gill-sai-and-jaiswal-in-asia-cup-plans

এশিয়া কাপ (Asia Cup 2025) আদৌ আয়োজিত হবে কিনা তা নিয়েই একটা সময় ছিলো ঘোর অনিশ্চয়তা। পহলগাম সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর তলানিতে ভারত-পাক সম্পর্ক। এমতাবস্থায় দুই দেশ এশিয়া কাপের আসরে একে অপরের মুখোমুখি হবে না বলেই ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু পরিস্থিতি বদলেছে গত তিন মাসে। বিসিসিআই-এর সবুজ সংকেত পাওয়ার পর গত ২৪ জুলাই সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ২৮ সেপ্টেম্বর অবধি। ইতিমধ্যেই এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে ভারতীয় বোর্ডের অন্দরে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষের দিকেই সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করতে পারে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তারুণ্য আর অভিজ্ঞতার ভারসাম্য বজায় রেখেই বেছে নেওয়া হবে দল।

Read More: বুমরাহ বিহীন ভারত‌ই অধিক ভয়ঙ্কর, প্রমান দিল ইংল্যান্ড সিরিজ !!

ফিরছেন শুভমান, প্রত্যাবর্তন যশস্বী-সাইয়ের-

Shubman Gill and Yashasvi Jaiswal | Asia Cup | Image: Getty Images
Shubman Gill and Yashasvi Jaiswal | Image: Getty Images

গত বছরের অগস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার টি-২০ ক্রিকেটে দেশের জার্সিতে দেখা গিয়েছিলো যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল’কে (SHubman Gill)। সাই সুদর্শন টি-২০তে সুযোগ পেয়েছিলেন ২০২৪-এর জুলাইতে। জিম্বাবুয়েতে একটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এরপর বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজ খেলেছে ‘মেন ইন ব্লু।’ কিন্তু স্কোয়াডে রাখা হয় নি তাঁদের। তবে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর যে এশিয়া কাপের (Asia Cup 2025) ভাবনায় রয়েছেন ২০২৫-এর আইপিএলে নজর কেড়েছিলেন তিন তরুণ। সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি মাথায় উঠেছিলো সাইয়ের (Sai Sudharsan)। ৭৫৯ রান করেছিলেন তিনি। ৬৫০ রান করে চতুর্থ সর্বোচ্চ স্কোয়ার ছিলেন শুভমান। যশস্বীর ব্যাট থেকে এসেছিলো ৫৫৯। সেই ফর্মের সৌজন্যেই আসন্ন টি-২০ টুর্নামেন্টের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিতে পারেন তাঁরা।

তবে তিন তরুণের প্রত্যাবর্তনের খবর সামনে আসার পর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে ভারতের টিম কম্বিনেশন নিয়ে। গত বছর টপ-অর্ডারে খেলেছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা’র মত ক্রিকেটার। দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন সকলেই। বাংলাদেশ ও দক্ষিণ সিরিজে মোট তিনটি শতরান করেছেন সঞ্জু (Sanju Samson), প্রোটিয়াদের বিপক্ষে জোড়া শতক এসেছে তিলকের ব্যাটে। এমনকি অনবদ্য ধারাবাহিকতা বজায় রেখেছেন অভিষেকও। পাঞ্জাবের তরুণ এই মুহূর্তে টি-২০ বিশ্ব র‍্যাঙ্কিং-এ রয়েছেন শীর্ষস্থানে। সাই, যশস্বী (Yashasvi Jaiswal) ও শুভমানকে জায়গা দিতে গিয়ে ভালো খেলার পরেও কি এশিয়া কাপে (Asia Cup 2025) জায়গা হারাবেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা’রা? চিন্তিত বিশেষজ্ঞরা। যদি সকলকেই স্কোয়াডে রাখা হয় সেক্ষেত্রে দলের ভারসাম্য বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা। শেষমেশ কি সিদ্ধান্ত নেন আগরকাররা সেদিকেই এখন তাকিয়ে সকলে।

সূর্যকুমারের নেতৃত্বে নামবে ভারত-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

তলপেটের ডান দিকে স্পোর্টস হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত ২৫ জুন জার্মানির মিউনিখ শহরে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এই নিয়ে গত দুই বছরের মধ্যে দ্বিতীয়বার স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছিলেন যে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে মাসদুয়েক সময় লাগবে সূর্যকুমারের। তা মাথায় রেখেই রিহ্যাব চালাচ্ছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’ বর্তমানে বেঙ্গালুরুর এনসিএ-তে রয়েছেন তিনি। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে যে ক্রিকেট তারকা শুরু করেছেন ব্যাটিং অনুশীলন। এশিয়া কাপের (Asia Cup 2025) আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন তিনি। সূর্যকুমারকে নিয়ে স্বস্তি মিললেও বিসিসিআই-কে চিন্তায় রেখেছে জসপ্রীত বুমরাহ’র হাঁটুর চোট। এশিয়া কাপে (Asia Cup 2025) তিনি খেলবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই।

Also Read: Asia Cup 2025: বিপর্যয়ের সাক্ষী দুবাই, মাঠে নামার আগেই কপালে ভাঁজ টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *