gill-sarfaraz-to-be-key-in-ind-vs-aus

IND vs AUS: সামনে ঠাসা ক্রিকেটসূচি রয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। চলতি মাসেই তারা মুখোমুখি হতে চলেছে বাংলাদেশের। তারপর থাকছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নভেম্বরে ঝটিকা টি-২০ সফরের পর সবচেয়ে বড় পরীক্ষায় অবতীর্ণ হবে ‘মেন ইন ব্লু।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে তারা উড়ে যাবে ক্যাঙারুদের দেশে। ২০১৭ সালের পর থেকে বর্ডার-গাওস্কর ট্রফির মালিকানা হারায় নি ভারত। দুইবার অজিদের ডেরায় গিয়ে হারিয়ে এসেছে তাদের। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য আপাতত। গত দুই ‘অ্যাওয়ে সিরিজের’ অন্যতম নায়ক চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) এবার স্কোয়াডে না থাকারই সম্ভাবনা। সেই শূন্যতা ঢাকতে কাদের উপর আস্থা রাখবে দল? সমাধান দিলেন দীনেশ কার্তিক।

Read More: দিন ফুরোচ্ছে রোহিত শর্মা’র, টেস্ট ও ওডিআই দলের নেতৃত্ব পাবেন MS ধোনির উত্তরসূরি !!

এক বছর দলের বাইরে রাহানে ও পূজারা-

Ajinkya Rahane and Cheteshwar Pujara | IND vs AUS | Image: Getty Images
Ajinkya Rahane and Cheteshwar Pujara | Image: Getty Images

এক দশকেরও বেশী সময় ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডার দুর্দান্তভাবে সামলেছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ঘরের মাঠে হোক বা বিদেশে, যখনই ভারত সমস্যায় পড়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁরা। কিন্তু বর্তমানে নিজেদের জায়গা হারিয়েছেন দুই তারকাই। এক বছরেরও বেশী সময় টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন তাঁরা। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে দেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ওভালের ব্যর্থতার পর আর ডাক পান নি। রঞ্জি খেলেছেন, সৌরাষ্ট্রের হয়ে বড় রান’ও করেছেন। কিন্তু নির্বাচকদের প্রত্যাশার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেন নি তিনি।

রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কোচের দায়িত্ব নেওয়ার পরেই টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ২০২১-এর নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরে ছাঁটাই করা হয় তাঁকে। বাদ পড়ার ১৬ মাস পর আচমকা কে এল রাহুল (KL Rahul) চোটের কারণে ফেরানো হয়েছিলো রাহানেকে। তিনিও খেলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। দুই ইনিংসে করেন ৮৯ ও ৪৬ রান। পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর হাতে ফেরানো হয়েছিলো সহ-অধিনায়কত্ব’ও। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্যর্থ হওয়ার পর আবারও কোপ পড়ে রাহানের (Ajinkya Rahane) উপরেও। রঞ্জি ট্রফি ও কাউন্টি ক্রিকেটে খেলেছেন তিনিও। কিন্তু জাতীয় দলে আর ফিরতে পারেন নি।

নতুন পূজারা-রাহানের সন্ধানে টিম ইন্ডিয়া-

Sarfaraz Khan and Shubman Gill | IND vs AUS | Image: Twitter
Sarfaraz Khan and Shubman Gill | Image: Twitter

এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় দল। সিনিয়রদের অনেকেই সরে দাঁড়াচ্ছেন আস্তে  আস্তে। নতুন মুখদের জায়গা করে দেওয়ার কথা ভাবছেন নির্বাচকেরা। রাহানে ও পূজারার মত অভিজ্ঞ তারকারা যে বোর্ডের ভাবনায় নেই তা স্পষ্ট দলীপ ট্রফির (Duleep Trophy) স্কোয়াড থেকেই। চার দলের কোনোটিতেই স্থান হয় নি তাঁদের। বদলে অভিমণ্যু ঈশ্বরণ, যশস্বী জয়সওয়াল, কুমার কুশাগ্র, রিকি ভুঁইদের সুযোগ দেওয়ার কথা ভেবেছে বিসিসিআই। সামনেই রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) অগ্নিপরীক্ষা। রাহানে ও পূজারার শূন্যস্থানে নিজেদের প্রতিষ্ঠা করে ফেলার সেটাই তরুণ তুর্কিদের কাছে আদর্শ সুযোগ বলে মনে করছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভমান গিল ও সরফরাজ খান’কে ভারতীয় মিডল অর্ডারের ভবিষ্যৎ বলে উল্লেখ করেছেন তিনি।

ওপেনিং-এ কেরিয়ার শুরু করেছিলেন শুভমান (Shubman Gill)। আপাতত খেলছেন তিনে। আর সরফরাজের (Sarfaraz Khan) পছন্দের পজিশন পাঁচ। তাঁদের দিকেই তাকিয়ে দীনেশ কার্তিক। জানান, “শুভমান গিল ও সরফরাজ খান, ওরা দু’জনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভালো পারফর্ম্যান্স করেছে এই বছরের গোড়ার দিকে। আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বিমানে ওরা দুজনেই অবশ্যই থাকবে এবং নিজেদের সেরাটাও দেওয়ার চেষ্টা করবে। ওরা অজিঙ্কা (রাহানে) ও পুজি (চেতেশ্বর পূজারা)র শূন্যস্থান পূরণ করতে পারবে কিনা সেটা আমরা দেখতে পারবো। বিরাট জুতোয় পা গলাতে হবে ওদের, কিন্তু ওদের মধ্যে সেই প্রতিভা ও দক্ষতা রয়েছে।” প্রসঙ্গত এর আগেও অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন শুভমান গিল। ছিলেন ২০২০-২১-এর সিরিজ জয়ী স্কোয়াডের অংশ। সরফরাজ যদি সুযোগ পান, তাহলে প্রথমবার খেলবেন স্টার্ক-কামিন্সদের বিপক্ষে।

Also Read: IND vs AUS: রাহানে-পূজারা’র বিদায় নিশ্চিত, অস্ট্রেলিয়া সফরে এই ১৬ জন পাচ্ছেন গ্রিন সিগন্যাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *