সামনেই রয়েছে ভারতের (Team India) ইংল্যান্ড সফর। টেস্ট সিরিজের জন্য সম্ভাব্য ৩৫ জনের একটি তালিকাো বেছে নিয়েছিলেন বিসিসিআই-এর নির্বাচকেরা। ঠিক ছিলো যে এই ৩৫ জনের মধ্যে থেকেই চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করা হবে। সূত্র মারফত খবর মিলেছিলো যে ইংল্যান্ডেও অধিনায়ক হিসেবে দেখা যাবে রোহিত শর্মাকেই। কিন্তু যাবতীয় হিসেবনিকেশ উল্টেপাল্টে গিয়েছে গত কয়েকদিনে। আচমকাই লাল বলের ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন রোহিত (Rohit Sharma)। ৭ মে ইন্সটাগ্রাম স্টোরিতে টেস্ট ক্যাপের ছবি পোস্ট করে তিনি লেখেন, “সকলকে জানাতে চাই যে আমি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছি। সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থন যোগানোর জন্য ধন্যবাদ।” রোহিতের সিদ্ধান্তের পর নতুন নেতার খোঁজে ভারতীয় বোর্ড।
Read More: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আগেই এবার চেন্নাইয়ের এই তারকা নিলেন অবসর !!
অধিনায়ক শুভমান, ডেপুটি ঋষভ পন্থ-

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক ব্যর্থতার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তাদের পরবর্তী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে। বেন স্টোকসদের বিপক্ষেই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেরও সূচনা করতে চলেছে ‘মেন ইন ব্লু।’ ভারতীয় বোর্ডের কর্তারা চাইছেন নতুন প্রজন্মের কারও হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে। কে এল রাহুল, ঋষভ পন্থের মত তারকারা রেডারে থাকলেও বিসিসিআই-এর প্রথম পছন্দ শুভমান গিল (Shubman Gill)। জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি টি-২০ সিরিজে দেশের নেতৃত্ব এর আগে দিয়েছেন তিনি। এছাড়া আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে। তবে লাল বলের ফর্ম্যাটে ইতিপূর্বে নেতৃত্বের দায়িত্ব সামলান নি শুভমান।
নয়া অধিনায়কের পাশাপাশি ইংল্যান্ড সফরের আগে নতুন সহ-অধিনায়ক’ও বেছে নিতে চলেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে সেই দায়িত্ব পেতে পারেন উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনিও ইতিপূর্বে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টি-২০ সিরিজে ভারতের (Team India) অধিনায়কত্ব করেছেন। দিনকয়েকের মধ্যেই বৈঠক রয়েছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির। সেখানে চূড়ান্ত স্কোয়াড নির্বাচনের সাথে সাথেই নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নামে সরকারী সিলমোহর পড়ার সম্ভাবনা। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলিকে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তারকা ক্রিকেটার নিজে নাকি অবসরের ইচ্ছাপ্রকাশ করেছেন। বোর্ড চাইছে তাঁকে আটকে রাখতে। জল কোন দিকে গড়ায় তা নিয়ে রয়েছে কৌতূহল।
দায়িত্ব পেলেন না জসপ্রীত বুমরাহ-

গত দুই বছর টেস্টে রোহিত শর্মা’র ‘সেকেন্ড ইন কম্যান্ড’ ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে যে দু’টি টেস্ট রোহিত খেলেন নি সেখানে ব্লেজার গায়ে টস করতেও দেখা গিয়েছিলো তারকা ফাস্ট বোলারকে। অনেকেই ভেবেছিলেন যে ভারতের (Team India) পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে পূর্ণ সময়ের দায়িত্ব পাবেন তিনি। কিন্তু সেই পথে হাঁটছে না বিসিসিআই। বুমরাহ (Jasprit Bumrah) এই মুহূর্তে লাল বলের ফর্ম্যাটে দেশের সেরা ‘অ্যাসেট’ হলেও আদতে প্রচণ্ড চোটপ্রবণ। সদ্যই পিঠের চোট সারিয়ে মাঠে ফিরেছেন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই তাঁকে নেতৃত্ব বা নেতৃত্বস্থানীয় অন্য কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না বলে মনে করছে বিশেষজ্ঞমহল। বুমরাহকে আসন্ন সবক’টি টেস্টে না খেলানোরই ভাবনা রয়েছে বিসিসিআই-এর। বেছে বেছে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে মাঠে নামানো হতে পারে তাঁকে।