gavaskar-questions-gambhir-over-ct-2025-prize-money

গত বছরের ৯ জুলাই টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব পেয়েছিলেন গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। কেরিয়ারের শুরুতে বেশ কিছু ধাক্কার সম্মুখীন হতে হয়েছিলো তাঁকে। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ হেরেছিলো গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে হোমগ্রাউন্ডে হাতছাড়া হয়েছিলো টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া সফরেও  ১-৩ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় দল। টানা ব্যর্থতা শেষমেশ গম্ভীর (Gautam Gambhir) কাটিয়ে উঠলেন ২০২৫-এর গোড়াতে। তাঁর মহজাস্ত্রের জোর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত। আইসিসি প্রতিযোগিতায় ধরে রাখলো সাফল্যের ধারাবাহিকতা। দুবাইয়ের মাঠে খেতাব জয়ের পর প্রশংসিত হয়েছেন গম্ভীর। তবে রয়েছে মুদ্রার উলটো পিঠও। দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েও সুনীল গাওস্করের তোপের মুখে পড়তে হয়ে তাঁকে। প্রাইজ মানি নিয়ে আক্রমণ শানিয়েছেন কিংবদন্তি প্রাক্তনী।

Read More: IPL 2025: কলকাতার বিরুদ্ধে রিয়ান পরাগ হয়ে উঠলেন ‘বিরাট’, নিরাপত্তা ভেঙে পা ছুঁলেন এক ভক্ত !!

গম্ভীরকে কটাক্ষ সুনীল গাওস্করের-

Sunil Gavaskar | Image: Twitter
Sunil Gavaskar | Image: Twitter

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয়ের পুরষ্কার হিসেবে মোট ৫৮ কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করেছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। দলের প্রত্যেক ক্রিকেটার পাবেন ৩ কোটি টাকা করে। সমপরিমাণ অর্থ পাচ্ছেন হেড কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। এছাড়া প্রত্যেক সাপোর্ট স্টাফ ও সহকারী কোচেদের ৫০ লক্ষ টাকা করে পুরষ্কার দেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া। পুরষ্কার মূল্যের এই বৈষম্য নিয়ে এবার সরব হলেন প্রাক্তনী সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। মাসনয়েক আগে যখন টি-২০ বিশ্বকাপ জিতেছিলো ভারতীয় দল, তখনও হেড কোচ ও সহকারী কোচদের প্রাপ্ত পুরষ্কার মূল্যের মধ্যে বেশ খানিকটা ফারাক রেখেছিলো বিসিসিআই। কিন্তু সহকর্মীদের থেকে বেশী টাকা নিতে রাজী হন নি তৎকালীন প্রশিক্ষক রাহুল দ্রাবিড়। স্পোর্টসস্টারে নিজের কলামে সেই প্রসঙ্গ টেনে আনলেন গাওস্কর, দুষলেন বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে।

গাওস্কর লিখেছেন, “টি-২০ বিশ্বকাপের পর কোচিং স্টাফের অন্যান্য সদস্যদের থেকে বেশী অর্থ নিতে অস্বীকার করেছিলেন রাহুল দ্রাবিড়। একজন প্রকৃত টিমম্যানের মত বাড়তি টাকা তিনি সকলের মাঝে সমান ভাগে ভাগ করে নিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণার পর দুই সপ্তাহ কেটে গিয়েছে। এর মধ্যে গম্ভীরের তো কোনো পাত্তাই পাওয়া যায় নি। উনি কি দ্রাবিড়ের পদাঙ্ক অনুসরণ করবেন নাকি এক্ষেত্রে দ্রাবিড় একজন ভালো রোল মডেল নন?” “চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ৫৮ কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে। গত জুলাইতে টি-২০ বিশ্বকাপ জয়ের পর ১২৫ কোটি টাকা স্কোয়াড, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিলো। বোর্ড যে সকলকে পুরষ্কৃত করছে, এটা দারুণ ব্যাপার। আইসিসি’র প্রাইজ মানিও ক্রিকেটারদের মধ্যেই ভাগ করে দেওয়া হচ্ছে,” সংযোজন ‘লিটল মাস্টারের।

আগেভাগে ইংল্যান্ড যাচ্ছেন গম্ভীর-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

গাওস্করের কটাক্ষের কোনো জবাব এখনও দেন নি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বরং তিনি ছক সাজাচ্ছেন আগামী ইংল্যান্ড সফরের। অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে টিম ইন্ডিয়া, বেন স্টোকসদের বিপক্ষে যাতে তা না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়ার নয়া কোচ। জুন মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। হেডিংলে, এজবাস্টন, লর্ডস, ওল ট্র্যাফোর্ড ও ওভালে রয়েছে পাঁচটি ম্যাচ। বিসিসিআই সূত্রে খবর যে ইংল্যান্ডের পরিবেশ, পরিস্থিতি, পিচের চরিত্র বুঝতে ক্রিকেটারদের আগেই সেখানে পৌঁছে যেতে চাইছেন গম্ভীর (Gautam Gambhir)। টিম ইন্ডিয়ার যুব দলের সাথে বিদেশসফরে সাধারণত প্রশিক্ষক হিসেবে যান ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। গম্ভীর (Gautam Gambhir) তাঁর বদলে ভারত-এ স্কোয়াডের কোচ হয়ে ইংল্যান্ড যাবেন নাকি কেবলমাত্র সফরসঙ্গী হবেন তা এখনও নিশ্চিত নয়।

Also Read: IPL 2025: ডি ককের ব্যাটে রাজস্থান বধ নাইটদের, মরসুমের প্রথম সাফল্যের স্বাদ পেলো কলকাতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *