ব দিতে রাজী নয় বিসিসিআই। পরিবর্তে তাঁদের ভাবনায় রয়েছে তিনটি নাম-কে এল রাহুল, শুভমান গিল ও ঋষভ পন্থ। আসন্ন ইংল্যান্ড সফরে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আপাতত পাঞ্জাবের শুভমানই (Shubman Gill) এগিয়ে বলে খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। তরুণ তুর্কির হাত ধরেই নয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্র শুরু করুক দল, চায় বোর্ড।

সহ-অধিনায়ক পদ’ও হারাচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর বদলি হিসেবে আসন্ন ইংল্যান্ড সিরিজে দায়িত্ব পেতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। লাল বলের ফর্ম্যাটে দিল্লী দলকে নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া টি-২০ ফর্ম্যাটে দিল্লী ক্যাপিটালস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস এমনকি ভারতীয় দলেরও (Team India) অধিনায়কত্ব করেছেন তিনি। সেই অভিজ্ঞতা ভারতীয় টেস্ট দলের (Team India) সহ-অধিনায়ক হিসেবে সাহায্য করবে তাঁকে। চলতি আইপিএলে ব্যাট হাতে রান না পেলেও টেস্টে এখনও পর্যন্ত উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দলের প্রথম পছন্দ তিনিই। আসন্ন ইংল্যান্ড সফর তাঁর কাছে অগ্নিপরীক্ষা হতে পারে। ইতিপূর্বে ইংল্যান্ডের মাটিতে ৯ ম্যাচে ৩২.৭০ গড়ে ৫৫৬ রান করেছেন পন্থ। রয়েছে ২টি শতরান’ও। এবারের সিরিজে (IND vs ENG) সেই পরিসংখ্যান আরও উন্নত করার চেষ্টায় থাকবেন তিনি।

ওপেনার হওয়ার দৌড়ে অভিমণ্যু-সাই-

Abhimanyu Easwaran | Image: Getty Images
Abhimanyu Easwaran | Image: Getty Images

ওপেনার হিসেবে রোহিতের বদলি হওয়ার দৌড়ে রয়েছে বেশ কয়েকটি নাম। গত এক দশক ধরে ভারতের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্স করে যাচ্ছেন অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। ১০০’র বেশী প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বাংলা’র ক্রিকেটার। বেশ কয়েকবার জায়গা করে নিয়েছেন ভারতীয় স্কোয়াডেও (Team India)। এবার অবশেষে অভিষেকের সুযোগ পাবেন তিনি, আশায় অনেকে। সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর তরুণ সাই সুদর্শনেরও (B Sai Sudharsan)। বছর ২০’র তরুণ ইতিমধ্যেই রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেছেন। ইংল্যান্ডের মাঠে কাউন্টি খেলার অভিজ্ঞতা পক্ষে যাচ্ছে তাঁর। ফিট হয়ে উঠতে পারলে আলোচনায় জায়গা করে নিতে পারেন মহারাষ্ট্রের ঋতুরাজ গায়কোয়াড়’ও। এর আগে ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে নাম ছিলো তাঁর। যদিও সেই সময় ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

Also Read: সাদা বলের ক্রিকেটে নতুন যুগের সূচনা পাকিস্তানের, প্রাক্তন RCB দলের কোচ হলেন দলের ‘হেড স্যার’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *