গত ১৯ তারিখ ঘোষিত হয়েছে ভারতের (Team India) এশিয়া কাপ স্কোয়াড। মহাদেশীয় মেগা টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে ১৫ ক্রিকেটারকে। সাথে স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষিত হয়েছে আরও পাঁচ জনের নাম। চমক দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। দীর্ঘসময় পর টি-২০তে ফেরানো হয়েছে শুভমান গিল, জসপ্রীত বুমরাহদের (Jasprit Bumrah) মত তারকাদের। নির্বাচিত স্কোয়াড নিয়ে দেখা গিয়েছে বিতর্ক’ও। লাগাতার ভালো পারফর্ম করার পরেও কেন সুযোগ পান নি শ্রেয়স আইয়ার? প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। শুধু দেশেই আটকে থাকে নি সেই আলোচনা। বিদেশের ক্রিকেট বিশ্লেষকরাও বসে পড়েছেন বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়া করতে। আর তাতেই ক্ষুব্ধ সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। ভারতীয় ক্রিকেটের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে হবে না বিদেশীদের, সাফ জানিয়েছেন তিনি।
Read More: ৬,৬,৬,৬,৬,৬… ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শেফার্ডের বিরল কীর্তি, ১২ বলেই তুললেন ৬২ রান !!
বিদেশীদের নিয়ে ‘বিরক্ত’ গাওস্কর-

২০২৪-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ট্রফি জিতিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঐ বছর মুম্বই অধিনায়ক হিসেবে তিনি জেতেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিও। ২০২৫-এর আইপিএলেও (IPL) আগুনে ফর্ম ধরে রেখেছিলেন তিনি। পাঞ্জাব কিংস-কে (PBKS) ১১ বছর পর নিয়ে গিয়েছিলেন ফাইনালে। ১৭ ম্যাচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৬০৪ রান’ও করেন শ্রেয়স। কিন্তু তা সত্ত্বেও ভারতের (Team India) এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে ব্রাত্যই থাকতে হয়েছে তাঁকে। স্ট্যান্ড-বাই তালিকাতেও নাম নেই তাঁর। শ্রেয়সের বাদ পড়া প্রসঙ্গে মুখ্য নির্বাচক অজিত আগরকার জানিয়েছেন, “ওর (শ্রেয়স) প্রতি সম্মান রেখেই প্রশ্ন করছি-ও কার জায়গায় খেলবে? এটা (বাদ পড়া) ওর দোষ নয়। আমাদেরও দোষ নয়। আমরা কেবলমাত্র ১৫ জনকেই বাছতে পারি। ওকে সুযোগের অপেক্ষা করতে হবে।”
আগরকারের সাফাই মনঃপুত হয় নি ক্রিকেটদুনিয়ার। মনোজ তিওয়ারি, মহম্মদ কাইফের মত ভারতীয় প্রাক্তনীরা সওয়াল করেছিলেন শ্রেয়সের হয়ে। বেশ কিছু বিদেশী বিশ্লেষকও তাঁদের প্রতিবেদন বা পডকাস্ট অনুষ্ঠানে আঙুল তুলেছিলেন ভারতীয় (Team India) নির্বাচকদের দিকে। বিষয়টি বেশ দৃষ্টিকটূ বলে মনে হয়েছে সুনীল গাওস্করের। স্পোর্টসস্টার পত্রিকায় নিজের প্রতিবেদনে সেইসব বিদেশী বিশ্লেষকদের রীতিমত তুলোধোনা করেছেন ‘লিটল মাস্টার।’ লিখেছেন, “যে সকল বিদেশীর ভারতীয় ক্রিকেটে বিন্দুমাত্র ভূমিকা নেই তারাও যে বিতর্কে যোগ দিচ্ছেন, আগুনে ঘি ঢালছে এটা সবচেয়ে অবাক করার মত বিষয়। ওনারা বড় খেলোয়াড় হতে পারেন, অনেকবার ভারতে এসে থাকতে পারেন, কিন্তু ভারতীয় স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে কথা বলার কোনো এক্তিয়ারই ওনাদের নেই।”
খেলোয়াড়দের রেহাই দিন, আর্জি গাওস্করের-

পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ বয়কটের পক্ষে দেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমী। কেন্দ্রীয় সরকার ‘মেন ইন ব্লু’কে (Team India) খেলার ছাড়পত্র দেওয়ায় অনেকেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সেই প্রতিবাদ আবেগ থাকলেও যুক্তি নেই বলেই মনে করছেন গাওস্কর। তিনি জানিয়েছেন, “সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তারপর ক্রিকেটারদের সমালোচনা করার কি যুক্তি থাকতে পারে তা আমি জানি না। কারণ দিনের শেষে খেলোয়াড়রা বিসিসিআই-এর সাথে চুক্তিবদ্ধ আর তারা ভারত সরকারের নির্দেশ মেনে চলে। তার উপরেই গোটাটা নির্ভরশীল। খেলোয়াড়রা এক্ষেত্রে অসহায়। ওদের এশিয়া কাপ খেলার জন্য বেছে নেওয়া হয়েছে। সরকার যদি বলে ‘তোমাদের খেলতে হবে,’ তাহলে ওদের গিয়ে খেলতে হবে। আর যদি বলে, ‘খেলতে হবে না,’ তাহলে বিসিসিআই সেইমত ব্যবস্থা নেবে।”